![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি যদি বলো আর কোনোদিনই আমায় দেবে না দেখা
তুমি যদি বলো আর কোনাদিনই থাকবে না পথে চেয়ে
এই যদি হয় মন দেবে তুমি অন্য আর কাউকে
এই যদি হয় চলে যাবে তুমি আর কারো হাত ধরে
তবে কেন তুমি আমায় শেখালে মনপোড়া ভালোবাসা?
তবে কেন মেয়ে মন নিয়ে তুমি খেললে নিঠুর খেলা?
আমার সজীব মন জুড়ে ছিল শিশিরের শুভ্রতা
তোমার আগুনে পুড়ে পুড়ে হায় অঙ্গার হলো তা।
চলে তো যাবেই, সেই কথা জানি, আর আসবে না ফিরে
সবটুকু প্রেম নিয়ে যেও তবে যতটুকু দিয়েছিলে।
কবিতা : তোমার ইচ্ছে (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
কবিতায় সুরারোপ : ২০ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। তুমি যদি বলো। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
©somewhere in net ltd.