নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক চিরচেনা ব্যাস্ততম নগরীর গীটারের ভাঁড়াখাটা আমি এক ক্লান্ত যাযাবর ৷ সেই নগরীর-ই কোন এক সস্তা সরাইখানায় মাতাল আমি ৷ উন্মত্ততার শীর্ষে অবস্থান আমার ৷ দিন কয়েক অনেহারে থাকা ক্ষুদার্থ হাড্ডিসার বৃদ্ধের ময়লা আর ছেড়া লজ্জা নিবারনের তন্তু বস্তুটিতে পাব

নিলাম্বরী সন্যাসী

নিতান্তই সাধারণ প্রাণী। আপাতত, অক্সিজেন গ্যাসের অপচয়য় ঘটাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত। অনিন্দ্য নয়, অতি সাধারন। কপালের একটু নিচে দুই চোখ, মাঝখনে নাক, চোকের দুইপাশে কান, নাকের নিচে মুখ, শরীরে ২ হাত, ২ পা আছে, ৩১২ গ্রাম ভরের একটা হৃদপিন্ড আর ১৩৩৬ গ্রাম ওজনের মস্তিস্ক আছে। এতে কি মানুষ বলা যায় কিনা আমি সঠিক জানি না। তবে মানুষ হবার চেষ্টায় আছি।

নিলাম্বরী সন্যাসী › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ আরু

০২ রা জুলাই, ২০২২ ভোর ৪:৩৬

তোমার অনুপস্থিতি আমাকে যেমন বিষাদগ্রস্ত করত সেই কবে!
যেদিন তুমি বলে ছিলে আমার হবে, কিন্তু হুও নি।
আফসোস করি না, তোমাকে পাওয়া হয় নি বলে।

বুকে একটা ব্ল্যাক হোল বসিয়ে নিয়েছি,
তোমার দেওয়া কথা গুলো সেখানে জমা থাকে।

মজার ব্যাপার কি জানো আরু!
আমি সেদিন থেকেই নার্সেসিস্ট হয়ে গেলাম,
বুঝলাম নিজেকে ভাল না বেসে তোমাকে ভালাবাসা যায় না।

একটা কারন অবশ্যি আছে, সেদিন তুমি বলেছিলে আমার হবে;
সেদিন থেকেই তোমার স্বত্তা আমি বহন করে যাচ্ছি ভাড়াতে হয়ে, এখন আমি আর আমি নাই,
আমি হয়ে গেছি তুমি,
আর তাই আমি নার্সেসিস্ট।


লোকে আমায় মন্দ বলুক, তবুও তুমি তো আছো আমার স্বস্তা সঙ্গিনী রূপে
হোক সেটা কল্পনায়! এই ঢের!


আমি চেয়েছিলাম তোমার সাথে বুড়ো হব,
চেয়েছিলাম এক সাথে বাঞ্জি জাম্প করব,
ভেবেছিলাম তোমার সাথে এক মগ ডাবল শট ক্যাপচিনো নিয়ে বসব, রাত গড়িয়ে সকাল আসবে আমাদের কথা ফুরাবে না।

কিছুই করা হলো না!


জীবনে আসলে অপূর্নতা ছাড়া বাঁচা যায় না, তুমি জেনে থাকবে নিশ্চই, আরু।
আমি এই অপূর্নতা'টা নিয়েই বাঁচতে চাই।

আরু, তুমি আমায় বাঁচতে শিখিয়েছ।
আমি বেঁচে আছি, দিব্যি।

ধন্যবাদ আরু।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২২ ভোর ৬:৪৭

খায়রুল আহসান বলেছেন: "আমি চেয়েছিলাম তোমার সাথে বুড়ো হবো" - বেশ তো!

২| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৪

নিলাম্বরী সন্যাসী বলেছেন: ভালবাসা নিবেন

৪| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:১০

রেজাউল৯০ বলেছেন: বুকের ভিতরের নিউট্রন স্টারটা ব্ল্যাক হোল হয়ে গেছে দেখে ভাল লাগল। পরের স্টেপ মনে হয় ইভাপরেশন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.