নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তোমার অনুপস্থিতি, ভালোবাসা স্থির শূন্যতায়

২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৫

যেমন করে পুরোটা দিন কাটিয়ে দেয়া গেল
একবারও তোমার কণ্ঠস্বর না শুনে,
যেমন করে পুরোটা দিন কাটিয়ে দেয়া গেল
তোমাকে ভুলে থাকবার ভান করে পড়ে থেকে,
যেমন করে আবেগের সম্পর্ক দ্রুত গাঢ়তর হয়, ততোধিক দ্রুত মিলিয়ে যায়
যেমন করে ভালোবাসাও দ্রুত এসে দ্রুততর বেগে পলায়নপর ও বিলীন হয়
তেমন করেই একদিন তোমার ভালোবাসা,
আবেগ আর সম্পর্ক দাঁড়াবে এসে স্থির শূন্যতায়।

অহনার কথা কি ভুলে যাই নি আমি? অহনাও
আমার কথা সুনিশ্চিত ভুলে গেছে।
দুঃসহ অবাধ্য যৌবনে প্রেম আসবেই বারংবার। মৌরীর রুদ্ধশ্বাস ভালোবাসা
আমার বুক থেকে মুছে গেছে কবে। মৌরীর হৃদয় হতেও
মুছে গেছে আমার নাম, হয়ত বহু-বহুদিন আগে।
তেমন করেই তোমার হৃদয় হতেও
আমার নাম সহজেই মুছে যাবে কোনো একদিন।
আর অহনারা, মৌরীরা যেমন করে বেঁচে আছে, বেঁচে থেকে নিত্য
ধ্বংস ও ভস্মীভূত করে আমার হৃৎপিণ্ড, তুমিও
তাদের দলেই করে নেবে স্থান।

এ হৃদয়ক্ষয়ী ভালোবাসা চাই নি কোনোদিন তোমার কাছে
আমার যন্ত্রণার পাথারে তোমার স্নিগ্ধ ঢেউরাশি অনাবিল খেলবে,
আমাকে অনন্য ভালোবাসার
দেবে স্বাদ। তোমার মধুময় প্রেমস্পর্শে আমার কষ্টের অতীত
ভুলে যাব। শুধু তোমাতেই
রাত্রিদিন বুঁদ হয়ে কাটাবো জীবন।

শুধু তোমাতেই রাত্রিদিন বুঁদ হয়ে পড়ে থেকে জীবন কাটানো হলো না...
ভালোবাসা খুব দ্রুত এসে দ্রুততর বেগে পলায়নপর ও বিলীন হয়
তোমার ভালোবাসা, আবেগ আর সম্পর্ক অচিরেই
দাঁড়াবে এসে স্থির শূন্যতায়।

২০০৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.