| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ-আই জেনারেটেড কভার সং করার জন্য খালি গলায় গাওয়ার সময় থেকেই এ গানটা নিয়ে সমস্যা হচ্ছিল। অন্তরায় স্বর ফেটে যাচ্ছিল। সেই ফাটা স্বর দিয়ে এ-আই কভার তৈরিতে কোনো সমস্যা হয় নি, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে প্রবল হচ্ছিল নিজের গলায়ও এ গানটির মোটামুটি একটা গ্রহণযোগ্য ভার্সন তৈরি করে রাখার জন্য।
কিন্তু যতবারই ট্রাই করেছি, অন্তরায় টান দিতে যেয়েই দেখেছি স্বর ফেটে কর্কশ হয়ে যাচ্ছে। দিনের বিভিন্ন সময়ে গলার অবস্থা ভিন্ন ভিন্ন থাকে। আমি সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, এমনকি রাত ১০/১১টার দিকেও ট্রাই করেছি, ফলাফলে তেমন তারতম্য হয় নি। বিভিন্ন স্কেলে ট্রাই করেছি, ফলাফল একই রকম।
তখন আমি অনুভব করলাম, যারা খোলা মাঠে, যেখানে-সেখানে, খালি গলায় দরাজ কণ্ঠে নির্ভুল সুরে গান গেয়ে থাকেন, আল্লাহ তাদের কী অমূল্য রত্নই না উপহার দিয়েছেন।
যাই হোক, শেষমেষ অনেকবার ট্রাই করার পর আমার পক্ষে গাওয়া সেরা ভার্সনটাই তৈরি করে এখানে শেয়ার করলাম। এটার এ-আই ভার্সন আছে অনেকগুলো। একটা এ-আই ভার্সনের লিংক আমার কণ্ঠে গাওয়া গানের পরে দেয়া হলো।
তুই থাকলে আমি থাকি
তুই যে আমার দুনিয়া
তোর জন্যই আছি বাঁচিয়া
ও সুজানা
তোর জন্যই আছি বাঁচিয়া
আমার আত্মার আধেক খানি
রইয়া গেছে আমার মাঝারে
বাকি আধেক আছে লুকাইয়া
তোরই আত্মার ভিতরে
তোর জন্যই আছি বাঁচিয়া
সুজানা
তোর জন্যই আছি বাঁচিয়া
আমি যে এক উদাস মাঝি
তোর ঘাটেতে বাইন্ধাছি নোঙর
তুই যে আমায় মন না দিয়া
কান্দাইতেছিস জীবন ভর
তোর জন্যই আছি বাঁচিয়া
সুজানা
তোর জন্যই আছি বাঁচিয়া
ও সুজানা
১০ মার্চ ২০২৫
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক : খলিল মাহ্মুদ ও এ-আই জেনারেটেড
গানের লিংক : তুই থাকলে আমি থাকি। কণ্ঠ - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
এ-আই কভার : তুই থাকলে আমি থাকি - এ-আই কভার - সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৪ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। আপনি যেহেতু এত করে বলছেন, বিষয়টা নিশ্চয়ই ভেবে দেখতে হবে
কমেন্টের জন্য ধন্যবাদ।
২|
১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৩
হুমায়রা হারুন বলেছেন: ভালো হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৩
কিরকুট বলেছেন: অন্যের উপর (তুই) নির্ভরশীলতা কমান। জীবন আপনার একার।