নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দিন বদলের উতল হাওয়া। একটা সতর্কবার্তা

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৭

ছাত্ররা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এ এ দলের নাম ও গুরুত্বপূর্ণ পদের ঘোষণা আসবে বলে খবরে প্রকাশ। ২৫ ফেব্রুয়ারি ২০২৫-এ ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের পূর্ব-ঘোষণা অনুযায়ী উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি নতুন রাজনৈতিক দলের আহবায়কের পদ পেতে যাচ্ছেন। দলের শীর্ষপদটি তিনিই পাবেন বলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে।

ছাত্রদের নতুন দল ঘোষণা ও নাহিদ ইসলামের পদত্যাগের খবরে সারাদেশের জনগণ ব্যাপক উৎফুল্ল ও চাঙ্গা হয়ে উঠেছেন। ছাত্ররাই এদেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৫-১৬ বছরে যা পারে নি, ছাত্ররা সেটা করে ফেলেছে। জনপ্রিয়তরা শীর্ষে অবস্থান করছেন ছাত্ররা। ঠিক এ মুহূর্তে নির্বাচন হলে ছাত্ররা ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে আমার ধারণা। ঠিক এখান থেকেই মূল প্রসঙ্গে যাচ্ছি।

স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেমন আমরা কথা বলতে পারি নাই, কথা বললেই গুম, খুন অবধারিত ছিল, তার বিপরীতে একটা গোষ্ঠী ছিল যারা শেখ হাসিনার কাছ থেকে সকল সুবিধা ভোগ করতেন, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যাবতীয় কলাকৌশল অবলম্বন করতেন। আমরা যারা নিরপেক্ষ, অরাজনৈতিক জনগোষ্ঠী আছি, যারা ছাত্রদের অবিস্মরণীয় বিজয়ে নতুন বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্নে বিভোর, তাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন শেখ হাসিনার পদলেহী, কদম্বুচি খাওয়া, তোষামোদকারী সুবিধাভোগী শ্রেণিতে পরিণত না হয়ে যাই। শেখ হাসিনার আমলে যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে দিনের পর দিন আপনাকে বঞ্চিত করেছিলেন, আপনি-আমি-আমরা যেন কোনোভাবে ঐরকম দুর্নীতিপরায়ণ শ্রেণির খপ্পরে না পড়ি, আমরা যেন কোনোভাবে ঐরকম ভয়ঙ্কর শ্রেণির অংশে পরিণত না হয়ে যাই, সেটা অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। আওয়ামী আমলের ঐসব দুর্নীতিগ্রস্ত পাণ্ডাদের কারো রেহাই নাই, তারা তাদের পরিণতি ভোগ করছেন, কেউ কারাগারে, কেউ দেশ থেকে বিতাড়িত হয়ে ভিনদেশে আস্তানা গড়েছেন। শেখ হাসিনার পট পরিবর্তন হয়েছিল মাত্র একদিনে। ঐ ইতিহাস মনে রাখুন, আবার যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবেন, তাদের পট পরিবর্তন হতেও একদিনই লাগবে, তাদেরও শেখ হাসিনার পা-চাটা গোষ্ঠীর মতো একই পরিণতি ভোগ করতে হবে।

শুনতে খারাপ লাগলেও কথাগুলো মনে রাখা খুব জরুরি, আমাদের ভবিষ্যত সুরক্ষিত রাখার স্বার্থেই। বেশি খুশিতে, বেশি আবেগে কেউ কেউ অত্যধিক লম্ফঝম্ফ করে ফেলতে পারেন, নিজেকে ভেবে বসতে পারেন যে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেছেন, কিংবা ক্ষমতার কাছে বসে পড়েছেন তিনি, আর ধরাকে গামলা (সরা অর্থ অনেকে জানেন না বলে গামলা বললাম) মনে করে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করতে পারেন। এক সময় আপনি নিজেকে দেখতে পাবেন শেখ হাসিনার চারপাশ পরিবেষ্টনরত ক্রিমখাওয়া দুর্নীতিগ্রস্ত মহারথীদের মতো। এই যদি আপনার দশা হয়ে ওঠে, তখন শেখ হাসিনাকে দোষ দেয়ার সকল অধিকার তো আপনি হারাবেনই, আপনিও শেখ হাসিনার দোসরদের মতো একই, কিংবা আরো ভয়াবহ পরিণতি ভোগ করবেন, ইনশা'ল্লাহ।

