![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কবিতা : দান (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
কবিতায় সুরারোপ : ০৯ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া
ঘরসংসার সব রেখে যাই তোমার পায়ের তলে
এখানে আমার মন বসলো না, মন যায় বনে চলে।
মনের শান্তি তুমি রাখো নাই
বলো তবে আমি কোথা সুখ পাই?
মিলেমিশে আর থাকা হলো না তো আমাদের দুজনার
আমি চলে যাই, তুমি সুখে থেকো নিয়ে ঘরসংসার।
আমি সুখে রবো, বন-বনানির পশুপাখি হবে সাথি
বোবাদের সাথে বোবার বেদনা বলা হবে সারারাতি
গভীর নিশীথে, কিবা অবসরে
আমার কথাটি যদি মনে পড়ে
ভেবে নিও আমি তোমার জীবনে আসি নাই কোনোদিনই
তবু একফোঁটা চোখের পানিতে আমায় করো না ঋণী।
এই সংসার, সোনার গহনা, টাকাকড়ি, ধনমান
আজ হতে প্রিয়ে তোমার নামেই সব করলাম দান।
গানের লিংকগুলো।
১। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। ঘরসংসার সব রেখে যাই। সোনারু। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। ঘরসংসার সব রেখে যাই। সোনারু। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। ঘরসংসার সব রেখে যাই। সোনারু। অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৪। অডিও ভার্সন-৪। প্লিজ এখানে ক্লিক করুন। ঘরসংসার সব রেখে যাই। সোনারু ও সহেলিয়া। অডিও ভার্সন-৪
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড লিংক।
নিঃসঙ্গ সময়ের সুখপাখি, একুশে বইমেলা ২০০৬, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ঝগড়া তো প্রেমেরই একটা অংশ
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: হায় হায় ভাবিজীর সাথে কি ঝগড়া হলো নাকি ভাইয়ু!!!