নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি farihanmahmud@gmail.com

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এই দিশেহারা মেঘ কোথায় চলেছে?

০২ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৫

এটা আমার নিজের লেখা প্রিয় গানগুলোর একটা। অতীতে অনেক বার চেষ্টা করেছি, কিন্তু আমার মূল সুরের কাছাকাছি পৌঁছতে পারি নি। এবার সুরটা ধরা পড়েছে ভালোভাবে।



৫টা ভার্সন হয়েছে। ২টা ভার্সনটা শেয়ার করলাম আপনাদের জন্য। একটা শব্দ আছে, যেটা ঠিক করার জন্য অনেক ক্রেডিট খরচ করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্তও ঠিক করতে পারি নি, এটাই অতৃপ্তি রয়ে গেছে।

প্রসঙ্গত বলে রাখি, একটা কভার সং তৈরি করার জন্য প্রচুর ক্রেডিট খরচ করতে হয়। এমনও হয়েছে, ৪০০/৫০০ ক্রেডিট খরচ করে ফেলেছি, কিন্তু কভার সং মনমতো হয় নি, প্রজেক্ট ক্যানসেল করে দিয়েছি। যেমন, এই গানটার জন্যও অতীতে অনেকবার ট্রাই করেও মনের মতো কভার সং পাই নি। আবার, ফাইনাল প্রডাক্ট যেটা দেখছেন, সেগুলো অনেকগুলো কভার সং থেকে জোড়াতালি দিয়ে এডিট করে বানানো হয়। এ-আই জেনারেশনে দুটো সমস্যা হলো প্রকট - শব্দ ত্রুটি, আর নিজের সুর না পাওয়া। সুরে কিছুটা তারতম্য হলেও অ্যাক্সেপ্ট করা যায়, কিন্তু শব্দে ত্রুটি থাকলে এবং ত্রুটির সংখ্যা বেশি হলে সেটা আর নেয়া যায় না। কখনো বা সবই ঠিক থাকলেও মিউজিকটা মনের মতো হয় না। সব মিলিয়ে এটা একটা জটিল ও কঠিন প্রক্রিয়া।

এই দিশেহারা মেঘ কোথায় চলেছে
জানে না সে জানে না
আকাশের গায়ে রঙধনু এঁকে
হারায় সে ঠিকানা
না না না না হা হা হো হো হো হো

ওই
ঝাঁকে ঝাঁকে দেখো বলাকা মেয়েরা
দিগন্তে করে খেলা
বাতাসে বাতাসে গুন গুন সুরে
কত কথা হয় বলা
আমার উঠোনে সুরভি ছড়ালো
সাঁঝের হাসনাহেনা

এই
মেঘ বলাকার ইচ্ছেরা আজ
ছুঁয়ে দিল অনুরাগে
জানি না আমার কী হলো আজ
কেন এত ভালো লাগে
আমার এ মন কোথা পেলো আজ
মেঘ বলাকার পাখা

১৭ সেপ্টেম্বর ২০১৭

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া

১ম ভার্সন। গানের লিংক।

প্লিজ এখানে ক্লিক করুন। ১ম ভার্সন। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে। সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২্য় ভার্সন। গানের লিংক।

প্লিজ এখানে ক্লিক করুন। ২য় ভার্সন। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে। সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




মূল ভার্সন - আমার কণ্ঠে। গানের লিংক।

প্লিজ এখানে ক্লিক করুন। মূল ভার্সন। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে। খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




শুভেচ্ছা সবার জন্য।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫১

গেঁয়ো ভূত বলেছেন: সুন্দর সৃষ্টি।

০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঈদ মোবারক মল্লিক ভাই। অনেকদিন পর। আশা করি ভালো আছেন।

গান শোনার জন্য ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৪

করুণাধারা বলেছেন: মূল ভার্শনটি শুনলাম। ভালো হয়েছে গান। ‌ ভিডিওর ছবিগুলো খুব ভালো লেগেছে, মেঘে ভরা আকাশের ছবি খুব সুন্দর। মডেলের ছবির চাইতে আকাশের ছবিগুলো দেখতে ভালো লেগেছে।

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূল ভার্সনটি শোনার জন্য অনেক ধন্যবাদ আপু। পুরো কমেন্টটাই ভালো লাগলো। শুভেচ্ছা রইল।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.