ভালো থাকুন সবাই।

খলিল মাহ্‌মুদ
২৬ ফেব্রুয়ারি ২০২৫

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০২

নাহল তরকারি বলেছেন: যে যেমন, তিনি তাকে ভোট দিবেন। মনে করেন, একজন অসাধু ব্যাবসায়ী চাইবে না, এমন লোক জনপ্রতিনিধি হউক যে অসৎ ব্যাবসায়ীর পথের কাটা হউক। সে চাইবে না যে, জনপ্রতিনিধি পন্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া ইত্যাদি অপকর্মে তাকে বাধা দিক। এই ওজনে কম দেওয়া, পন্যে ভেজাল দেওয়া লোক চাইবে না, যে একজন সৎ লোক আসুক।

আমি বলতে চাইছি যে, আগে আমাদের সৎ হতে হবে। জনপ্রতিনিধি হচ্ছে আমাদের মনের আয়না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, চমৎকার বলেছেন নাহোল ভাই। শুভেচ্ছা।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিষয়টি ভালো কিন্তু তাদের রাজনীতিতে সফল হওয়ার সম্ভাবনা কেমন সেটা হলো বড় বিষয়; আমাদের দেশের জনগন কি পরিবারতন্ত্র থেকে বের হতে পারবে? যদি না পারে তাহলে যে লাউ সেই কদু হয়ে যাবেনাতো?


ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমত, সরকারের ছত্রছায়ায় থেকে তারা রাজনীতি করুক, ক্ষমতায় আসুক, এটা আমি কখনোই চাইব না। কারণ, সেটা হবে আরেক স্বৈরাচারের আগমন ও উত্থান। তবে, আমার মনে হচ্ছে ছাত্ররা ঠিক এই সময়ে তুমুল জনপ্রিয়তার মধ্যে আছেন। দেশের জনগণ পরিবারতন্ত্রের উপর খুবই ক্ষুব্ধ। আমরা আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি দেখেছি। জনগণ এখন নতুন দল দেখতে চায় বৈচিত্রের স্বাদ নেবার জন্য না, নিজেদের সুখ ও নিরাপত্তার জন্য। জনগণ ভাবছে, নতুন দল সেটা পারবে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

ফেনা বলেছেন: বিএনপি ত এখন ফ্যসিস্টদের মতই আচরণ করছে। কেউ কি দেখছে না, বুঝতেও পারছে না!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সারাদেশে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। এলাকার মানুষ বলছে, বিএনপি জাস্ট আওয়ামী লীগের জায়গা দখল করে নিয়েছে, যা ভালো কিছু নয়। বিএনপির হাই কমান্ড এ ব্যাপারে কড়াকড়ি করলেও গ্রাসরুট লেভেলে তার প্রতিফলন হচ্ছে না। বিএনপির স্বার্থেই এখন উচিত ছিল সারাদেশে মাঠ পর্যায়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করা। তারা সেটা করছেন বলে মনে হয় না। এতে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে ছাত্রদের প্রতিই ঝুঁকে পড়ছে।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৬

সৈয়দ কুতুব বলেছেন: রাজনৈতিক দল ভেঙে যাবে এইটা। সাবেক শিবিরপন্থীরা দলে কোন পদ পাচ্ছে না তাই যোগ দিচ্ছে না। সাবেক শিবির পন্থীদের সাথে বিএনপি চীনে যাচ্ছে নেগোসিয়েশন করতে। রিফাত ও জুনায়েদ মাহফুজ আলমের পছন্দের লোক। নাসিরুদ্দিন পাটোয়ারী ও থাকবে না। বিএনপি যদি সাবেক শিবির পন্থী বর্গ কে বাগে আনতে পারে তবে রাজনৈতিক দল খন্ড বিখন্ড হয়ে যাবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনার অ্যাসেসমেন্টের সাথে আমার দ্বিমত নাই। শীর্ষপদ নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই বিভেদ দেখা যাচ্ছিল, যা 'রাজনৈতিক প্রতিযোগিতা' হিসাবে তারা অভিহিত করছিলেন। এই দ্বন্দ্ব বিদ্যমান থাকলে ছাত্রদের দল দুর্বল হবে, ফল আশানুরূপ নাও হতে পারে।

