নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মনটা যদি এমন হতো || কবিতা থেকে গান

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩০

মনটা যদি এমন হতো
ওহো
সুখ বোঝে না,
বোঝে না সে দুঃখ-ব্যথা



সুখ বোঝে না,
বোঝে না সে কষ্ট-ব্যথা
এই মনে কি
ভালোবাসার জন্ম হতো?

এই মনটা নদী কেন?
এই মনেতে জোয়ার-ভাটা
কেন আসে?
মনটা কেন কষ্ট বোঝে?
সুখও খোঁজে?
মনের মতো কাউকে পেলে
মনটা কেন ভালোবাসে?

এই মনটা এমন কেন?
জানে না সে কখন কাকে কষ্ট দিল,
পাঁজরভাঙা ব্যথা দিল।
এই মনটা এমন কেন?
এমন কেন?

এই মনটা পাথর হলে
কার কী এমন ক্ষতি হতো?
কারো কথায় সুখ না হতো,
কষ্ট পেতাম না অন্তত।
এই মনটা পাথর হলে
কিছু কি তোমার ক্ষতি হতো?
কিছু কি তোমার ক্ষতি হতো?

কেন তোমার মন হলো না
আমার মনের মতো খুব সাধারণ?
কেন তুমি সুখ বোঝো না?
কেন বোঝো না
কখন কাঁদে আমার এ মন?

কেন তুমি সুখ বোঝো না?
কেন বোঝো না
কাঁদে কেন আমার এ মন?

কবিতা : মন (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
কবিতায় সুরারোপ : ০১ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া

১। অডিও ভার্সন-১।

প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু ও সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-২।

প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩।

প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৪। অডিও ভার্সন-৪।

প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৫। অডিও ভার্সন-৫।

প্লিজ এখানে ক্লিক করুন। মনটা যদি এমন হতো। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনা ভাই, মনটা যদি এমন হতো ভার্সন -১ শুনলাম অসাধারণ লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় মশিউর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবগুলো ভার্সন একটু একটু করে শুনলাম সবগুলোই ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মশিউর ভাই। শুভেচ্ছা রইল।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইফুলসাইফ ভাই। শুভেচ্ছা।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ভালো।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৯

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার সব কবিতা।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য আপনাকে ধন্যবাদ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.