নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার দিনগুলি আর ফিরবে নারে

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:১৮

কোনো কোনো গল্প, কবিতা কিংবা গান সৃষ্টির পর মনে হয়, এটাই আমার সেরা সৃষ্টি। আমার এ গানটি শেষ করার পরও এমন মনে হলো। এবং মনে হলো, আমি বোধ হয় এ গানটা সৃষ্টির জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম।



আরো আশ্চর্য ব্যাপার হলো, গতকাল সন্ধ্যায় (১১ এপ্রিল ২০২৫) এটি গাওয়ার সময় আমার চোখ ভিজে আসে এবং গলা ধরে যায়।

আমার লিরিকের রাফখাতায় কিছু বিক্ষিপ্ত পঙ্‌ক্তি ছিল। সেগুলো সামনে পড়ায় সুর তুলতে থাকি আর ইনস্ট্যান্টলি লিরিক তৈরি করতে থাকি। যে-সুরে প্রথম গেয়ে উঠি, সেটাই চূড়ান্ত সুর, লিরিকেও শুধু অল্প কয়েকটা শব্দ এদিক-সেদিক করতে হয়েছে।

প্রতিটা মানুষের জন্য সম্ভবত শৈশবই তার সেরা সময়। মানুষের মন শৈশবে ফিরে যাওয়ার জন্য নিরন্তর কাঁদে। কিন্তু শৈশবে ফিরে যাওয়া সম্ভব নয়। শৈশবের জন্য ক্রন্দন করতে করতে একসময় অন্য ভুবনের ডাক চলে আসে। এটাই অলঙ্ঘ্য নিয়তি।

গানটি আপনাদের কাছে কেমন লাগলো, খুব জানার ইচ্ছে থাকবে। অগ্রিম ধন্যবাদ সবাইকে।

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের ঘোরে রাত দুপুরে
খেলার ভুবন ছাইড়া এখন
হায়রে যাইতে হবে অন্য পুরে

১১ এপ্রিল ২০২৫

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু


গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমার দিনগুলি আর ফিরবে নারে - সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



শুভ হালখাতা

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সৈয়দ কুতুব ভাই।

২| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৫৮

Sulaiman hossain বলেছেন: কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলের সেই,আজ আর নেই

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কৈশোর, তারুণ্যের সেই আড্ডাটা আজ আর নেই, নেই ডিসুজা, নেই সুজানাও, নেই।

কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১:৫৩

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা অবশ্য একটা গান, যার লিংক পোস্টেই দেয়া আছে।

শুভেচ্ছা।

৪| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ২:৫৭

মাইন উদ্দিস মইন বলেছেন: ভালো লিখেছেনArchitectural Acoustics

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৩:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৩:৫৭

কামাল১৮ বলেছেন: কথা সুর আর কাহিনীর মধ্যে ঐক্যের অভাব।পালতোলা নৌকার মতো তরতরিয়ে চলছে না,লগি দিয়ে বাওয়ার মতো চলছে।তার পরও ভালো লাগলো।আমাদের গর্ব আমাদের একজন গায়ক লেখক ও সুরকার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.