![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এবার কবিতা থেকে আমার সুরে একটা এ-আই জেনারেটেড কভার-সং করলাম। এর আগেও অবশ্য কবিতা থেকে গান করা হয়েছিল, তবে সেটা আমার সুর করা ছিল না, এ-আই জেনারেটেড সুর ছিল।
'ভালোবাসা মানে' শীর্ষক আমার এ কবিতাটা লেখা হয়েছিল ২০০৬ সালে, যেটি ২০০৬ সালের বইমেলায় প্রকাশিত আমার 'নিঃসঙ্গ সময়ের সুখপাখি' কাব্যের অন্তর্গত। কেউ এ বইটির কবিতা পড়তে চাইলে প্লিজ এ লিংকে ক্লিক করুন - নিঃসঙ্গ সময়ের সুখপাখি
কবিতার নাম : ভালোবাসা মানে
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
ভালোবাসা মানে তোমার জন্য মন করা আনচান
ভালোবাসা মানে তোমার আঘাতে বুক ভেঙে খানখান।
ভালোবাসা মানে মুঠোফোনটিকে খুব বেশি ভালোবাসা
ভালোবাসা মানে ভালোবেসে বেসে বেঁচে থাকবার আশা।
ভালোবাসা মানে তোমার কণ্ঠে গুনগুন গান শোনা
ভালোবাসা মানে মুঠোফোনটার মিস্ডকলগুলো গোনা।
ভালোবাসা মানে আমার জন্য বসে থাকা পথ চেয়ে
ভালোবাসা মানে খুব করে পাওয়া সুচারু-হৃদয় মেয়ে।
ভালোবাসা মানে বহুদিন ধরে সযতনে তুলে রাখা
নীল-আসমানী শাড়িখানি পরে একা একা বসে থাকা।
ভালোবাসা মানে ফিরে ফিরে এসে দর্পণে মুখ দেখা
ভালোবাসা মানে বিনিদ্র রাত সুদীর্ঘ চিঠি লেখা।
ভালোবাসা মানে তোমায় দেখতে ভোর কী গভীর রাতে
রুদ্ধশ্বাসে ছুটে চলে আসা উদগ্র বাসনাতে।
ভালোবাসা মানে হঠাৎ হঠাৎ প্রিয় বইগুলো পাওয়া
ভালোবাসা মানে ভালোবাসাতেই খুব বেশি ঋণী হওয়া।
ভালোবাসা মানে তোমার জন্য আকুল অস্থিরতা
ভালোবাসা মানে খুন হয়ে যাওয়া ভাবিয়া তোমার কথা।
ভালোবাসা মানে মান-অভিমান, অকারণ খুনসুটি
ভালোবাসা মানে এক হয়ে যাওয়া আমাদের মন দুটি।
রচনাকাল :২০০৬
সুর সৃষ্টি : ২০ জানুয়ারি ২০২৫
গানের লিংক :
অডিও ভার্সন-২ : প্লিজ এখানে ক্লিক করুন - ভালোবাসা মানে। কণ্ঠ - সোনারু। ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
অডিও ভার্সন-১ : প্লিজ এখানে ক্লিক করুন - ভালোবাসা মানে। কণ্ঠ - সোনারু। ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
বোনাস - বসন্তের গান
বসন্তের গানগুলো সবই আগে ব্লগে শেয়ার করা হয়েছিল, তবে আমার বেসুরো কণ্ঠে
পোস্ট ঘুরে যাওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। গান শোনার জন্য আরো ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা শুনলাম ভালো লাগলো।