![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
কিছু জল বন্যা আনে, স্বপ্ন ডুবায়
কিছু জল অমৃত সম, তেষ্টা মেটায়
কিছু জল চোখে ছল ছল, দহনে পোড়ায়।
কিছু মানুষ অগোচরে কাঁদে, আমাকেও কাঁদায়
কিছু মানুষ আছে তো এমন, গোপনে ভালবেসে যায়
কিছু মানুষ অপ্রকাশ্য, আমাকে ভাবায়।
বৃষ্টিতে আজ এ বাড়ি ভিজে একাকার
রাস্তা থেকে উঠোন জুড়ে কাদামাটি জলের খেলা।
কতোবার যে তুমি এ পথ মারিয়েছো
আবার, পদচিহ্ন মুছে দিয়েছো জলের ঢেউয়ে;
শ্বেত গোলাপ রেখে চলে গেছো নিঃশব্দে।
বিশ্বাস ও স্বপ্নের হাতে পড়েছি খসে, স্বপ্নে কানাকানি
হয়নি জানা, কেন তবে আজ অশ্রুর লুকোচুরি!
অধিকার ছিল, অধিকার আছে তোমার অস্তিত্ব জুড়ে
ভাল হতো বেশ, করি আক্ষেপ - কপোলের জায়গা জুড়ে;
পাঁচটি আঙুলের জলের ছাপ, হতোনা তো অপরাধ
মানুষ্য বসত জুড়ে।
তোমার হল সন্ধ্যা তারা, আমার সঙ্গী রাতের তারা
তোমার চোখের জল করে টলমল -
আমারও অস্তিত্ব জুড়ে!
বিঃদ্রঃ কখনো কী যোগ্য ছিলাম স্নেহ ও ভালবাসার!
প্রায় সব লেখা নিজের জন্যেই লিখি, এটাও সেরকম একটা লেখা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০১
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ বেঈমান
ধন্যবাদ আপনাকে।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫০
বেঈমান আমি বলেছেন: সবাই কবি হয়ে যাচ্ছে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৩
ফারজুল আরেফিন বলেছেন: আপনিও একটা লিখেন; কবিতা লেখা সবচেয়ে সহজ কাজ। মাসে ত্রিশটা পোস্ট
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৭
চাটিকিয়াং রুমান বলেছেন: অধিকার ছিল, অধিকার আছে তোমার অস্তিত্ব জুড়ে
ভাল হতো বেশ, করি আক্ষেপ - কপোলের জায়গা জুড়ে;
বেশ সুন্দর কবিতা! ++++
কেমন আছেন ভাই?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আমি জলের খেলায় মত্ত আছি। আপনি কেমন আছেন? ব্লগে কম কম দেখি আপনাকে।
ভাল থাকুন সবসময়।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৭
সালমাহ্যাপী বলেছেন: কবির আর কবিতার ছড়াছড়ি
আপনার কবিতায় +++
সুন্দর হয়েছে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৮
ফারজুল আরেফিন বলেছেন: হা হা হা.......
সামু এখন কবি ও কবিতার হাট বাজার।
এই কবিতা না লিখে উপায় ছিল না, অনেক কথা সরাসরি বলা যায় না।
অসংখ্য ধন্যবাদ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূরত্ব সব ঘুচে যাক।
অধিকার বজায় থাকুক।
প্লাস!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই।
আপনার সাথে আজও দেখা হল না।
কাল বিকেলে বের হলে ফোন দিব।
ভাল থাকুন।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৫
কান্টি টুটুল বলেছেন: অনেক সুন্দর হৈছে জল নিয়া কবিতা +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৩
ফারজুল আরেফিন বলেছেন: টুটুল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে।
সময় স্বল্পতায় ভালভাবে কথা হল না আজকের আড্ডায়। ভবিষ্যতে ইনশাআল্লাহ সরাসরি আবার কথা হবে।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৭
সায়েম মুন বলেছেন: উনি জানতে পারলে তো অনেক ভাল।
বেশ ভাল লিখেছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৮
ফারজুল আরেফিন বলেছেন: সায়েম ভাই, প্রথম পাতায় পোস্ট দিয়েছি - না জানার উপায় নেই!
