![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগে যেতে খুব ইচ্ছে করছে কিন্তু যাওয়া- আসার ভাড়া দিবে কে????????
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
সূচিপত্র বলেছেন: নিজের পকেট থেকে যদি এতটুকু না করতে পারেন। তাহলে পায়ে................................... ঘরে বসে থাকেন। আমাদের এদিকে আসার দরকার নাই
আর হা শুনলাম রিকশা ওয়ালারা নাকি শাহবাগ কেউ আসতে চাইলে তাদের কাছ থেকে ভাড়া নেয় না। একটু চেষ্টা করতে পারেন।
বিঃদ্রঃ মাইন্ড খাইয়েন না। একটু ইয়ারকি করলাম
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
পুংটা বলেছেন: শাহবাগ যাইতে প্রথমে আপনি জাহাঙ্গীর গেইট যান। ওখান থেকে মিরপুর বাংলা কলেজ, সেখান থেকে টঙ্গি এস্তেমা মাঠ ঘুরে সোজা মগবাজার, মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম সড়ক ধরে বাংলার তাজমহল দেখে আশপাশের লোকজনরে জিগান যে শাহবাগ কোন দিকে... ওরা দেখায়ে দেবে।
টাকার বদলে পকেটে কিছু কাঠাল পাতা ভরে নিন।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
পলাতক আসামী বলেছেন: লালকালো বলেছেন: লাগলে রাস্তায় থালা নিয়া বসে যান.....সাইনবোর্ড সহ..যে শাহবাগ যাবার ভাড়া লাগবে......ভাড়া উঠতে দেরী হবে না......
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
মোমের মানুষ বলেছেন: নেট চালানোর টেহা পান কেম্বে?
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
যাযাবরমন বলেছেন: গেন্জিতে "আমি রাজাকার" লিখে শাহাবাগের দিকে হাটা লাগান।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
মুহাম্মদ ফয়সল বলেছেন: আপনার আসা লাগবে না, আপতত: কাঠালপাতা চিবান!
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
অসীম দিগন্ত বলেছেন: কিছু লোককে ধরে কানের নিচে দেওয়া দরকার।
যুদ্ধের সময় যারা ট্রেনিং নিতে দেশের বাহিরে গেছিলো ওদেরকে কে কোলে করে নিয়ে গেছিলো।
তার চেয়ে টেবিলের ওপর ওঠেন হুজুর পান খাইতে খাইতে মেশিন চালাবে.... হুজুরের আদর নেন আপনার আর কষ্ট করে শাহবাগ যাইতে হবে না।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
টাইম পাস বলেছেন: ঘরে বসে ছাগু ছাগু করেন। গরীব এর জন্য শুক্রবার মসজিদ এ যাওয়া হজের
সমতুল্য
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
যোগী বলেছেন: থালা নিয়া কাদের মোল্লার বাড়ি যান। তার পরিবার খুবই আনন্দে আছে আপনারে ভাড়া দিবো
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
লালকালো বলেছেন: লাগলে রাস্তায় থালা নিয়া বসে যান.....সাইনবোর্ড সহ..যে শাহবাগ যাবার ভাড়া লাগবে......ভাড়া উঠতে দেরী হবে না......