নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারুক-১

ফারুক-১ › বিস্তারিত পোস্টঃ

নকল সহ ধরা খেলাম!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

ব্যাপারটা মনে পরলে খুব হাসি পায়। তাই এবার শেয়ার করলাম। অর্নাস ৩য় বর্ষে পড়ার সময় ফাইনালের পূর্বে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করলাম। কিন্তু কোন রকম প্রস্তুতি ছিল না। তাই এ৪ সাইজের এক পাতার উভয় পিঠে কিছু প্রশ্নের উত্তর লিখে ক্লাসে প্রবেশ করলাম এবং এ৪ সাইজের পৃষ্ঠাটা খাতার মধ্যে রেখে উত্তর লেখা শুরু করলাম। এক বেঞ্চে আমরা ২জন পরীক্ষা দিতে বসেছিলাম অন্যজনের অবস্থা ছিল আমার চেয়ে করুন ও বারবার আমার খাতা দেখতে চেষ্টা করত। আমি বলতাম কাছে এসোনা আমি শব্দ করে লিখি তুমি তা শুনে লিখে নাও। নয়তো স্যারে খেয়াল করলে দুজনই বাদ। কিন্তু ও বারবার আমার কাছে এসে দেখার চেষ্টা করল এবং স্যারে খেয়াল করল। স্যারের ধারনা ছিল আমি খুব মেধাবী আর ও আমাকে বিরক্ত করছে। এজন্য স্যার ওকে ২-৩ বার আমারে রিবক্ত না করার জন্য বলল। কিন্তু শেষবার ঘটল উল্টো ঘটনা ও যখন আবার আমার খাতা দেখতে আসল। তখন স্যার ব্যাপার টা খেয়াল করল এবং কাছে এসে ওকে না উঠিয়ে আমাকে বলল তুমি সামনের বেঞ্চে এসে পর। যখন আমি সামনের বেঞ্চে যাওয়ার জন্য দাঁড়ালাম। খাতাটা আমি হাতে নেয়ার আগেই স্যার হাতে নিল আর খাতার ভিতর থেকে নকলের পৃষ্ঠাটা পড়ে গেল। তখনই আমাকে ক্লাশ থেকে বের করে দিল। আর নকলটা খাতার সাথে ষ্টেপলার করে দিল। পরে অনেক অনুরোধ করে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করলাম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

ইয়ার শরীফ বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

গ্য।গটেম্প বলেছেন: :-*

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সিদ্ধার্থ. বলেছেন: আপনি ভালো মনের মানুষ ।নাহলে এরকম কথা কেউ এত অকপট ভাবে বলতে পারে না ।অনেকেই নিজের চিটিং এর কথা বলে কিন্তু তার সাথে এও বলে "বাধ্য হয়ে করেছিলাম" ,"না করে উপায় ছিল না "ইত্যাদি ইত্যাদি অজুহাতের লেজুর লাগিয়ে দেয় ।আপনার মতো অকপট ভাবে বলতে পারে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.