![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯২ এ যখন এই মসজিদ ভাঙ্গা হয় তখনকার কথাও আমার মনে আছে। মাত্র ৪ বছর বয়সের ছিলাম। অথচ আব্বু রেডিওতে সংবাদ ছাড়লে আমাদের ঘরের পরিবেশে এক কষ্টকর সুর সৃষ্টি হত। মসজিদ ভেঙ্গে ফেলছে সভ্যতার মহান গুরু ইন্ডিয়া!!
এরপর বয়স বেড়েছে, যতবার এ মসজিদ নিয়ে কথা উঠেছে চুপ করে শুধু শুনেছি। বলার মত ভাষা আমি অর্জন করিনি। এত কষ্ট আমার মাঝে ছিলো এই মসজিদ নিয়ে...! একদিন বিবিসি রেডিও একটি প্রতিবেদন প্রচার করল। সেখানে বাবরি ভাঙ্গার সময় যে স্থানীয় ভাবে নেতৃত্ব দিয়েছে তার ভাষ্য প্রচার হয়েছে। সংবাদের শুরুতেই একটা ব্যাতীক্রম ঘটনা বলা হয়। বাবরি মসজিদ ভাঙ্গার পর ঐ এলাকায় প্রত্যহ ভয়াবহ আওয়াজ হত, যা শুধু ভাংচুরকারীরা ও হিন্দুরাই শুনতে পায়। কিন্তু মুসলিমরা এ ব্যাপারে কিছুই বলতে পারেননা! স্থানীয় লোকদের কথাগুলো প্রচার করা হয়েছিল। স্থানীয় যে নেতার নেতৃত্বের স্থানীয়রা মসজিদ ভেঙ্গেছিলো সে বলেছিলো সে এখন মুসলিম হয়ে গেছে। ঠিক সেদিন থেকে আমার মন থেকে বাবরি মসজিদের কষ্ট লাঘব হয়েছিলো।
আল্লাহ ইন্ডিয়ান ভূমিকে তার দ্বীনের খেদমতের জন্য কবুল করেছেন বলেই আজ গোটা ইন্ডিয়ান উপমহাদেশে এত মুসলিম! অথচ এই গায়ে বহমান রক্তধারা সৃষ্টিকারী পূর্বপুরুষেরা কত প্রজন্ম যে মুশরিকী জীবন কাটিয়েছেন!- আল্লাহ জানে!!! হয়তো কেয়ামতে আমার রক্ত প্রবাহকদের সাথে স্বাক্ষাত হবে। হয়তো ইমানের বদৌলতে আমরা সাম্প্রতিক প্রজন্মগুলো ডান পার্শে অবস্থান করব। অন্যদিকে আমাদের কত পূর্বপ্রজন্ম, পরম রক্তের বন্ধন পূর্বপুরুষ, শিরকের কারনে বাম পাশে থাকবেন!! প্রথম মানব আদম আঃ থেকে কত বার প্রজন্ম গুলো ইমান-শিরিক-ইমান-শিরিক অবস্থার পরম্পরা পার করেছে হিসেব নেই!
এই রত্ন ইমানের এই যে বিপুল পাওয়া! এ প্রাপ্তির যথাযথ হক তখনই আদায় হবে, যখন এই হিন্দুস্তানী উপমহাদেশে ইমানকে প্রতিষ্ঠা করার শপথ নিতে পারব। নচেৎ নিজেদের সৌভাগ্যকে অপমান করা হবে। আরো বহু বনি আদম আজও দাওয়াতে দ্বীন থেকে মাহরুম। তাঁদের হক রয়েছে আমাদের ইমানী বুঝের ওপর। আমরা সে হক আদায় না করলে অবশ্যই আটকে যাব!
আল্লাহ ইমান নিয়ে মৃত্যুর সৌভাগ্য দান কর।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ফারুক১ বলেছেন: সুম্মা আমিন
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
সাদী ফেরদৌস বলেছেন: বাবরি মসজিদ ভাঙ্গা আধুনিক সভ্যতার অতি কুৎসিত ও বীভৎসতম ঘটনার একটা ।প্রতিটি দেশেই যার যার ধর্ম তার তার হওয়া উচিত ।
বাবরি মসজিদ ভাঙ্গাতে হয়ত কিছু ইট খসে পরেছে ভারতের মাটি থেকে , কিন্তু মহান ভারত কে অনেক রক্ত আর প্রাণ দিয়ে এর প্রতিদান দিতে হয়েছিল এবং হচ্ছে ।চলমান ভবিষ্যতেও যে হবে তা সহজেই অনুমেয় ।
বাবরি মসজিদ ভাঙ্গার কুশীলব দের চরম শাস্তি হওয়া উচিত । তারা একটা জাতিকে পুরোপুরি অন্ধকারের দিকে নিয়ে গিয়েছে ।
সমস্ত প্রশংসা স্রস্টার , তিনি কখনই অন্যায় পছন্দ করেন না ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ফারুক১ বলেছেন: সহমত
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
মাকড়সাঁ বলেছেন: আল্লাহ ইমান নিয়ে মৃত্যুর সৌভাগ্য দান কর। আমিন।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
ফারুক১ বলেছেন: সুম্মা আমিন
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ পোষ্ট করার জন্য। আগামী দিনের জন্য শুভেচ্ছা
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ফারুক১ বলেছেন: শুভেচ্ছা আপনার প্রতিও।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: আল্লাহ ইমান নিয়ে মৃত্যুর সৌভাগ্য দান কর। আমিন।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ফারুক১ বলেছেন: সুম্মা আমিন
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
মুদ্দাকির বলেছেন: আমিও অনেক ছোট ছিলাম তবে আপনার চেয়ে বড়। আমাদের দেশেও তখন অনেকেই এই গরম গরম ঘটনার গরম গরম ফায়দা নেয়ার চেষ্টা করেছিল, অনেক পরিচিত হিন্দু লোকজন আমাদের বাসায় মেহমান হয়েছিলেন। তাদের কান্না এখনো মনে পড়ে !!!!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ফারুক১ বলেছেন: জ্বি সকল ভদ্র লোকদের জন্যই করুনা।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
উচ্ছল বলেছেন: আমারও মনে পড়ে সেই সময়ের কথা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
ফারুক১ বলেছেন: হুম!!
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
ডন ভিটো কর্নিয়লি বলেছেন: আমিন
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
ফারুক১ বলেছেন: সুম্মা আমিন!
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
নেক্সাস বলেছেন: মসজিদ কি শহীদ হয়?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
ফারুক১ বলেছেন: প্রয়ানের বিকল্প পবিত্র শব্দ হিসেবে মসজিদের সাথে এটি বহুল ব্যবহৃত হয়ে থাকে।
পবিত্র ভাবধারার কারনেই এখানে ধ্বংস বা নাশের ব্যবহার বর্জন করা হয়।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
অন্ধকারে আলোর পথ বলেছেন: Amin