আপনাকে মনে মনে খুঁজি, পাইনা কোন আড্ডায়।
প্লাসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৯
কবীর হুমায়ূন বলেছেন:
মন্ময়তার আকরে কবিতাখানি লেখা হলেও তন্ময়ার ছোঁয়া নিয়ে কবিতা সুন্দর হয়েছে। ভালো থাকুন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনিও ভাল থাকুন সবসময়, শুভকামনা।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৬
সায়েম মুন বলেছেন: আড্ডাতে তেমন যাওয়া হয়না। কিছুটা অন্তর্মূখী মানুষ বলতে পারেন। তবু কোন এক উপলক্ষ্যে দেখা হবে আশা করি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: উপলক্ষ্যের অপেক্ষায় রইলাম। ইনশাআল্লাহ্ দেখা হবে।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৫
রবিন মিলফোর্ড বলেছেন: ভাল লাগল জল নিয়ে কবিতা ।
++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২২
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ রবিন ভাইয়া।
শুভকামনা রইলো।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৬
অনাহূত বলেছেন:
খবর পাইছি আপনি ব্লগাড্ডায় ছিলেন। দূর্জয়ের সাথে দেখা হলো লিটল ম্যাগ চত্বরে। আরো অনেকেই ছিলেন।
কবিতা খুব সুন্দর হয়েছে। কেমন যেন দু:খ ভরা আবেগ।
তোমার হল সন্ধ্যা তারা, আমার সঙ্গী রাতের তারা
তোমার চোখের জল করে টলমল -
আমারও অস্তিত্ব জুড়ে!
প্লাস।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: আমি বই মেলায় কাউকে না পেয়ে ব্লগাড্ডায় গেলাম। আপনার পাশ দিয়েই হয়তো হেঁটে গিয়েছি, চিনতে পারিনি একে অপরকে।
দূর্জয় ভাইয়ের সাথে ভেবেছিলাম দেখা করবো, আজ আর হল না। কাল বিকেলে আবার যেতে পারি, আপনি থাকলে ইনশাআল্লাহ্ দেখা হবে।
আজ সময়টা দু:খের ভেতর দিয়েই যাচ্ছে, লিখে অনুভূতি প্রকাশ করা সম্ভব না।
প্লাসের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪০
অনাহূত বলেছেন:
আপনি কয়টার দিকে ছিলেন মেলায়? রানা ভাইতো লাঞ্চের পর থেকেই মেলায়। দেখা না হবার কথা না।
হুম। কাল বিকেলে আসলে দেখা হবে। আমি থাকবো। থাকার সম্ভাবনাই অনেক বেশী।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫০
ফারজুল আরেফিন বলেছেন: আমি চারটার দিকে ছিলাম। আমার ব্লগিং সময় কম, অনেককেই চিনিনা এখনো; এমনকি বিখ্যাতদেরও। বই মেলায় সেরকমভাবে আড্ডাও দিইনি কখনো। বলতে পারেন - এই মানুষগুলো আমার কাছে অনেক নূতন।
দূর্জয় ভায়ের সাথে কথা বলে আসার চেষ্টা থাকবে সর্বোচ্চ। ভাগ্য সহায় হোক।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৬
ধীমান অনাদি বলেছেন: ছ্যাকা খাইছেন নাকি? দারুন সব কবিতা আসছে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০০
ফারজুল আরেফিন বলেছেন: কখনো কী যোগ্য ছিলাম স্নেহ ও ভালবাসার!
অনাদি, আপনার মতো বিচক্ষণ মানুষের কাছে এই ভুল গ্রহণ যোগ্য না। তিন বছর অনগোয়িং
আমিও ভেবেছি কবিতার {কোবতের} বই বের করবো। শেষে লিখে দিব - তরুণ প্রজন্মের কবি প্রকৌশলী ফারজুল আরেফিন।
অনেক ধন্যবাদ ভাই।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২২
চাটিকিয়াং রুমান বলেছেন: আমিও আছি ভাই ভালো। পরীক্ষার কারণে ব্লগে অনিয়মিত হয়ে গেছি। পরীক্ষা শেষে আবার নিয়মিত হব আগের মত।
ভালো থাকুন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৮
ফারজুল আরেফিন বলেছেন: পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে শেষ হোক এই কামনা করি।
শুভকামনা রইলো।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩০
শোশমিতা বলেছেন: সহজ ভাষায়, সহজ শব্দে সুন্দর কবিতা!
