![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারুক আব্দুল্লাহঃ
এই যে শুনছেন ? শুনছি তো , তাই বলে দেখতেও হবে? দেখতে হলে যে ঘুরতে হয় ! এভাবে কান টেনে মাথা আনার দুরভিসন্ধি কেন ? কথায় তো চিড়ে ভেজেনা , কিন্তু হরমোনের খেলায় মানুষ ভেজে , ওদের বেশ প্রেম করিয়ে দেই না , একটু বৃষ্টি নামুক । মানুষ আজকাল বড় ভেজে , হাঁচির কাঁপনে পুলকিত নারী পুরুষ কি ক্লান্তিতে বিজ্ঞাপন খোঁজে ?
মেয়েটার কানটা টনটন করে উঠে । লিফটের কলকব্জার কন্ডিশন দেখে হতাশাগ্রস্থ কবীর সাহেব কোম্পানীর লালবাতি দ্যাখেন ? ওদিকে ফোনে আড়িপাতা গোয়েন্দা অপারেটর পদোন্নতি প্রত্যাখান করেন । মেয়েটার কানের অলংকারটা বেশ ভারী তো , না হলে কান টনটন করবে কেন ? লিফটটা এভাবে কাঁপছে কেন , দুই মাসের বেতন পাচ্ছেন না , বুকটাও কি কাঁপছে ? যেমন প্রেমে আড়িপেতে মানব মানবির ভিজে উঠা শুনে কাঁপেন গোয়েন্দাপ্রবর । মানুষ আজকাল বড্ড ভেজে , মৃত্যু ভয়ে কি এতক্ষনে কবীর সাহেবের চোখ ভিজে গেল ? আপনারা একটু ধরেন , আমি লিফটাকে ল্যান্ড করাই ।
বেশ ঝমঝমে বৃষ্টি নামুক । কবীর সাহেবের শ্বাস ফিরে এলো মাত্র । আজকে বেসামাল বৃষ্টিতে ফোনে আড়িপেতে ইন্টেলিজেন্স জেনে যাক সমস্ত বারুদ ভিজে গেছে । কবীর সাহেব বৃষ্টি দ্যাখুক , বাড়ি ফেরার উদ্বেগ নাই থাকলো । মেয়েটার হাতে ছেলেটা কি দিচ্ছে , বাজি হয়ে যাক ? লিফটম্যানের জীবনে বেশ উঠানামা আছে , কবীর সাহেব ভাবেন ।
বৃষ্টি নামলো বলে ,
ওরা দুজন হাঁটা ধরেছে পাশাপাশি , হয়তো কারোরই অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না ।
২| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৭
ফারুক আব্দুল্লাহ্ বলেছেন: -ভাই, অধরা/অব্যক্ততা কিংবা অবোধ্যতাও বেশ প্রকাশ করে ভাবনাকে ।
- নাহ ভাইয়া, এখনো মন্তব্য করার অনুমতি পাই নাই, দুইটা মেইল করে অপেক্ষা করছি- আশা করি পেয়ে যাব বাকি "বারআনা" !!!!
৩| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এরিস বলেছেন: প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে কিছু না কিছু অর্থবহন করছে। অবাক হয়ে যাচ্ছি মনস্তত্ত্ব নিয়ে আপনার খেলা দেখে। কি যেন আছে, আবার কি যেন নাই। প্রথম বাক্যে একটা ছবি, পরেরটাতে আরেকটা, তারপর আরেকটা। চমক আর চমক। আপনার ভাবনার গভীরতা অসাধারণ, খুব মানুষের এমন ভাবনা দেখেছি আমি, খুব কম। ''মানুষ আজকাল বড্ড ভেজে , মৃত্যু ভয়ে কি এতক্ষনে কবীর সাহেবের চোখ ভিজে গেল ? আপনারা একটু ধরেন , আমি লিফটাকে ল্যান্ড করাই ।'' কথাগুলো একইসাথে কাব্যিকও। একটা অডিও ফাইল করলে চমৎকার হবে। চেষ্টা করে দেখবেন ফারুক ভাই? প্রিয়তে নিয়ে গেলাম। পরের লেখার অপেক্ষায়। ভালো থাকুন সবসময়।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৭
ফারুক আব্দুল্লাহ্ বলেছেন: -আন্তরিক ধন্যবাদ জানুন পাঠের জন্য ।
-মন্তব্যে আপনার আন্তরিক ভাললাগা আমার লেখার আনন্দ বাড়িয়ে দিল ।
-অডিওর আইডিয়াটা শুনে বেশ ভালো লাগলো- কিন্তু এর সাথে জড়িত শ্রমের কথা ভেবে, প্রক্রিয়াটা একটু কষ্টকর লাগছে- যেহেতু অলসতা হিরণ্ময়!!! তবে সুযোগ পেলে এটা করতে আমারও ভালো লাগবে সন্দেহ নাই ।
-আপনার পাঠ আর মন্তব্য সত্যি দারুণ উদ্দীপক- অসংখ্য ধন্যবাদ জানবেন ।
- ভালো থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ রাত ১২:৪২
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার প্রায় লেখায় একটা অধরা জিনিস থাকে -মাঝেমাঝে সেই অধরা জিনিসটা ভাল লাগা জাগায়!
অট - এখনও মন্তব্য করার অনুমতি পান নাই?