নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক চিরচেনা ব্যাস্ততম নগরীর গীটারের ভাঁড়াখাটা আমি এক ক্লান্ত যাযাবর ৷ সেই নগরীর-ই কোন এক সস্তা সরাইখানায় মাতাল আমি ৷ উন্মত্ততার শীর্ষে অবস্থান আমার ৷ দিন কয়েক অনেহারে থাকা ক্ষুদার্থ হাড্ডিসার বৃদ্ধের ময়লা আর ছেড়া লজ্জা নিবারনের তন্তু বস্তুটিতে পাব

নিলাম্বরী সন্যাসী

নিতান্তই সাধারণ প্রাণী। আপাতত, অক্সিজেন গ্যাসের অপচয়য় ঘটাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত। অনিন্দ্য নয়, অতি সাধারন। কপালের একটু নিচে দুই চোখ, মাঝখনে নাক, চোকের দুইপাশে কান, নাকের নিচে মুখ, শরীরে ২ হাত, ২ পা আছে, ৩১২ গ্রাম ভরের একটা হৃদপিন্ড আর ১৩৩৬ গ্রাম ওজনের মস্তিস্ক আছে। এতে কি মানুষ বলা যায় কিনা আমি সঠিক জানি না। তবে মানুষ হবার চেষ্টায় আছি।

নিলাম্বরী সন্যাসী › বিস্তারিত পোস্টঃ

ডোপামিন

০৯ ই জুলাই, ২০২২ রাত ২:৫৩

আমরা আসলেই খুব বোকা কিসিমের প্রানী।
যাঁরা আমাদের ছুড়ে ফেলে যায় ডাস্টবিনে,
আমরা তাঁদের স্বরণে বিষণ্ণ হই, মুছড়ে যাই, ঝরে যাই।
আসলে শালার যত দোষ সব রাত জাগার।

রাত হলেই আমরা উন্মাদ হই।
আমাদের মস্তিস্ক
যাঁরা চলে যায়, তাঁদের রেখে যাওয়া মূহুর্তের করুন সিনেমা চালিয়ে দেয়,
আমরাও জন ডেনভার, ব্রায়ান এডামস কিংবা আর্টসেল শুনি নেষার তারনায়।
আমরা যাঁরা ন্যাড়া, তাঁদের অনেকেই আবার দিত্বীয়বার বেল তলায় ঠিকি যাই।
পৃথিবীর ৭০০ কোটি মানুষের সবাই কোন না কোন ভাবে খুনি, স্বীয় স্বত্তার হত্যার দায় নিয়ে।

ভাল থাকুক তাঁরা, চলে গিয়েছে যাঁরা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:




কি যে লিখলেন, কেহই মন্তব্য করতে চাচ্ছে না

১০ ই জুলাই, ২০২২ রাত ১:৫০

নিলাম্বরী সন্যাসী বলেছেন: খারাপ লেগেছে কি? হলে আমি দুঃখ প্রকাশ করছি তার জন্য

২| ১০ ই জুলাই, ২০২২ রাত ৩:৩১

রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কবিতা।

১২ ই জুলাই, ২০২২ ভোর ৪:৩৭

নিলাম্বরী সন্যাসী বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.