অনেক ভালো লাগলো ভাইয়া +
আজ কিন্তু কবি বলিনাই, খুশি ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৬
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ শোশমিতা।
সহজ কথা বলতে চাই, সহজ শব্দে লিখতে চাই, সহজ পথে চলতে চাই।
হা হা হা, আমি শোশমিতার মন্তব্য পেলেই খুশি হই। চিঠি না লিখে এই কবিতাটি লিখলাম। আগের কবিতাটি লিখেছিলাম অন্য কোন কারণে। গত একমাস ধরে মাথায় একটা গদ্য ঘুরপাক খাচ্ছে, লেখার আগে মরে গেলে বেচারা আলোর মুখ দেখবে না।
ভাল থাকবেন আপু।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৭
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: আরেফিন ভাইয়া, কবিতা তো মাথার উপর দিয়া যায়। সাহিত্যের ছাত্র হইয়াও একটা কবিতা মাথার ভিতরে নিতে পারি না। ইদানিং অবশ্য কিছু সফলতা পাচ্ছি।
তোমারটা ভালো লাগছে
৯ম ভালো লাগা
পেক পেক পেক
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৬
ফারজুল আরেফিন বলেছেন: আর বলো না ভাইয়া, আমারও নিজের পড়ার বিষয়েরও বাজে অবস্থা ছিল। সবারই মনে হয় নিজের পাঠ্য বিষয়ে দূর্বলতা থাকে।
কবিতায় সবচেয়ে মজার বিষয় - তুমি যেভাবে কঠিন কবিতাটি বুঝে নিবে, অন্যরা দেখবে ঐ কবিতায় তোমার ঠিক উল্টো ব্যাখা দিয়েছে।
ধন্যবাদ অনেক, ভাল থেকো।
হাসের মাংস আমার প্রিয় একটা খাদ্য।
পেক পেক পেক
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৯
কামরুল হাসান শািহ বলেছেন: ভাল লাগলো
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৩৮
ভিয়েনাস বলেছেন: কবিতায় ভালো লাগা জানালাম
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভিয়েনাস।
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩০
অন্তি বলেছেন: যে জলে আগুন জ্বলে,
সে জলে ভালবাসা ভেসে যায়,
যে জলে ভালবাসা ভেসে যায়
সে জলে হৃদয় জ্বলে ওঠে বারবার।
তবুও ফিরে যাওয়া জলের কাছেই বারবার শতবার বহুবার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: দারুণ!
অন্তি সবসময় ভাল লিখেন।
অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩২
শিশিরের শব্দ বলেছেন: Valo laglo kobita
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকুন সবসময়।
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮
ছাইরাছ হেলাল বলেছেন:
তরুণ প্রজন্মের কবি প্রকৌশলী ফারজুল আরেফিন কে ধন্যবাদ ।
আপনার কী কবিতার বই বের হয়েছে ?
সৌজন্য সংখ্যা পেলে ভাল হয় ।
কাক ও কবিদের সংখ্যা ব্যাস্তানুপাতিক হারে বাড়ছে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪২
ফারজুল আরেফিন বলেছেন: আজকাল প্রকৌশলীরাও কবি!
বই বের করলে কেজি দরে বিক্রি করতে হবে।
কাক ও কবিদের সংখ্যা ব্যাস্তানুপাতিক হারে বাড়ছে।
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধতা।
তবে একটা লাইন কবিতাটিকে দুর্বল করে দিয়েছে আমার মনে হয় :
হয়নি জানা, কেন তবে আজ অশ্রুর লুকোচুরি!
