নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এখনো নদীপারে ঝড় বয়ে যায় || সোনারুর কণ্ঠে আমার লেখা ও সুর করা গানের এ-আই কভার

২১ শে মে, ২০২৫ রাত ৮:৪৯

এ গানের উপর একটা পোস্ট লিখেছিলাম গত বছর। আজকে এ-আই জেনারেটেড কভার সং-এর দুটো ভার্সন শেয়ার করবো। তার আগে গত পোস্টে যা লিখেছিলাম, সামান্য এডিট করে সেটাই তুলে দিলাম এ পোস্টে। পোস্ট লেখার তারিখ ছিল ২৯ এপ্রিল ২০২৪।



এ গানের লিরিক আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। ২৪ বা ২৫ এপ্রিল ২০২৪-এ সুর ও গানের প্রথম কয়েক লাইন তৈরি হয়ে যায়। এরপর ব্যস্ত হয়ে পড়ি অন্য একটা গান নিয়ে। সে গান শেষ হয় ২৯ এপ্রিলে।



তারপর শুরু করি এ গান। ১ম অন্তরা লিখি, কাটি, লিখি, কাটি করতে করতে আরো ২ দিনের মতো চলে যায়, তবু কিছু একটা দাঁড়ালো।২য় অন্তরার লাস্ট ২ লাইন নিয়ে পড়ে গেলাম মহাবিপদে। মনের ভেতরে যে ভাব বা কনসেপ্ট নিয়ে এগোচ্ছিলাম, সেই কনসেপ্ট অনুযায়ী মগজ কোনো পঙ্‌ক্তি দিতে পারছিল না।

তবু ২ লাইনের কিছু একটা দাঁড় করিয়ে মোটামুটি গাইতে চেষ্টা করলাম। ১ম অন্তরা থেকে ২য় অন্তরার সুরও একটু আলাদা করতে চেষ্টা করলাম। কিন্তু সেই সুর কণ্ঠে তুলতে পারছিলাম না, কারণ, সুরের শেষ অংশ ছিল খুবই চড়া, কণ্ঠ ফেটে যাচ্ছিল। পাশে বসে বান্ধবী তখন মনে মনে অনেক ভর্ৎসনা করছিলেন, অনুভব করছিলাম। ত্যক্ত-বিরক্ত হয়ে ক্ষান্ত দিলাম।

কয়েকদিন পর সকালের দিকে ২য় অন্তরা ফাইনাল করলাম। এর আগে যেমন একটু চড়া সুর করার চেষ্টা করেছিলাম, সেটা বাদ দিয়ে ১ম ও ২য় অন্তরা একই সুরেই করলাম। তারপর ছোটো ছেলেকে ডেকে তার মোবাইলে রেকর্ড করলাম তার সামনে।

রেকর্ডেড গানটা গতকাল এডিট করা হয় নি। কিন্তু গতকাল রাতের বেলা আবার আরেক ভূত মাথায় চাপলো। গানের প্রথম অংশ (যার নাম নাকি 'মুখ';) আবার রি-রাইট করতে শুরু করলাম। কনসেপ্টটা হলো, প্রেমিকার সাথে শেষবার যখন দেখা হলো, সে অশ্রুভেজা চোখে বার বার আমার দিকে তাকাচ্ছিল, বলতে চাইছিল, আমি অসহায়-অপারগ, তোমাকে আমার পাওয়া হলো না, তবে তুমি আমাকে মনে রেখো না, মন থেকে একেবারে মুছে ফেলো। এটাকে কিছুতেই সুরে ও লিরিকে মেলাতে পারছিলাম না। বলেছিলে বিদায় বেলায়, ওগো মনে রেখো না আমায়। তোমার লেখা শেষ চিঠিতে লিখেছিলে ভুলে যেতে। এরকম আরো নানারকম অপশন ছিল, কিন্তু কোনোটাই মনমতো হচ্ছিল না। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন - কী করে ভুলবো তোমায় ঝড়ে-পড়া দুখিনি মেয়ে, বলো গো আমায় - এটা একেবারে আদি লাইন, যখন প্রথম বার কণ্ঠে সুর আসে, ঐ সময়ে ইন্সট্যান্টলি গেয়েছিলাম। শেষমেষ ভেবে দেখলুম, আদি লাইনটাই আমার কাছে বেশি ভালো লাগছে। আর কী করা, গতকাল ছোটো ছেলের সামনে যেটি রেকর্ড করেছিলাম, সেটিই ফাইনাল করলাম। তবে, এবার একেবারে খালি গলায়, কোনো মিউজিক নেই।

