নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক চিরচেনা ব্যাস্ততম নগরীর গীটারের ভাঁড়াখাটা আমি এক ক্লান্ত যাযাবর ৷ সেই নগরীর-ই কোন এক সস্তা সরাইখানায় মাতাল আমি ৷ উন্মত্ততার শীর্ষে অবস্থান আমার ৷ দিন কয়েক অনেহারে থাকা ক্ষুদার্থ হাড্ডিসার বৃদ্ধের ময়লা আর ছেড়া লজ্জা নিবারনের তন্তু বস্তুটিতে পাব

নিলাম্বরী সন্যাসী

নিতান্তই সাধারণ প্রাণী। আপাতত, অক্সিজেন গ্যাসের অপচয়য় ঘটাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত। অনিন্দ্য নয়, অতি সাধারন। কপালের একটু নিচে দুই চোখ, মাঝখনে নাক, চোকের দুইপাশে কান, নাকের নিচে মুখ, শরীরে ২ হাত, ২ পা আছে, ৩১২ গ্রাম ভরের একটা হৃদপিন্ড আর ১৩৩৬ গ্রাম ওজনের মস্তিস্ক আছে। এতে কি মানুষ বলা যায় কিনা আমি সঠিক জানি না। তবে মানুষ হবার চেষ্টায় আছি।

নিলাম্বরী সন্যাসী › বিস্তারিত পোস্টঃ

সুখ-অসুখ

১২ ই জুলাই, ২০২২ ভোর ৪:৩৩

আজকাল মারাত্মক রকম ভাবে ডিলিউসন হয়, আমি খুব উপভোগ করি অবশ্য।
এই তো কিছুদিন আগে আড্ডা দিচ্ছিলাম রাতে, মনে হলো তুমি খোলা চুলে রেলিং এর পাশে উল্টো হয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছ।
একটু পর যখন ঠিক হলাম, দেখলাম আকাশে চাঁদ নাই আর তুমিও।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২২ ভোর ৪:৩৭

লেখার খাতা বলেছেন: চিন্তিত হবার মত ব্যপার।

২| ১২ ই জুলাই, ২০২২ ভোর ৬:৫১

কামাল৮০ বলেছেন: ভাল করে খাওয়া দাওয়া করেন ঠিক হয়ে যাবে।আর যদি ভাল লাগে তবে চালিয়ে যান।

৩| ১২ ই জুলাই, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.