নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে আর না

কত জানালার কাছে কাতারে কাতার- মানুষ জমেছে, দাবি গরাদ ভাঙার- ভাঙ্গে যেন জানলার গরাদ সবার

ফারুক আব্দুল্লাহ্‌

ফারুক আব্দুল্লাহঃ

ফারুক আব্দুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

রং-মন্ত্রণা

০৮ ই মে, ২০১৩ ভোর ৪:১২

তোমাকেই লিখছি,

যেহেতু তোমার বাড়িতে নতুন রং করিয়েছে । তাই শ্লোগান , প্রেম আর রাজনীতিমুক্ত তোমার প্রাচীর ।

সেজন্যই আজকাল কাস্টমার কেয়ারে মাঝে মাঝে মাথা গলাই, মিষ্টি মিষ্টি কন্ঠগুলো, কেয়ারের নামে বেশ হ্যান্ডেল করে ছেড়ে দেয় ।

সর্বশেষ প্রেমিকার প্রসাধনসামগ্রীর মানহীনতার কারণে আমাকে কোমায় যেতে হয়েছিল , তাই বেলতলা এড়িয়ে চলছি ।

তোমার নিরাপত্তা বেষ্টনী , সাদা চুনকাম শুভ্রতার আবরণে আড়াল - বিগত শ্লোগান , প্রেম আর রাজনীতি । প্রতিরাতে সুরম্য তোমার দরজায় আমার অবেচতন করা নাড়ে, আর আমি একই স্বপ্নের দৃশ্যকল্পে, আবর্তিত হই ,

আমি তোমার দেয়ালে দাঁড়ালেই এক দঙ্গল হাউন্ড তাড়া করে।

সকালের কাগজে চুনকামের সফেদ বিস্তার,

স্মৃতির দায়মুক্তি,

আর শুভ্রতার নিচে চাপা পড়া

শ্লোগান

প্রেম আর রাজনীতি ।

হাউন্ড কুকুরের তাড়া।

সর্বশেষ প্রেমিকার চাপা পড়া তিলের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে , আমাকে অনেক বিষ ঠেলতে হয়েছিল ।

তাই দেয়ালে পাকস্থলীবান্ধব রং ব্যবহার করো ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ রাত ৩:৪৩

হাবিবউল্যাহ বলেছেন: ভাই ৪ বছরে মাত্র একখান পোস্ট!!!

আগে কয়টা হারাইছিলেন?



নিক?

২| ০৯ ই মে, ২০১৩ রাত ৩:৪৪

হাবিবউল্যাহ বলেছেন: আর নিয়মিত হইয়েন যদি ফেসবুকের ফারুক আব্দুল্লাহ হয়ে থাকেন।

আপনের লেখার হাত ভালো আছে।

৩| ১৩ ই মে, ২০১৩ সকাল ৭:৩১

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: নিক হারাই নাই ভাই-
এখানে যে বাংলা টাইপ শেখার আগে অ্যাকাউন্ট খুলছিলাম- পরে ভুলেও গেছি ।
মেইল চেক করে খুঁজে বের করলাম।
ফারুক আব্দুল্লাহ ছাড়া অন্য নামে লিখতে বা পরিচিত হতে খুব আপত্তি-
আমার অবয়বের মত নামটাও আমার অবিচ্ছেদ্য অনুষঙ্গ ।
অনেক ধন্যবাদ জানুন মন্তব্যের জন্য ।

৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৫

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: ও ভাই আপনি- বিবাহিত ব্যাচেলর!!!
অনেক ধন্যবাদ আপনাকে ।

৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই লেখায় লেখকের নাম থাকলেও বুঝতে পারতাম এটা ফারুক আব্দুল্লাহ্‌র লেখা :)

লেখা ভাল লাগছে -

৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:২৯

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: থ্যাঙ্কুই বস-
আপনার আমার জন্য দারুণ উদার- সবসময়ই ।

৭| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

আরজু পনি বলেছেন:

মাসুম আপনার ব্লগের লিংকটা দিল। আসবো ইনশালআল্লাহ নিয়মিত।

শুভ ব্লগিং।

৮| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন মন্তব্যের জন্য-
পাঠক ব্লগের লক্ষ্মী- তার আসার বার্তা আনন্দের-
ভালো থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.