| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
অনেকদিন পর একটা নতুন গান করলাম এবং এটা এ বছরের প্রথম গান। এর আগের গানটা লেখা হয়েছিল ২০ নভেম্বর ২০২৫-এ। এ গানটার লিরিক যদিও ১২ নভেম্বর ২০২৫-এ লেখা, কিন্তু এটা সুর করেছি ১৪ জানুয়ারি ২০২৬-এ। এ-আই নিয়ে বেশ হতাশায় থাকায় আগের মতো উৎসাহ পাচ্ছি না। সুনোকে ফিডব্যাক দিয়েছিলাম সমস্যার কথা জানিয়ে এবং কিছু সাজেশন দিয়ে। দীর্ঘদিন পর তারা জবাব দিয়েছে - তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাষার ইম্প্রুভমেন্টের জন্য।
এ-আই আশানুরূপ প্রডাক্ট না দেয়ায় নিজের কণ্ঠেই সুরগুলো ধরে রাখার একটা চেষ্টা শুরু করেছিলাম। কিন্তু গলার সুর আগের চাইতে আরো বেসুরো হয়ে গেছে
এ গানটা করার জন্য অনেক বেগ পেতে হয়েছে। অনেকগুলো ভার্সন থেকে সঠিক শব্দগুলো কাটাকুটি করে জোড়াতালি দেয়া হয়েছে। তবে ফাইনাল প্রডাক্টটা আশা করি ভালো লাগবে আপনাদের।
ও তুমি
পরের সাথে যেই মজা লও
সেই মজা কি পারবে নিতে
নিজের সাথে?
পরের গায়ে ফোটাও তুমি
খেজুর-কাঁটা
তুমি কি খুব আরাম পাবে
তোমার শরীর ছুঁইল্যা যদি
কেউ মেখে দেয় মরিচ-বাঁটা?
মানুষ তুমি বড্ড আজব জীব।
ও নীতিবাক্যের গল্পে আছে
খেলার ছলে দুষ্টু বালক
ব্যাঙের গায়ে ঢিল ছুঁড়েছে।
ভেবে দেখো লাগতো কেমন
তোমার হলে ব্যাঙের জীবন।
ও মানুষ রূপে যাদের দেখি-
অনেকে তো মানুষই নয়
মানুষ নামের বড্ড কলংক।
রূপে তাদের মানুষ দেখো
দেখো তাদের ঝাড়িঝুড়ি
আসলে তো সবই ফাঁপা
শরীরে শয়তানেরই অঙ্গ।
অন্যকে দাও বিষের জ্বালা
কী ভেবেছো?
তুমি কি পাবে খিরের থালা?
নারে বাপু,
জগৎ এতো সহজ নয়
বুঝছো তুমি?
ঢিলটি যদি মারো তবে
পাটকেলটি খেতে হয়।
এসব শুনে
এখন তোমার লাগছে কেমন?
বলো?
পাটকেলটি খেয়ে
এখন তোমার লাগছে কেমন?
ভালো?
একটু আরাম পাচ্ছো?
মান্দার গাছের ডালে বসে
বুইড়া আঙুল চুষো।
আরাম করে কাঁদো।
জোরসে তুমি কাঁদো।
লিরিক : ১২ নভেম্বর ২০২৫
সুর : ১৪ জানুয়ারি ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - পরের সাথে যেই মজা লও। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৪
শায়মা বলেছেন: এই গান কারো উপর রাগ হলে পাঠিয়ে দেবো লিঙ্কটা ওকে?