| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রমীলার সাথে যদি 
কোনোদিন দেখা হয়, 
আজ কিংবা কাল
এক যুগ পরে কিংবা 
মৃত্যুর আগের মুহূর্তে-
আমি তাকে খুলে দেবো
বুকের দুয়ার
দেখাবো সেখানে সমৃদ্ধ প্রেমাক্ষরে 
নাম লেখা কার।
প্রমীলার সাথে যদি 
কোনোদিন দেখা হয়, 
আজ কিংবা কাল
প্রমীলাকে দেখাবো, 
সমস্ত অন্তর জুড়ে
শুধু অঙ্গার, 
তার নিষ্ঠুর প্রেমানলে হৃৎপিণ্ড পুড়ে 
ছারখার, ছারখার।
কবিতা : প্রমীলার সাথে কোনোদিন দেখা হলে (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
কবিতায় সুরারোপ : ০৪ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু  
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। প্রমীলার সাথে যদি কোনোদিন দেখা হয়। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৯:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় হায়, বলেন কী? আমারে কি ঘরে থাকতে দিবেন না?
২| 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:৫৬
অপ্সরা বলেছেন: ভাইয়া গানটা শুনলাম!!!
সুন্দর হয়েছে গান!!
সুমনকে দিয়ে গাওয়ালে বেশি ভালো হত!!!!!!!!!
এই গায়কেরটাও ভালোই হয়েছে!!! ![]()
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো হলো এ-আই জেনারেটেড ভোকাল। এই ভোকালের সাথে কোনো শিল্পীর কণ্ঠ সরাসরি মিলবে না। তবে আমি কিছু সাজেশন অলরেডি দিয়ে রেখেছি, যাতে ভবিষ্যতে বাংলাগানে ঐসব বাঙালি শিল্পীদের ভোকাল অ্যাড করা হয়।
কখনো কখনো আমার নিজের ভয়েসের টাচ পাওয়া যায়। ছোটো ছেলের কয়েকটা এ-আই কভার করেছি, ওর ভয়েস স্পষ্ট বোঝা যায়। নিজের ভোকাল দিয়েও কভার করার চেষ্টা করেছি, সেগুলো মেলোডিয়াস হয় নাই। এ-আই আরো আপগ্রেড হলে হয়ত তখন নিজের ভোকালেই সুন্দর শ্রুতিমধুর গান পাওয়া যাবে।
মাঝে মাঝে কোনো কোনো শিল্পীর ভোকালের সাথে মিলে যায়। যেমন, আশা ভোঁসলে, পার্থ বড়ুয়া, ডলি সায়ন্তনী, কুমার বিশ্বজিতের ভোকালের কাছাকাছি ভোকাল আমি পেয়েছি কিছু গানে।
সুমন/অর্থহীন আমার প্রিয় সিংগার/মিউজিশিয়ান। তার কণ্ঠ অসাধারণ, তার গানও অসাধারণ। সুমনের কণ্ঠ ইউস করার ব্যবস্থা থাকলে আমার ম্যাক্সিমাম গানই ওর ভোকালে করতাম।
আপনার এবং পাঠকের বোঝার সুবিধার্থে এ তথ্যগুলো লিখলাম।
গানটা সুন্দর হয়েছে জেনে ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে দুটো কমেন্টের জন্য।
৩| 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৯:০৮
জনারণ্যে একজন বলেছেন: প্রমীলার প্রেমানলে তো অলরেডি সমস্ত অন্তর, হৃদপিন্ড পুড়ে ছারখার হয়ে গেছে। বুকের দুয়ার খুলে ওনার নাম যে লেখা আছে, তা দেখবেন কিভাবে? 
পোড়া হৃদপিণ্ডের কয়লা অথবা ছাই দিয়ে নাম লিখে রেখেছেন মে বি।
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। টেকনিক্যাল কোয়েশ্চন করে তো দেখি আটকাইয়া দিলেন 
 যাই হোক, আপনি যে উত্তর দিয়েছেন, ওটা দিয়েই আপাতত চালিয়ে নিন ![]()
কমেন্টের জন্য ধন্যবাদ জনারণ্য।
৪| 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১০:৫৪
ফ্রি ইনকাম ফর্মেশন বলেছেন:
 
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :
৫| 
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৫৯
বাকপ্রবাস বলেছেন: দারুণ লেগেছে শুনে
 
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৪:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ও ছড়াকার।
৬| 
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৭| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: সুন্দর। প্রমীলার সাথে কোনোদিন দেখা হলে, সুন্দর।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার বিজন রয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:৫৩
অপ্সরা বলেছেন: হায় হায় হৃদপিন্ড পুড়ে ছারখার!!!
 
ভাবীকে বলে দেবো কিন্তু!!!!