নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরের পক্ষে

ফারুক১

ওমর ফারুক রাঃ এর নামে আমার মা নামার নাম দিয়েছিলেন।

ফারুক১ › বিস্তারিত পোস্টঃ

আলো-আঁধারি

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০



দেশের মানুষ কী চায়?
জাইনা আয়,
ফেলানির মা কী খায়?
দেইখা আয়।
কাঁটাতারের বেড়ায় নাকি,
দেশ বন্দি!
সত্য নাকি মিথ্যা, কেবল-
বদফন্দী?
খবর নিয়া তরাতরি ছুইটা আয়।

.
ট্রানজিট না করিডোর?
বুইঝা দ্যাখ,
দেশের মানুষ জিয়া নাকি
-আজও শ্যাখ?
“তিতাশ একটি নদীর নাম”
কি আছে?
নাকি তাহার জ্যান্ত মুন্ডু
কাইটা দিছে?
সেই লাশ আর করিডোরের প্ল্যান কি এক?

.
৭১’এর বাংলা চলে
কোন পানে?
২০০০-এ দেশ যে অহন
মানুষ জানে!?
আজো বাঙাল পাকহানাদার
খোঁজে নাকি?
বাংলা পরেই পাক যে আজি
বোঝে নাকি?
শত্রু খুঁজে মানুষ কি আজ যায় বেপানে?

.
ও ম্যাডাম! ও জনক কইন্যা,
সব্বনাশ!
দেশের মানুষ ভারত পানে
তুলছে বাঁশ!
ফেলানীগো বাপ ভাইসব,
ওই আসে!
আজরাঈল আজ ঘোরে ফেরে
আসেপাসে!
আইলো মরণ, মা জননী জোরসে কাশ!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

এম.এইচ.সজিব বলেছেন: অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন! ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

ফারুক১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

জীবনতরী চলছে বলেছেন: আমি বাকরুদ্ধ। কবিকে নগদ একটা চিপস দিয়ে দিলাম!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

ফারুক১ বলেছেন: হা হা হা, চিপসটা দারুন ছিলো

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:

এটাও কবিতা?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

ফারুক১ বলেছেন: না। এটা ছড়া। কবিতা এবং ছড়ার মাঝে পার্থক্য আছে। এটা প্রতিবাদী ছড়া।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ফারুক১ বলেছেন: না। এটা ছড়া। কবিতা এবং ছড়ার মাঝে পার্থক্য আছে। এটা প্রতিবাদী ছড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.