নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরের পক্ষে

ফারুক১

ওমর ফারুক রাঃ এর নামে আমার মা নামার নাম দিয়েছিলেন।

ফারুক১ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতাবোধ ও রাজাকার তত্ত্ব

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬


=================
স্বাধীনতা বিরোধী বলতে আসলে কিছুই নেই । পাগলেরও স্বাধীনতাবোধ আছে, সেও পাগলা গারদ থেকে মুক্তি চায় । দুনিয়ার সব পাগল বোধহয় এই এক জায়গায় সুস্থ । পার্থক্য হয় শুধু স্বাধীনতাবোধে । আমাদের মুক্তিযুদ্ধের কথাই চিন্তা করুন । দেশের সিংহভাগ মানুষই পাকিস্তানের হাত থেকে মুক্তি চেয়েছিলো । তারা মনে করেছিলো পাকিস্তান থেকে আলাদা হলে মুক্তি মিলবে, তারা স্বাধীন হবে । অপরদিকে, জামায়াতসহ আর কিছু দল চিন্তা করেছিলো পাকিস্তান থাকলে তারা স্বাধীন থাকবে; ভারতের হাত থেকে স্বাধীন থাকবে । একদল চেয়েছিলো পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা, অপরদল চেয়েছিলো ভারতের হাত থেকে স্বাধীনতা । এটাই স্বাধীনতাবোধের পার্থক্য ।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

দুখু বাঙাল বলেছেন: ভালো চিন্তা। কিন্তু পাক দের বিভিন্ন বৈসম্য তো অঃস্বীকার করতে পারি না। চাকরীতে, সরকারী পদে।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

ফারুক১ বলেছেন: বৈষম্য এখনও আছে। সব সময় ছিলো। ভারতেও আছে। স্বাধীনতাবোধ বিষয়টা আরও গভীর থেকে ভাবার জন্য ভারত টিকে যাচ্ছে। ধীরে ধীরে প্রবেশ করছে মহাভারতীয় কন্সেপ্টে।

এখন কর্মকর্তাদের মাঝে গোপালগঞ্জ ও বৃহত্তর ফরিদপুর বেশি হল কী করে?

তাছাড়া পাকিস্তানের সংখ্যাগুরু ছিলো বাঙ্গালী। গণতন্ত্রের খারাপ অবস্থা হলেই আলাদা হতে হলে এখন বিএনপি গোপালগঞ্জ থেকে স্বাধীনতার ডাক দিত।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

কলাবাগান১ বলেছেন: এনিয়ে-বিনিয়ে জামাতি দের সাফাই

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

ফারুক১ বলেছেন: ামাত আর আওয়ামীলীগ ঘীরে যাদের ২৪ ঘন্টা তাঁদের উপস্থিতি কোন কাজের নয়।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

উচ্ছল বলেছেন: স্বাধীনতা নিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীরাও এরকমই চিন্তা করে। বোধের পার্থক্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

ফারুক১ বলেছেন: এক্সাক্টলি

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

ফারুক১ বলেছেন: বৈষম্য এখনও আছে। সব সময় ছিলো। ভারতেও আছে। স্বাধীনতাবোধ বিষয়টা আরও গভীর থেকে ভাবার জন্য ভারত টিকে যাচ্ছে। ধীরে ধীরে প্রবেশ করছে মহাভারতীয় কন্সেপ্টে।

এখন কর্মকর্তাদের মাঝে গোপালগঞ্জ ও বৃহত্তর ফরিদপুর বেশি হল কী করে?

তাছাড়া পাকিস্তানের সংখ্যাগুরু ছিলো বাঙ্গালী। গণতন্ত্রের খারাপ অবস্থা হলেই আলাদা হতে হলে এখন বিএনপি গোপালগঞ্জ থেকে স্বাধীনতার ডাক দিত।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

রিমিল হুদা বলেছেন: রাজাকারদের পক্ষে কথা বলা ছাড়ুন

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

ফারুক১ বলেছেন: ভালো হয়ে মানুষের কাতারে আসুন। :(

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

জীবনতরী চলছে বলেছেন: একদল চেয়েছিলো পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা, অপরদল চেয়েছিলো ভারতের হাত থেকে স্বাধীনতা । এটাই স্বাধীনতাবোধের পার্থক্য
মনের কথা বলে দিলেন!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

ফারুক১ বলেছেন: ধন্যবাদ। স্বাধীনতার বিরোধীতা পাগলেও করেনা। অথচ পাগলেরাই ভাবতে পারে অন্য কোন ব্যাক্তি বুঝি স্বাধীনতা বিরোধী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.