নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারুক-১

ফারুক-১ › বিস্তারিত পোস্টঃ

আমি কি আসলেই ভালো ও সুন্দর বৌ পাব? সান্তনা তো অনেক পেলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯



ভাই, কি বলব দুঃখের কথা। যখনই কারো উপর নির্ভর করি সেই আমাকে জলে ভাসিয়ে চলে যায়। ঘটনা টা হলো এ পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৩ জন মেয়ের সাথে রিলেশন হয়। ১ম রিলেশনঃ ক্লাশ টেন-এ পড়ার সময় আমার চেয়ে ২ বছরের ছো্ট একটা মেয়ের সাথে রিলেশন হয়, ৪ বছর রিলেশন চলার পর একদিন মেয়ের বিয়ে ঠিক হয়ে। মেয়েটার কাছে ব্যাপক আকুতি মিনতি করলে সে বলে তুমি আমার চেয়ে অনেক সুন্দর ও ভালো মেয়ে পাবে। আগে পড়াশুনা শেষ করো, ভালো একটা চাকরী ম্যানেজ করো দেখবে তোমার পিছনে কত মেয়ে দৌড়াবে। এই সান্তনা দিয়ে সে চলে গেল। ২য় রিলেশনঃ টানা কয়েক বছর বেকার থাকার পর যখন অর্নাসে ভর্তি হলাম। তখন পরিচয় হলো মার্ষ্টাস পড়ুয়া হিন্দু ধর্মের এক বড় আপুর সাথে। নিয়মিত কথা বলতে বলতে রিলেশন টা প্রেমে পরিনত হল। টানা ২ বছর চলার পর সে বলল তার সাথে আমি মানানসই না। ধর্ম , বয়স, শিক্ষাগত যোগ্যতা সবই ছিল অগোছানো। শেষ পর্যন্ত সে ও বলে চলে গেল অনার্সটা ভালোভাবে শেষ করতে, পড়াশুনার প্রতি মনোযোগ দিতে। তার চেয়ে অনেক ভালো মেয়ে পাব। ৩য় রিলেশনঃ অর্নাস ফাইনাল পরীক্ষার আগে পাশের বাসার ক্লাশ নাইনে পড়ুয়া একটা মেয়ের সাথে পরিচয় হলো, পড়াশুনা বিষয়ে আমি তাকে কিছু হেল্প করতাম। ধীরে ধীরে পরিচয়টা প্রেমে পরিণত হলো। বছর দুয়েক ভালোই চলল। আমি ও মাষ্টার্স শেষ করলাম। ছোট খাট একটা চাকরী ও ম্যানেজ করলাম। গত পরশু তার আংটি বদল হয়ে গেল এক ধনী ব্যক্তির সাথে। আর আমি পেলাম সান্তনার বার্তা মন খারাপ করো না। ইনশাল্লাহ তুমি অনেক সুন্দর মেয়ে পাবে। আপনার বুঝতে পারছেন আমি কতটুকু সংকটময় পরিস্থিতিতে ছিলাম। যাই হোক আমি কি আসলেই একজন ভালো মানুষ পাবো? যে আমাকে বুঝবে যার কথার মধ্যে কোন সান্তনা থাকবে না।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

মুক্তকণ্ঠ বলেছেন: পাইবেন পাইবেন :D

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ক্ষুদ্রছাপ বলেছেন: :-B B:-/

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

জাহিদ ২০১০ বলেছেন: ইনশাল্লাহ তুমি অনেক সুন্দর মেয়ে পাবে



৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

তিক্তভাষী বলেছেন: তিনজনেই যেহেতু একই কথা বলেছে, আমার মনে হয় সত্য হতে পারে! এতগুলো লোকের কথা মিথ্যে হয় কি করে? /:)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

অদৃশ্য বালক বলেছেন: সুন্দর বৌ বলতে কি বুঝাতে চেয়েছেন? চেহারা না মন?

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

তারান্নুম বলেছেন: অদৃশ্য বালক বলেছেন: সুন্দর বৌ বলতে কি বুঝাতে চেয়েছেন? চেহারা না মন?

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

ফারুক-১ বলেছেন: মন

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

লাবনী আক্তার বলেছেন: আপনি যদি সুন্দর মনের মানুষ হন তবে ইনশাল্লাহ আপনি একজন সুন্দর মনের মানুষ পাবেন।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

রাজনইকবাল বলেছেন: ভাই কার বৌ কারে দিব????

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

আবু শাকিল বলেছেন: দুঃখের কথা

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

ইথান মাহমুদ বলেছেন: ভাই এইসব পোষ্ট দিয়ে কি মজা পান বুঝি না।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

রবিনহুড বলেছেন:
প্রেমিকা আর বৌ এক জিনিস না। দুইজনের প্রভাব আপনার উপর দুই রকম হয়ে থাকবে।

ভাল ও সুন্দর বিষয়টা অনেকটা আপেক্ষিক।

আমার কাছে যে ভাল সেটা হয়তো আপনার কাছে ততটা ভাল লাগবে না, আমার কাছে যে সুন্দর সে আপনার কাছে তত না।

শেষর লাইনে আপনি যা বলছেন সেটাই বড় কথা (যাই হোক আমি কি আসলেই একজন ভালো মানুষ পাবো? যে আমাকে বুঝবে যার কথার মধ্যে কোন সান্তনা থাকবে না।)

যে আপনাকে বুঝতে পারবে আর যার সাথে আপনার মনের মিল হবে, যাকে নিয়ে আপনি শান্তিতে সুখে থাকতে পারবেন, সেই হল আপনার জন্য ভাল।

তাই দোয়া করি আপনার মনের মত একটা বৌ পান।
হয়তো পেয়ে যেতে পারেন।

সেটেল ম্যরিজ হল অনকটা একটা বক্সের ভেতরের অনেক গুলো জামার মত, অন্ধকারে হাতিয়ে সেখানে থেকে সুন্দর আর ভাল জামাটা খুজে পাওয়াটা লাটারির মত। পেতেও পারেন আবার নাও পেতে পারেন।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

কালোপরী বলেছেন: তিক্তভাষী বলেছেন: তিনজনেই যেহেতু একই কথা বলেছে, আমার মনে হয় সত্য হতে পারে! এতগুলো লোকের কথা মিথ্যে হয় কি করে? /:)

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

সাইফুল ইসলাম নিপু বলেছেন: পাইবেন পাইবেন :D

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

সাইফুল ইসলাম নিপু বলেছেন: পাইবেন পাইবেন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.