শুভ কামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
লাইনটির অন্য এক মানে আছে। কবিতাটি অন্য কোথাও কখনো কবিতা হিসেবে ব্যবহার করলে লাইন দুটি পরিবর্তন করে দিব। ঐ দুটি লাইনের ব্যাখা আলাদা।
ভাল থাকুন ভাইয়া। শুভ কামনা সবসময়ের জন্য।
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৫
আকাশ০৭ বলেছেন: সুন্দর। ++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ কামনা।
২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০২
সাজিদ ঢাকা বলেছেন: ভালো হইসে , , , ,
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৩
মোঃমোজাম হক বলেছেন: কালকের মিলন মেলায় দেখলাম চুটিয়ে আড্ডা দিচ্ছেন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৩
ফারজুল আরেফিন বলেছেন: আপনি থাকলে আড্ডা আরও ভাল হতো, মনের সব না বলা কথা বলতে পারতেন।
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৮
মোঃমোজাম হক বলেছেন: হা হা হা, তাহলে মনের সব কথা খুলে বলতে পেরেছেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: আমি তো কিছু বলতে চাইনা, শুধু শুনতেই চাই। বলা শুরু করলে সমস্যায় পড়বে সবাই।
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৮
নস্টালজিক বলেছেন: দেখা হয়ে ভালো লাগলো।
মেলায় গেলে লিটিল ম্যাগ চত্তরে আবারও দেখা হয়ে যাবে।
ভালো থেকো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৮
ফারজুল আরেফিন বলেছেন: আমারও অনেক ভাল লাগলো ভাইয়া।
মেলায় শেষের দিন যাওয়ার ইচ্ছে আছে, দেখা হবে ইনশাআল্লাহ্।
আপনিও অনেক বেশী ভাল থাকুন।
২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৮
গাধা মানব বলেছেন: কয়টা ছ্যাক খাইছেন খালি সেইটা কন। লজ্জা পাইয়েন না। আমি আর কাউরে কমু না কিন্তু।
জলের খেলা ভাল লাগল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৫
ফারজুল আরেফিন বলেছেন: হা হা হা...... গোপন কথা বলা যাবে না।
এটা ছ্যাকা বিষয়ক কিছু না।
ধন্যবাদ ভাইয়া।
২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২০
গাধা মানব বলেছেন: আমার ব্লগার নিয়া পুষ্টটা দেওখা আসেন। কিছু ধারণা পাইবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: ৩ দিন ধরে অনুসারিত পোস্টে যেতে পারছি না। পড়ে মন্তব্য দিয়েছি, তুমি বলার আগেই।
দারুণ হয়েছে পোস্টটি।
৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৭
জোবায়ের নিয়ন বলেছেন: অধিকার ছিল, অধিকার আছে তোমার অস্তিত্ব জুড়ে
ভাল হতো বেশ, করি আক্ষেপ - কপোলের জায়গা জুড়ে;
পাঁচটি আঙুলের জলের ছাপ, হতোনা তো অপরাধ
মানুষ্য বসত জুড়ে।
১৬ তম ভাল লাগা জানিয়ে গেলাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকুন, শুভ কামনা।
৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৫
আজমান আন্দালিব বলেছেন: ভালো লাগা। সাথে বোনাস হিসেবে আমার একটি 'কিছু' নিয়ে কবিতা-
জীবনের কথকতা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
বোনাস দিয়েছেন মাত্র একটা।
আমিও কম না, চুরি করে আরেকটা কবিতাও দেখে এসেছি।
৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৫
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক সুন্দর কবিতা.......
