নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে আর না

কত জানালার কাছে কাতারে কাতার- মানুষ জমেছে, দাবি গরাদ ভাঙার- ভাঙ্গে যেন জানলার গরাদ সবার

ফারুক আব্দুল্লাহ্‌

ফারুক আব্দুল্লাহঃ

ফারুক আব্দুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি-প্রবণ

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

জানো তো! তুমি যখন খুশী ফিরে যেতে পার, কিন্তু সবটা ফেরা হয়না, আসলে সবটা ফেরা যায়না।

চিবুকের অন্ধকারে লুকিয়ে রেখে শেষ তাস, বেহিসাবী বলতে পারনা নিজেকে, তোমার জামার ভাঁজে এখনো রাত্রিগন্ধ, মগজে শেষ তাসের হিসাব। যখন পা বাড়ালেই পদস্থলন শঙ্কা, তখন ঐ পা ঘুণে খাক। তুমি বুকে হেঁটে পার হও

পার হও আর কিছু জীবন, চাবিতে খুলছেনা ভাঁড়ার ঘর, এই দুঃস্বপ্নে জেগে উঠ, এপাশ-ওপাশ অস্থির পার কর আর কিছু রাত।

অথবা ঐ ঘোলা চোখ শূন্যতায় দিয়ে দিতে পার দস্তখত, সব হারানো মানে তো হারানোর ভয়টাও হারিয়ে যাওয়া!

তারপরও ঐযে সবটা হারানো হয়না আসলে!

ঠিক দেখো, চিবুকের অন্ধকারে লেপ্টে থাকবে শেষ তাসের স্মৃতি! একদা ছিল এই ভাবনাটা- থাকার চেয়েও তরতাজা!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: তুমি বুকে হেঁটে পার হও পার হও আর কিছু জীবন

লাইন খুব লাইক হইছে!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ বস!
পাঠ ও মন্তব্যের জন্য।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। আপনি কি এখনও ওয়াচে?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: নাহ বস জেনারেল হইছি, কমেন্ট করতে পারি।
অনেক ধন্যবাদ বস, পাঠ ও মন্তব্যের জন্য।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লিখেছেন ভায়া।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

ফারুক আব্দুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.