![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ গানটির গীতিকার আমার পরিচিত। একদিন হোয়াটসঅ্যাপে তার এ কবিতাটি পাঠিয়ে বললেন, একটা সুন্দর গান করে দেন না প্লিজ!
মনে মনে বিব্রত হলাম। অন্যের লিরিকে গান করবো না, মোটামুটি এ রকম একটা প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে। সমস্ত আন্তরিকতা দিয়ে, অনেক শ্রম দিয়ে অন্যের লেখা গান করেছি, ব্লগে শেয়ার করেছি। গীতিকার এলেন, কমেন্ট করলেন - এখন অর্ধেক শুনে গেলাম, বাকিটা পরে এসে শুনবো। তখন ইচ্ছে করছিল----। যাই হোক, পরে তিনি আর কোনোদিন আসেন নাই। অন্যের লিরিকে গান করবো না। যেখানে গীতিকারের উচ্ছ্বাস আর আনন্দে আমি অতিশয় অনুপ্রাণিত হবো, সেখানে তাদের নেতিবাচক কমেন্ট, সুর ভালো হয় নাই, মিউজিক ভালো হয় নাই, এগুলো আমাকে খুবই ক্ষিপ্ত ও বিরক্ত করে। তবে, ব্লগার জটিল ভাই ও ব্লগার স্প্যানকড-এর উৎফুল্ল প্রতিক্রিয়া আমার খুবই ভালো লেগেছিল।
এ গীতিকার একটা 'সুন্দর' গান করে দিতে বললেন। আমি তো সেই লেভেলের মিউজিশিয়ান না যে যা বানাবো তাই 'সুন্দর' হবে। আবার গান তার মনোমতো না হলে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তার নেগেটিভ কমেন্টও যে আমি মেনে নিতে পারবো, আমি অতোটা মহৎ ও উদারও না। তবু, তার সাথে আমার সম্পর্ক এমন যে, তাকে 'না' বলাটা আরো বেশি বিব্রতকর হয়ে গেল। অবশেষে নিজের প্রতিজ্ঞার কাছে কিছুটা নমনীয় হতে হলো। তবে, গান শুনে তার বিস্মিত মুগ্ধতা আমাকে অনেক আনন্দ ও অনুপ্রেরণা দিয়েছে।
এটা ধীর লয়ের গান। সুরের মূর্ছনা আমার খুবই ভালো লাগে। মূর্ছনা সৃষ্টির জন্য আমি ধীরলয়ের গানগুলোকে দীর্ঘকায় করে থাকি। এটাও সেরকম দীর্ঘ একটা গান।
তুমি আছো বলে
বড়ো ভালো লাগে মাটি
বিকেলের রোদে
মেঠো পথে হাঁটাহাঁটি
তুমি আছো বলে
সবুজের আয়োজন
অনন্ত আকাশ
শঙ্কামুক্ত মন
তুমি আছো বলে
জোনাকির ঝিলমিল
দুটি মনের মাঝে
মধ্য-অন্ত্যমিল
তুমি আছো বলে
এত ভালো লাগে সখা
বিনিদ্র রাত
মুখোমুখি বসে থাকা
তুমি আছো বলে
আমরা আজো বেঁচে আছি
স্বপ্নিল চোখে
রুপোলি ডানায় উড়ছি
তুমি আছো বলে
পৃথিবীর কাছাকাছি
আলোয় আলোয়
ভালোবাসা রচিয়াছি।
কথা : রোমেল চৌধুরী
সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আছো বলে। সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রোমেল চৌধুরী বলেছেন যে, তিনি সচলায়তনে ব্লগিং করতেন। তবে আমি সচলায়তনে তেমন যাই নি, এবং তার লেখালেখির সাথে পরিচিতও না।
কোনটা গঠনমূলক এবং কোনটা হিংসাত্মক কমেন্ট, এটা বোঝা যায়। গঠনমূলক কমেন্ট থেকে যে-কেউ উপকৃত হয়ে থাকেন, হিংসাত্মক কমেন্ট আপনাকে ক্ষিপ্ত, মনক্ষুণ্ণ ও বিমর্ষ করবে। তবে, বয়সের কারণে অনেক কিছুই মানিয়ে নিই বা মেনে নিই, সেটাও ঠিক।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা রইল।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: হুম। ভালো।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯
বিজন রয় বলেছেন: সুন্দর।
সুরের মাঝে সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
শেরজা তপন বলেছেন: এই রোমেল চৌধুরি কি কোন ব্লগার?
নেতিবাচক কমেন্ট নিতে পারার যথেষ্ঠ বয়স ও বিজ্ঞতা আপনার হয়েছে ভাই।