![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারুক আব্দুল্লাহঃ
"বিষুবীয় এক প্রজাপতির খামখেয়াল ছিল কুটিল ঝড়ের শুরু"
তুমি নাস্তিকের মত হেসে উড়িয়ে দিলে- প্রজাপতির খেয়ালী ডানা । গ্রীবায় ফুটিয়ে তুললে অবিশ্বাস, আর চোখে কারুকাজ ।
তোমার বুকেও হেঁয়ালি ডানা, বড্ড খামখেয়াল
বন্দরগুলোতে চোখ রাঙ্গাচ্ছে বিপদ সংকেত, আর ডিঙ্গিটায় মুক্তি-পরোয়ানা।
২| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:১০
ফারুক আব্দুল্লাহ্ বলেছেন: জ্বি বস !!!
অনেক ধন্যবাদ ।
৩| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:১৪
ফারুক আব্দুল্লাহ্ বলেছেন: আপনাকে দেখে দারুণ লাগলো, যেন নতুন পাড়ায় পুরাতন প্রতিবেশী।
ভালো থাকুন হাসান মাহবুব ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: বন্দরগুলোতে চোখ রাঙ্গাচ্ছে বিপদ সংকেত, আর ডিঙ্গিটায় মুক্তি-পরোয়ানা।
বাহ, দারুণ একটা প্যারাডক্সিয়াল ফিনিশ। মাথায় ঢুকে যায়। ঘুরতে থাকে। সুন্দর।
আপনি কি চতুরের একই নামের সেই ব্যক্তি?