শুভকামনা সবসময়ের জন্য.........।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকুন সবসময়।
৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৮
আজমান আন্দালিব বলেছেন: ফারজুল আরেফিন, আপনাকে ধন্যবাদ আমার দেওয়া লিংকের বাইরে আরও একটি কবিতা পড়ে মন্তব্য করে আসার জন্য।
ব্লগে আমার বেশ ক'টি কবিতা আছে তবে তা ছড়িয়ে ছিটিয়ে। আপনার মন্তব্যে উজ্জীবিত হয়ে বিরক্ত করার জন্য আরও তিনটি কবিতার লিংক দিলাম। সময় করে পড়ে মন্তব্য করলে কৃতজ্ঞ থাকবো।
ছিবলে খেয়ে যাবো তোমার সোনার বাংলাদেশ
আমজনতা নেতিয়ে পড়ুক, নেতারই হোক জয়
আমজনতা সোজা কথা, টাকার ভাগে হিস্যা নাই
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: এরকম বিরক্ত আমি প্রতিনিয়ত হতে চাই, এ আমার সৌভাগ্য।
অতি সুন্দর, বাস্তবিক ও দূর্দান্ত কবিতাগুলোতে লাখো প্লাস। কবিকে সালাম।
কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভ কামনা সবসময়ের জন্য।
৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৩
উম্মে মারিয়াম বলেছেন: বিশ্বাস ও স্বপ্নের হাতে পড়েছি খসে, স্বপ্নে কানাকানি
হয়নি জানা, কেন তবে আজ অশ্রুর লুকোচুরি!!!!!!অসাধারন!!!!!!!!!!! কবি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ কবি আপু কে।
ভাল থাকুন সবসময়।
৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৭
মিজান আনোয়ার বলেছেন: কিছু মানুষ অগোচরে কাঁদে, আমাকেও কাঁদায়
কিছু মানুষ আছে তো এমন, গোপনে ভালবেসে যায়
কিছু মানুষ অপ্রকাশ্য, আমাকে ভাবায়।
অসাধারন কবিতা লিখেছেন।
আপনার জন্য শুভকামনা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫০
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার তরমুজের পোস্টটি অসাধারণ। এই ফলটা আমার অনেক প্রিয়।
ভাল থাকুন। আপনার জন্যেও শুভকামনা রইলো।
৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৯
জলঝিরি বলেছেন: বৃষ্টিতে আজ এ বাড়ি ভিজে একাকার
রাস্তা থেকে উঠোন জুড়ে কাদামাটি জলের খেলা।
কতোবার যে তুমি এ পথ মারিয়েছো
আবার, পদচিহ্ন মুছে দিয়েছো জলের ঢেউয়ে;
শ্বেত গোলাপ রেখে চলে গেছো নিঃশব্দে।
বিশ্বাস ও স্বপ্নের হাতে পড়েছি খসে, স্বপ্নে কানাকানি
হয়নি জানা, কেন তবে আজ অশ্রুর লুকোচুরি!
অনেক ভাল লাগা , সাথে প্লাস
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: সামুর নতুন একজন সুলেখকের মন্তব্য পেয়ে ভাল লাগলো।
চমৎকার সব লেখার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা আপনার জন্য।
৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫০
স্বপ্নবাজী বলেছেন: আপনার নিজের জন্য লেখা কবিতা পড়ে ভালো লাগল।
শুভকামনা অবিরাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজী।
ভাল থাকুন অনেক বেশী।
৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
অর্পণ! বলেছেন: কখনো কী যোগ্য ছিলাম স্নেহ ও ভালবাসার!
যাকে বললেন সে নিশ্চই বুঝে নিবে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ অর্পণ! ।
অনেক কথা বলে বুঝানো যায় না, অনেক কথা বলা হয় না। চেষ্টা করি সঠিক কাজটি করতে, তবুও ভুল হয়।
ভাল থাকুন।
৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৩
মাহবু১৫৪ বলেছেন: দারূন লাগলো ।
২১ তম ভাল লাগা
++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৪০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৫
জুল ভার্ন বলেছেন: ভাল লাগল।
২৩ নম্বর প্লাস।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৪
ফারজুল আরেফিন বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
ভাল থাকুন।
৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৭
তিথির অনুভূতি বলেছেন: তোমার হল সন্ধ্যা তারা, আমার সঙ্গী রাতের তারা
তোমার চোখের জল করে টলমল -
আমারও অস্তিত্ব জুড়ে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৬
ফারজুল আরেফিন বলেছেন: আমার কথাই তুলে দিলেন
অনেক ধন্যবাদ, শুভকামনা।
৪২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১২
~মাইনাচ~ বলেছেন: চমৎকার
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৮
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ ভাই।
মাইনাচ প্লাস কেন দেয় জানতে মন চায়।
শুভকামনা।
৪৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৩
শাহেদ খান বলেছেন: অবশ্যই নিজের জন্যেই লিখবেন; তা না হলে সেটা আর কবিতা হবে না !
ভাল লাগা জানাই ! শুভকামনা সবসময়ের জন্য।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২১
ফারজুল আরেফিন বলেছেন: কবি যখন বলেছেন তখন ঠিক আছে।
বলুন তো কবি, রম্যকার রম্য কার জন্য লিখে? রম্য কী মনোরন্জনের ভেতর পরে না?
