![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারুক আব্দুল্লাহঃ
লোম ঝরে যাওয়া কুকুরের মত রাতটা। ফিকে আর বেসামাল ।
রাত তাড়া করা মানুষগুলো, ওর শরীর থেকে খুবলে নিয়েছে অন্ধকার। ঢেকে নিয়ে লিপস্টিক আর চিমটির দাগ, যে যে ফিরেছে নিজের ডেরায় । কেবল এক মাতাল রাতটার সাথে হেঁটেছিল কিছুটা পথ ।
আর রাতটা গায়ে দারুণ জ্বর, কাঁপুনি নিয়ে হাঁপাচ্ছিল ।
রাতটা বুঝি মরে টরে গেল, এইভেবে রাত-জাগা পাখিগুলোর ডানায় শোক আর নোনা-আদ্রতা ।
শেফালির ববিনের সুতা শেষ, সেলাই-মেশিনের স্বর থেমে গেলে টক টক স্বাদে তার জিহ্বা জড়িয়ে আসে, স্বামী-সন্তানের শ্বাসের কোরাস, আর তাল তাল অন্ধকারকে পাশ কাটিয়ে রাতটার কাছে যায় ।
রাতটা তার পায়ে দাঁত বসালে, ভারী হয়ে উঠে পদক্ষেপ।
নাভিতে চোদ্দ সুইয়ের আশংকায় রাতটা কিন্তু খারাপ কাটেনা ।
২| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ফারুক আব্দুল্লাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ বস ।
৩| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন।
৪| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৪
ফারুক আব্দুল্লাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া-
কনফেশনস পেজগুলোতে এবং আপনার পোস্টগুলোতে আপনার জনপ্রিয়তা এবং লেখার প্রাঞ্জলতা সম্পর্কে কিছুটা আঁচ করেছি- ভালো থাকুন, দেখা হোক বারবার ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: দারুণ!