নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটা মেয়ে খুব দুঃখিনী ছিল || কবিতা থেকে গান

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২০

আমাদের এসএসসি ক্লাসমেটদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। সেখানে বলে বসলাম, আজ তোদের জন্য একটা জাদু থাকবে। তবে এখন শুধু জাদুর উপকরণটা দিচ্ছি, মূল জাদু আগামীকাল :)



এটা বলে আমার স্বকণ্ঠে গাওয়া গানের অডিওটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করলাম। বললাম, আমার এই বেসুরো গান থেকে কীভাবে এ-আই একটা মেলোডিয়াস গান তৈরি করে দেয়, সেটাই জাদু।

পরের দিন ওটা শেয়ার করি। গানটা খারাপ হয় নি। ক্লাসমেট যে-কজন শুনেছেন, এবং অন্যরা, তারা ভালোই বলেছেন।

একটি মেয়ে খুব দুঃখিনী ছিল
সঙ্গী ছিল রাতের আকাশ-জোনাকি-চাঁদ-তারা
ওদের পানে চেয়ে চেয়ে কাটিয়ে দিত রাত
দুই চোখে তার বইতো জলের ধারা
একটি মেয়ে দুঃখিনী খুব ছিল

কেউ জানে নি দুঃখ কী তার ছিল
কেউ জানে নি কোন বেদনায় বুক ভাসাতো কেঁদে
কেউ জানে নি কোন পাষাণে বুঝলো না তার মন-
কেউ জানে নি সেই মেয়েটি কোথায় হারিয়ে গেল।

সেই মেয়েটির গল্প শুনি বর্ণলতার কাছে
তার বেদনা আমার বুকে দুঃখজোয়ার ডাকে
সবখানেতে লুকিয়ে আছে সেই মেয়েটির ব্যথা
আজও আমার সেই মেয়েটির মিললো না সন্ধান।
একটি মেয়ে দুঃখিনী খুব ছিল


কবিতা : কেউ জানে না (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
কবিতায় সুরারোপ : ০৬ সেপ্টেম্বর ২০২৫
কবিতা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। একটি মেয়ে খুব দুঃখিনী ছিল। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




শুধু সুর সৃষ্টি করার জন্য একটা কণ্ঠের দরকার পড়ে। সেই কণ্ঠের গানটি শুনুন। প্লিজ এখানে ক্লিক করুন। একটি মেয়ে খুব দুঃখিনী ছিল। খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.