ধন্যবাদ অশেষ।
আপনার জন্যেও শুভকামনা রইলো।
৪৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৭
মাহী ফ্লোরা বলেছেন: বৃষ্টিতে আজ এ বাড়ি ভিজে একাকার
রাস্তা থেকে উঠোন জুড়ে কাদামাটি জলের খেলা।
কতোবার যে তুমি এ পথ মারিয়েছো
আবার, পদচিহ্ন মুছে দিয়েছো জলের ঢেউয়ে;
শ্বেত গোলাপ রেখে চলে গেছো নিঃশব্দে।
খুব খুব ভাল লাগলো।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ মাহী ফ্লোরা।
শুভ কামনা সবসময়।
৪৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
দূর্যোধন বলেছেন: কিছু কি আন্দাজ করতে পারলাম ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: :!> :!> :!>
আমার এত এত কষ্ট লেগেছে যে বলে বুঝাতে পারবো না ভাইয়া। বাসায় এসে অজান্তেই চোখ দিয়ে টপটপ পানি পড়েছে।
আমার প্রতি তার অধিকার কতোটা সে বোধ করি নিজেও জানে না!
প্লাসের জন্য ধন্যবাদ ভাইয়া।
৪৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৬
দূর্যোধন বলেছেন: :#> :!>
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০০
ফারজুল আরেফিন বলেছেন: এই ইমোতে কাজ হবে না, লাল টিপ পোস্টে রেকর্ড করার জন্য আপনাকে পার্টি দিতে হবে।
পার্টি না হলেও চলবে, তবে চুপিচুপি আমাকে খাওয়ালেই হবে।
৪৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৩
শিপু ভাই বলেছেন:
আপনার নিজের জন্য লেখা হলেও আমিও তার স্বাদ নিলাম!!!
খুব সুন্দর হয়েছে কবিতাটা+++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫২
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শিপু ভাই।
কবিতার মানে বুঝার দরকার নাই, শুধু স্বাদটাই নেন। :!>
শেষের দিন মেলায় গেলে নক কইরেন, আমি থাকবো।
৪৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩১
শত রুপা বলেছেন:
একদিন যমুনায় স্নান করুন ভালো লাগবে আশাকরি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০০
ফারজুল আরেফিন বলেছেন: সে আর বলতে, অনেক আগেই ভেবে রেখেছি যমুনায় স্নান করবো। শরীর শুকাবো নির্মল বাতাস আর যমুনায় জলে প্রতিফলিত চিকচিকে রোদে। অবসরের সুতীব্র অপেক্ষায় আছি।
৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৪
অন্তরন্তর বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। বেশ কয়দিন নেটে আসা হয়নি নানা সমস্যার কারনে। ভাললাগা জানিয়ে গেলাম সুপার প্লাস সহ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
আমি খেয়াল করেছি অন্তরন্তরের অনুপস্থিতি। আপনার ব্লগ ঘুরেও এসেছি আপনার সন্ধানে। যাই হোক, সব সমস্যার সমাধান হোক এই কামনা করি।
শুভকামনা সবসময়।
৫০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮
রোকন রাইয়ান বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম..
২ তারিখের দাওয়াত রইল..
২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১১
ফারজুল আরেফিন বলেছেন: ভাললেগেছে জেনে ভাললাগলো।
দাওয়াতটি ২ না হয়ে ১২ তারিখের হলে নিশ্চিত যেতাম। ১০ তারিখের আগে ঢাকা ছাড়তে পারছিনা। শুভকামনা, আয়োজন সুন্দর হোক।
৫১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১১
~মাইনাচ~ বলেছেন: মাইনাচ দিছি
২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৮
ফারজুল আরেফিন বলেছেন: হা হা হা.... সাদরে গৃহীত হলো।
মাইনাচকে সবসময় প্লাস দেখেই অভ্যাস হয়ে গেল।
ভাল থাকুন।
৫২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৮
রুপ।ই বলেছেন: কবিতা তেমন বুঝিনা, কিংবা বুঝার মত মনটা হারিয়ে ফেলেছি বহু আগে, ভালই লিখেছেন ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: মনটা আগের মতই আছে, হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে শুধু।
শুভকামনা রইলো রুপাই। ধন্যবাদ, ভাল থাকুন।
৫৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫০
কাউন্সেলর বলেছেন: পেশাগত কারণেই আবেগ দেখানো বারণ. কিন্তু এমন করে লিখলে চোখের জল সামলানো মুশকিল, যতোবার পড়ছি একই সমস্যা হচ্ছে!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: জল নয়, সুন্দর হাসি চাই শুধু।
ভাল থাকুন।
৫৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৬
শ।মসীর বলেছেন: জলমগ্ন জীবন ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১
ফারজুল আরেফিন বলেছেন: স্বাগতম শামসীর ভাইয়া।
মন্তব্য পেয়ে ভাল লাগলো।
জলমগ্ন জীবনের গল্প শেষ হোক সবার।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
৫৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫১
ইমুব্লগ বলেছেন: আপনার লেখা ভাল লেগেছে।
৩২ প্লাস।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।
৫৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০১
আরজু পনি বলেছেন:
বেশ আবেগি!
