নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তোর মনের ভেতর ঢুকেছি || কবিতা থেকে গান

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৫

মনের ভেতর ঢুকেছি তোর জানি না তো কেমন করে
জানি না তো আর কতদিন রাখবি আমায় সেথায় ধরে।



তোর উচাটন মনের বনে অশান্ত বাও ঢেউ খেলে যায়
হাজার ফুলের ভিড়ে সেথায় ঠাঁই দিবি কি একলা আমায়?
একলা আমার ঠাঁই হবে না এই কথাটি সত্যি জানি
তাই যদি হয় আমায় কেন বাঁধলি সেথায় বল পাষণ্ড?

শোন পাষণ্ড আমার কথা, আমায় ভালো বাসলে তবে
আমার প্রেমের সকল দাবি শুনতে হবে, মানতে হবে।
সবটুকু প্রেম আমায় দিবি, আমার হবি বাধ্যগত
আমায় দিবি সবটুকু তোর মনের ভেতর জায়গা যত।
মনের ঘরের সব দরজা সব জানালা বন্ধ করে
একটি কোনা রাখবি খোলা একলা আমি ঢুকবো ঘরে
একলা আমি ঢুকবো তোর মনের ঘরে।

কবিতা : আমার দাবিনামা এবং তোর মন (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
কবিতায় সুরারোপ : ১৩ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া ও সোনারু


১। অডিও ভার্সন-১ - সহেলিয়া। প্লিজ এখানে ক্লিক করুন - মনের ভেতর ঢুকেছি তোর। সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-২ - সোনারু। প্লিজ এখানে ক্লিক করুন - মনের ভেতর ঢুকেছি তোর। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




বোনাস - আমি তোমার মন পেলাম না। সহেলিয়া

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: খুব ভাল হয়েছে কাব্য। এত সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাব্য পড়ার জন্য আপনাকে ধন্যবাদ খালিদ সাইফুল্লাহ্‌ ভাই।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: খুব ভাল হয়েছে কাব্য। এত সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১১

শায়মা বলেছেন: বোনাসটা শুনলাম ভাইয়া!!!
সহেলিয়ার গানা ভালো লেগেছে খুবই!!!!!!!

০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বোনাসটা শোনার জন্য ধন্যবাদ আপু। সহেলিয়াকে আপনার ভালো লাগার কথা জানিয়ে দিব নে :)

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৫

বিজন রয় বলেছেন: মনে ভিতর ঢোকে কেমনে!!!

হা হা সেই রকম।

০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা, তাইতো, মনের ভেতর ঢোকে কেমনে?

প্রাচীনকালে অন্তর্যামী নামে একটা শব্দ ছিল :)

লাইক ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় বিজন রয়।

৫| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.