নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একদিন হঠাৎ দেখা হয়ে যাবে

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৮

কত যোজন দূরে তুমি থাকো, তবুও মনে হয় আমার ঘরের পাশেই তোমার ঘর
এবং হঠাৎ একদিন দেখা হয়ে যাবে দরজায় কড়া নাড়বার কালে
সহসা সচকিত চোখে দুজন দুজনার দিকে তাকাবো সবিস্ময়ে।

একদিন হঠাৎ দেখা হয়ে যাবে তোমার-আমার
বইমেলার সরণীতে আনমনে হাঁটছো তুমি, অথবা মধুর ক্যান্টিনে একদিন, অথবা
টিএসসিতে, অথবা চারুকলায়, অপরাজেয় বাংলার গোলচত্বরে, কলাভবন অথবা
রোকেয়া হলের সামনের রাস্তায় একাকিনী, বিষণ্ণতায় সর্বাঙ্গ মেখে
তুমি বসে আছো- কে যেন ছিল, চলে গেছে, কোনোদিনও ফিরবে না আর।
পাবলিক লাইব্রেরিতে, শাহবাগের মোড়ে, নিউমার্কেটের অলিগলিতে
কিংবা ধরো গাউছিয়া বা ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটিতে সিঁড়ি বেয়ে উঠবার
কালে – সতত ম্লান-বেদনার্ত তোমার অবয়ব- কে যেন ছিল – চলে গেছে -
কোনোদিনও ফিরবে না আর।

কে যেন ছিল – চলে গেছে- কোনোদিনও ফিরবে না আর-
সতত ম্লান-বেদনার্ত তোমার অবয়ব-
তুমি ভালো নেই তুমি ভালো নেই তুমি ভালো নেই
ভালোবাসা হারানোর মতো বেদনা নেই আর কিছুতেই
কে যেন ছিল- চলে গেছে- কোনোদিনই ফিরবে না আর।

ফিরে আসা নয়- তবু একদিন ফিরে আসা- সবটুকু ভালোবাসা,
পৃথিবীর সেরা উপহার, যা তুমি পাও নি কোনোদিনই, হাতের মুঠোয় তুলে সবটুকু
একদিন দাঁড়ালো সে তোমার সামনে সহসাই-
কে যেন ছিল, চলে গেছে- কোনোদিনই ফিরবে না আর।

একদিন হঠাৎ দেখা হয়ে যাবে তোমার-আমার
দৌড়ে ছুটন্ত বাসে চেপে বসতেই দেখবো সামনের সারিতে তুমি বসে।
একদিন হঠাৎ দেখা হয়ে যাবে কোনো রাস্তায়, ফুটপাতে উদাসীন হাঁটতে হাঁটতে
রমনার বটমূলে, বোটানিক্যাল গার্ডেনে, সংসদভবনের বিকেলে,
কিংবা ধরো ঠিক ঠিক কোর্টভবনের কোলাহলমুখর ময়দানে- তুমি বিমূঢ়া-বাকহীনা-
স্থির দাঁড়িয়ে অপলক, হাত খসে পড়ে যায় অতুচ্ছ ফাইলগুলো- গায়ের কালো গাউন
আলুথালু হয়- সহসা অতিশয় আহ্লাদে- বিমূঢ়া-বাকহীনা,
তুমি ভুলে গেলে- কে যেন ছিল, চলে গেছে- কোনোদিনই ফিরবে না আর।

২০০৬


ডাউনলোড লিংক : নিঃসঙ্গ সময়ের সুখপাখি, একুশে বইমেলা ২০০৬, ইত্যাদি গ্রন্থ প্রকাশ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.