অনেক ভালো লাগলো!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০০
ফারজুল আরেফিন বলেছেন: আবেগ, আবেগ নিয়ে আসে!
অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকুন।
৫৭| ০১ লা মার্চ, ২০১২ সকাল ৯:৫৪
ছাইরাছ হেলাল বলেছেন:
তরুণ প্রজন্মের কবি প্রকৌশলী ফারজুল আরেফিনকে
কোবতে রাজ্যে স্বাগত জানালাম কিন্তু আমার মত
আ-ল্যাহাপড়াদের কুনই চান্স নাই দেইখ্যা কান্তেই আছি .........
০১ লা মার্চ, ২০১২ সকাল ১১:৪৭
ফারজুল আরেফিন বলেছেন:
প্রকৌশলীরা কবিতা দিয়ে তাদের অবস্থান দৃঢ় করুক এই কামনা করি।
কবি মহাগুরুর কাছে কোবতে জগতে অভ্যর্থনা পেয়ে ভাল লাগলো। কবি মহাগুরু এই রকম কথা বলিলে কেমনে হপে!
৫৮| ০১ লা মার্চ, ২০১২ সকাল ১০:২৩
শামছুল আরেফিন বলেছেন: তোমার হল সন্ধ্যা তারা, আমার সঙ্গী রাতের তারা
তোমার চোখের জল করে টলমল -
আমারও অস্তিত্ব জুড়ে!
কবিকে পিলাচ।
০১ লা মার্চ, ২০১২ সকাল ১১:৫০
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার নামটি অনেক পরিচিত। মনে হচ্ছে সহপাঠী। ভুল হচ্ছে না মনে হয়!?
শুভকামনা রইলো।
৫৯| ০১ লা মার্চ, ২০১২ বিকাল ৪:৪৭
নিশাচর ভবঘুরে বলেছেন: স্বপ্ন দেখতে আর দেখাতে দুটোই ভালো লাগে
কবিতায় ++++++++
০১ লা মার্চ, ২০১২ বিকাল ৫:২৫
ফারজুল আরেফিন বলেছেন: হুমমম.....ঠিক বলেছেন।
ধন্যবাদ অশেষ।
শুভকামনা সবসময়।
৬০| ০১ লা মার্চ, ২০১২ রাত ৮:৩৫
বাঘ মামা বলেছেন:
রিক্ত হলেও শক্ত মনে ভালো থাকে বাঘ,
কেন যে মন ভেজা কাব্যকবিতায় চোখ পড়ে ......তাই ভিষণ রাগ.
সুন্দর
০১ লা মার্চ, ২০১২ রাত ৮:৫৯
ফারজুল আরেফিন বলেছেন: চমৎকার কাব্য।
গতকাল মনে মনে বাঘ মামাকে বই মেলায় খুঁজলাম অনেক। আরিয়ানা আপুকে জিজ্ঞেসও করলাম - বাঘ মামা কই? আপসুস, দেখা পেলাম না।
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়।
৬১| ০১ লা মার্চ, ২০১২ রাত ১০:২৮
শায়মা বলেছেন: সুন্দর!!!
০১ লা মার্চ, ২০১২ রাত ১০:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শায়মা আপু।
৬২| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:১০
গ্যাম্বলার বলেছেন: দারুন কবিতা!
