নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক চিরচেনা ব্যাস্ততম নগরীর গীটারের ভাঁড়াখাটা আমি এক ক্লান্ত যাযাবর ৷ সেই নগরীর-ই কোন এক সস্তা সরাইখানায় মাতাল আমি ৷ উন্মত্ততার শীর্ষে অবস্থান আমার ৷ দিন কয়েক অনেহারে থাকা ক্ষুদার্থ হাড্ডিসার বৃদ্ধের ময়লা আর ছেড়া লজ্জা নিবারনের তন্তু বস্তুটিতে পাব

নিলাম্বরী সন্যাসী

নিতান্তই সাধারণ প্রাণী। আপাতত, অক্সিজেন গ্যাসের অপচয়য় ঘটাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত। অনিন্দ্য নয়, অতি সাধারন। কপালের একটু নিচে দুই চোখ, মাঝখনে নাক, চোকের দুইপাশে কান, নাকের নিচে মুখ, শরীরে ২ হাত, ২ পা আছে, ৩১২ গ্রাম ভরের একটা হৃদপিন্ড আর ১৩৩৬ গ্রাম ওজনের মস্তিস্ক আছে। এতে কি মানুষ বলা যায় কিনা আমি সঠিক জানি না। তবে মানুষ হবার চেষ্টায় আছি।

নিলাম্বরী সন্যাসী › বিস্তারিত পোস্টঃ

পাথরের আক্ষেপ

০৫ ই জুলাই, ২০২২ ভোর ৪:০১

তুমি যেদিন চলে গিয়েছিলে,
পরিবর্তন তেমন কিছুই হয় নি।
জানালার পাশের আম গাছটায় বসে থাকা একটা কাক উড়ে গিয়েছিল,
একটা শালিক এসে বসেছিল সেখানে,
ঠিক যেখানে কাকটা বসেছিল।
বুঝলাম এটা মেটাফর ছিল।

তখন দুপুর ছিল নাকি সকাল ছিল, তা মনে করতে পারছি না
তবে মনে হচ্ছিল সেদিন আমার কেয়ামত হয়ে গেছে।
ভেতরের সব কিছু তুলোর মত হালকা হয়ে উড়ে যাচ্ছে,
বৈশাখে যেমন কাল বৈশাখীতে সব তছনছ হয় তেমন হচ্ছে।
কেমন যেন যাচ্ছেতাই ব্যাপার ঘটছিল!

আসলে
তেমন কিছুই পরিবর্তন হয় নি,
আমিটা ছাড়া, যে আমি অবুঝের মত ঝড়ে যেতাম
তোমাড় আড়াল পরলেই।
যে আমি তুমি বিহনে কাতর হতাম,
সেই আমি বদলে হলাম পাথর।

আরু জানো?
পাথরের অভিযোগ নাই, অভিমান আছে।
পাথরের খোঁজ কেউ রাখে না,
কেবল'ই সে পাথর বলে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। শুভকামনা

২| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.