এখনো নদীপারে ঝড় বয়ে যায়
সেই ঝড়ে তুমি আজও দাঁড়িয়ে আছো
কী করে ভুলবো তোমায় ঝড়ে-পড়া দুখিনি মেয়ে
বলো গো আমায়

নদী বয়ে যেতে যেতে
সাগরে মেশে
তোমাকে জীবন যেন
একটি খাঁচায় বেঁধে রেখেছে
আগুনের খোয়ার যেন খাঁচাটি তোমার
নীরবে নিরবধি অন্তরে পুড়ছো তুমি
নীরবে নিরবধি নিঃশেষে পুড়ছো তুমি

আঁধারের বেদনা নিয়ে
রাত্রি আসে
তোমাকে মনে পড়ে
স্মৃতিরা আমায় কেবলই কাঁদায়
এখনো আশায় আশায় রাত কেটে যায়
একদিন ঝড় পেরিয়ে হয়ত-বা ফিরবে তুমি

২৯ এপ্রিল ২০২৪

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

১। আমার নিজের কণ্ঠে, মূল ভার্সন।

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এখনো নদীপারে ঝড় বয়ে যায়

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



২। এ-আই কভার, ভার্সন-১, এ-আই কভার : সোনারু।

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এখনো নদীপারে ঝড় বয়ে যায়

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



৩। এ-আই কভার, ভার্সন-২, এ-আই কভার : সোনারু।

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এখনো নদীপারে ঝড় বয়ে যায়

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



এই পোস্ট লেখার সময়ে বৃষ্টি শুরু হলো। তীব্র গরমে জীবন ছিল অতীষ্ঠ। অনেক আগুনে মাটির বুক ফালি ফালি করে অবশেষে বৃষ্টি তুমি এলে। তোমাকে স্বাগত জানাচ্ছি আমরা সকলে।

শুভ বৃষ্টিপ্রপাত।


০৫ মে ২০২৪ তারিখের পোস্ট : এখনো নদীপারে ঝড় বয়ে যায়

১০ নভেম্বর ২০২৪ তারিখের পোস্ট : এখনো নদীপারে ঝড় বয়ে যায়

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৫ রাত ৯:৪১

শায়মা বলেছেন: বাহ কি মজা তোমার ভাইয়া। অবসর জীবনে গান লিখছো গাচ্ছো..... দিন দিন সুন্দর হচ্ছে গানগুলো !!!

২১ শে মে, ২০২৫ রাত ১০:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। দিন দিন সুন্দর হচ্ছে গানগুলো - এমন অনুপ্রেরণামূলক মন্তব্যের মধ্য দিয়ে আপনিও অনেক বড়ো ভূমিকা রেখে যাচ্ছেন। ধন্যবাদ সেজন্যও।

২| ২১ শে মে, ২০২৫ রাত ৯:৫৬

মেহবুবা বলেছেন: গান নিয়ে বেশ এগিয়ে যাচ্ছো!

২১ শে মে, ২০২৫ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

৩| ২১ শে মে, ২০২৫ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আরো এগিয়ে যান। শুভকামনা রইলো।

২১ শে মে, ২০২৫ রাত ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সৈয়দ কুতুব। শুভেচ্ছা।

৪| ২২ শে মে, ২০২৫ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে মেয়েদের ছবি ব্যবহার করলে লাইক কমেন্ট বেশি পাওয়া যায়?

৫| ২২ শে মে, ২০২৫ দুপুর ১:৫৩

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: গানের লিরিক্স ও সুর সুন্দর।

২২ শে মে, ২০২৫ দুপুর ২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.