০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ গ্যাম্বলার।
ভাল থাকুন।
৬৩| ১১ ই মার্চ, ২০১২ ভোর ৪:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: কবিতাটি একজন ভুল মানুষের জন্য লেখা, অবশ্য ভার্চুয়াল লাইফে ভুল/শুদ্ধ বিচারের সুযোগ নেই। তবুও রঙের বদল দেখতে খুব খারাপ কিছু নয়। ড্রাফট করবো, নাকি মুছে ফেলবো? ওসব থাক, কবিতা দেখে দেখে মুখোস বুঝার চেষ্টা করবো।
১১ ই মার্চ, ২০১২ ভোর ৪:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: এইসব কথা বাদ দিয়ে তার বিশাল গালিবাজ সিন্ডিকেটে যোগ দাও, ভাল থাকবা।
৬৪| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩৩
ভারসাম্য বলেছেন:
ভুল মানুষ, ভুল সময়
ভুল তুমিও ...
মুখোশের বাজারে আসল মুখ নয়
আসল মুখোশ খোঁজ; পাবে।
কবিতায় ৩৬ তম ভাল লাগা থাকল।
বিঃদ্রঃ ভালবাসা পেতে কোন যোগ্যতা লাগেনা তবে সবাইকেই ভালবাসতে পারা বিশেষ একটা যোগ্যতা।
১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৬
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এখন আর কিছুই বুঝতে চাইনা, দেখতে চাইনা, খুঁজতে চাইনা। ফিরিয়ে নিয়েছি চোখ। পৃথিবী ছোট ও সুন্দর হোক।
সবাইকেই ভালবাসার অনেক হ্যাপাও আছে।
ভাল থাকবেন।
৬৫| ০৬ ই জুন, ২০১২ রাত ১২:০৯
জলঝিরি বলেছেন: অনেকদিন পর কবিতাটা আবার পড়লাম ।সময় পুরনো হয়ে যায়, কিন্তু কিছু কিছু অনুভূতি নতুন-ই থাকে।
০৬ ই জুন, ২০১২ রাত ৩:২৫
ফারজুল আরেফিন বলেছেন: সত্যিই তাই, কিছু অনুভূতি পুরনো হয় না কিছুতেই। সুন্দর সব অনুভূতিগুলো নিয়ে জীবনটাতে অপূর্ণতা নেই একটুও। তাইতো দুঃখবোধ গ্রাস করতে পারে না সহজেই।
৬৬| ০৭ ই জুন, ২০১২ রাত ১২:০৩
জলঝিরি বলেছেন: বেশির ভাগ মানুষকেই দেখি জীবনকে শুধু অপূর্ণতাতেই খুঁজে পায়। আপনার মাঝে নতুনত্ব দেখে ভালো লাগল আরও একবার।
দুঃখকে সময় দেয়ার মত সময় কোথায় এই ছোট্ট জীবনে , বলুন তো?
০৭ ই জুন, ২০১২ দুপুর ২:০৯
ফারজুল আরেফিন বলেছেন: আমি মনে হয় বোকা মানুষ, তাই দুঃখবোধ বেশীক্ষণ কাজ করে না।
প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তর ব্যবধান অসুখী হওয়ার মূল কারণ, সেক্ষেত্রে আমি অল্পতেই তুষ্ট।
দুঃখকে পাত্তা না দেয়াই ভাল, কিপ স্মাইলিং
ভাল লাগায় ভাললাগা রইলো
৬৭| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:০১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মনে হল,
একটা মোটা শীতের জামাকে যেন উল্টে গায়ে চড়ালেন।
খোলস ছেড়ে আবেগি মানুষের বেরিয়ে আসা। তারপর ভিতরটাকে মেলে ধরা। প্লাস।
০২ রা আগস্ট, ২০১২ ভোর ৫:০৫
ফারজুল আরেফিন বলেছেন: আবেগটাকে ছুটি দিতে পারলে বেশ হতো।
আবেগ আজ ঠুনকো কিছু সভ্যদের সভ্যতায়।
অনেক ধন্যবাদ ভাই পুরনো লেখায় আসার জন্য।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৯
বেঈমান আমি বলেছেন: কবিতা ভালো হইছে +++