![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ গানের এ-আই কভার আগেও শেয়ার করেছিলাম, সেবার আমার নিজের সুর পুরোপুরি এ-আই-তে তুলতে পারি নি। অনেক ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এবার আমার নিজ সুরে পুরো গানটার এ-আই কভার করতে পেরেছি।
সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
গান রচনা : ০৪ জুন ২০২৩
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া
গানের লিংক
অডিও ভার্সন-৩ : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা - অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
অডিও ভার্সন-৫ : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা - অডিও ভার্সন-৫
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
অডিও ভার্সন-১ : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা - অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
অডিও ভার্সন-২ : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা - অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
মূল ভার্সন, আমার কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা - মূল ভার্সন
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট : সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৩
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।