| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারজানামিতু
আমি ফারজানা মিতু। শখ করে লিখি, নিজের কল্পনার সব রঙ তাই ছড়িয়ে দিয়েছি আমার সব লেখায়, কষ্ট আর প্রেম তাই এঁকে এঁকে জায়গা করে নিয়েছে আকাশ নীল শূন্যতায়।
প্রেম মানে
- ফারজানা মিতু
প্রেম মানে দিনভর কারো জন্য অপেক্ষা নয়
প্রেম মানে অপেক্ষা শেষে
দু গাল বেয়ে নেমে আসা চোখের জল,
প্রেম মানে কারো হাতে তুলে দেয়া শিউলি ফুল নয়
প্রেম মানে আজীবন হাতের মাঝে
ঘেমে যাওয়া কারো নিবিড় স্পর্শ,
প্রেম মানে দুরত্তের কোন মাপকাঠি নয়
প্রেম মানে পথের শেষ এসে
এক হয়ে যাওয়া দুজনার পদরেখা,
প্রেম মানে শীতের কুয়াশা ভেজা সকাল নয়
প্রেম মানে শীতার্ত ঘন সন্ধ্যায়
আঁকড়ে ধরে থাকা উত্তপ্ত কারো ছোঁয়া,
প্রেম মানে কারো চলে যাওয়া নয়
প্রেম মানে ঝগড়া অভিমান শেষে
কারো চোখে তাকিয়ে পড়ে যাওয়া অস্থির প্রেমের কাব্য।
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
ফারজানামিতু বলেছেন: ধন্যবাদ।
২|
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
একাকি উনমন বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা খুব ভাল্লাগছে আপুনি