রাজনীতির মাঠ মাঝে মাঝেই গরম হচ্ছে। আপাতত ছাত্ররা জনপ্রিয়তার শীর্ষে। ২৮ তারিখে দলের পদ-পদবি দেখার পর বোঝা যাবে শিবিরপন্থীরা দলে আছেন কী নেই, এবং তা থেকেই দলের ভবিষ্যত অনেকখানি পরিষ্কার হবে।

কমেন্টের জন্য ধন্যবাদ সৈয়দ কুতুব ভাই।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০

যারীন তাসনীম আরিশা বলেছেন: পরিবারতন্ত্র ব্যতিরেকে নতুন দলকে স্বাগত জানানো উচিত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, সাধারণ জনগণের প্রত্যাশা এটাই। কমেন্টের জন্য ধন্যবাদ।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সুপারফ্লপ একটি দল হতে যাচ্ছে।
বিশ্বাস না নহলে লিখে রাখেন।
আজ থেকে ১২ মাস পর মিলাইয়া দেইখেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

'লিখে রাখেন', 'আগেই বলেছিলাম' অবশ্য একধরনের বাচ্চামি :) এরা নির্বাচনে জয়লাভ করলে বুদ্ধিজীবীরা বিবৃতি দেবেন, 'আমি আগেই বলেছিলাম, ওরাই জিতবে'। আবার, ওরা ফ্লপ করলে আপনার মতো এদেশের প্রায় ৫০% লোকই বলবে, আমি তো আগেই কইছিলাম, ওরা টিকবে না :) এই পোস্টেই দেখেন, ওপরেও একজন এটা বলে দিয়েছেন।

প্রতিবারই বিশ্বকাপ শেষ হওয়ার পর যেমন সবাই স্টেটাস দেয় - আমি আগেই কইছিলাম 'আর্জেন্টিনা জিতবে', অ্যাজ হেতি ছাড়া আর কেউ ঝানতো না যে আর্জেন্টিনা জিতবো :)

যাই হোক, ফান করলাম সাজ্জাদ ভাই। তবে, আপনি এ পোস্টের মেসেজ বুঝতে পারেন নাই। শুভ কামনা থাকলো।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২

ঢাবিয়ান বলেছেন: ছাত্রদের দলের গঠনতন্ত্র সম্পর্কে যা তথ্য পেলাম তা যথেষ্ঠই আশাব্যঞ্জক। নাগরিক কমিটির আহবায়ক আখতার হোসেন জানিয়েছেন যে , ''সাম্য, ন্যায়বিচার, সুশাসনকে ঘিরে আমরা হবো মধ্যপন্থী দল। আমরা বাম-ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই।একইসঙ্গে একটা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেই বহুত্ববাদকে স্বীকার করেই কীভাবে একটা এগ্রিমেন্টের মধ্য দিয়ে এগোনো যায় যেভাবে আমরা অভ্যুত্থানে এগিয়েছি, সেইটা হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট।''

আরো জানা গেছে যে , তুরস্কের রিচেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাংগঠনিক কাঠামো তারা যাচাই-বাছাই করেছে। ছাত্রদের সাথে নিয়ে প্রায় দেড়শো সিনিয়র সিটিজেন এই নতুন দলের গঠনতন্ত্রের বিষয়ে কাজ করছে।

এমন একটা দলের পক্ষে কখনই রাজতন্ত্রের ধারায় প্রচলিত যে দুইটা রাজনৈতিক দল আমাদের দেশে আছে , তাদের মত দুর্নীতিবাজ ও ফ্যসিস্ট হয়ে ওঠা সম্ভব নয়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার তথ্য। পোস্টের জন্য মূল্যবান সংযোজনী।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো একটা বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন।
পোষ্টে গুরুত্বপূর্ন কিছু কথা বলেছেন।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি আমি যতটা গাধা মনে করেছেন আমি ততটা গাধা নই দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.