![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
কিছুদিন আগে ঘুরে এলাম রবীন্দ্র কুঠিবাড়ী, কুষ্টিয়া; সে ভ্রমণের ছবিগুলো নিয়ে এই পোস্ট।
চত্বরে প্রবেশ মুখে বামপাশে আছে ডাক বাংলো -
ভেতরে ঢুকার পর দেখা মিলবে দুইটি পাহারাদার ঘরের -
ফুলবাগানের মাঝ দিয়ে সোজা কুঠিবাড়ীর দরজা -
সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে বারান্দায় মিলবে একটা নৌকা -
"বেলায় উঠে দেখলুম রোদ্দুর উঠেছে এবং শরতের পরিপূর্ণ নদীর জল তল তল থৈ থৈ করছে। নদীর জল ও তীর প্রায় সমতল, ধানের ক্ষেত সুন্দর সবুজ এবং গ্রামের গাছপালাগুলি বর্ষারসানে সতেজ ও নিবিড় হয়ে উঠেছে। এমন সুন্দর লাগল সে আর কি বলব।....... পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী এবং কি প্রশস্ত প্রাণে এবং গভীরভাবে পরিপূর্ণ তা এইখানে না এলে মনে পড়ে না।"
সেখানে থেকে প্রবেশ পথটা এমন দেখায় -
দেয়ালে'র ফ্রেমে কবি গুরুর জীবন ও কর্ম -
কুঠিবাড়ীতে পালঙ্কে বসে থাকা কবি -
ব্যবহৃত পালঙ্ক -
ব্যবহৃত পালকি -
অনেক পুরাতন একটি ছবি -
ব্যবহৃত সামগ্রী -
বালক রবীন্দ্রনাথ ঠাকুর -
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর -
খাজনা আদায়ের টেবিল -
জমিদার বাবু -
বিভিন্ন সময়ে তোলা ছবি -
"আমার যৌবনের ও পৌঢ় বয়সের সাহিত্য-রস-সাধনার তীর্থস্থান ছিল পদ্মাপ্রবাহ চুম্বিত শিলাইদহ পল্লীতে। সেখানে আমার যাত্রাপথ আজ আর সহজগম্য নয়। কিন্তু সেই পল্লীর স্নিগ্ধ আমন্ত্রণ সরস হয়ে আছে আজও আমার নিভৃত স্মৃতিলোকে, সেই আমন্ত্রণের প্রত্যুত্তর অশ্রুতিগম্য করুণ ধ্বনিতে আজও আমার মনে গুঞ্জরিত হয়ে উঠেছে।" (১০ই চৈত্র, ১৩৪৬-এ লেখা) -
কবির নদী পথে চলার সঙ্গী পদ্মা বোটের ছবি -
বকুল তলার পাশে পুকুরে রাখা পদ্মা বোটের রেপ্লিকা -
কুঠিবাড়ীর কারুকাজ -
আম্র বাগানের স্মৃতিচিহ্ন -
পেছনের দিক থেকে দেখা কুঠিবাড়ী -
বাম দিক থেকে -
পেছনের পেঁচানো লোহার সিঁড়ি -
বকুল তলার পথ, গেটের পাশে আছে সংরক্ষিত কুয়া -
"নামিছে নীরব ছায়া ঘনবন শয়নে
এ দেশ লেগেছে ভালো নয়নে।"
রবীন্দ্র মঞ্চ -
"I do not wish to die in this lovely world.
I wish to live as man among men,
With the sun shining, the flowers in bloom,
And perchance some loving heart responding!
How varied is the game of life on this earth,
Its meetings and partings, its laughter and tears!
Oh to sing of man's joys and pains
And leave behind a melody undying!"
"অষ্টাদশ শতকের শেষ দিকে রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর শিলাইদহ জমিদারী ক্রয় করে ১৮১৩ সালে তিনি কুঠিবাড়িটি নির্মাণ করেন। দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিবিন্দ্র নাথ, হেমেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ ঠাকুরসহ ঠাকুর বংশের প্রায় সকলেই পদ্মা গড়াই বিধৌত এখানে বসবাস করেন। মূলতঃ জমিদারী কাজকর্ম দেখাশুনার জন্য এই বাড়ি নির্মাণ করা হয়েছিল। সে সময়ে ঠাকুর পরিবারে কুষ্টিয়ার শিলাইদহ; নাটোরের পতিসর ও পাবনার শাহজাদপুরে তিনটি জমিদারী ছিল। পারিবারিক আদেশে রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারী পরিচালনার জন্য এসেছিলেন।"
ফিরে দেখা -
ফেব্রুয়ারী মাসের ছবিব্লগ
জানুয়ারী মাসের ছবিব্লগ
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।
২| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
নিমচাঁদ বলেছেন: কষ্টসাধ্য পোষ্ট কিন্তু অনেক কিছুই দেখলাম যা আগে কোন ছবিতে দেখি নাই।
গুড গোয়িং ফারজুল
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাদের অনুপ্রেরণা জীবনের ক্লান্তি দূর করে, শক্তি যোগায় পথ চলতে।
ভালো থাকুন সবসময়.....।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
রিমন রনবীর বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে একসময়। সুন্দর ছবি,সুন্দর পোস্ট।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩
ফারজুল আরেফিন বলেছেন: পাশের জেলাতেই আছি, আসলে জানাবেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
একজন আরমান বলেছেন:
ছবি ব্লগ ভালো লাগলো
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ভাই।
৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬
অন্ধ আগন্তুক বলেছেন: দারুণ পোস্ট !
অনেক ছোটবেলায় গিয়েছিলাম , কিছু মনে নাই । এখন আবার দেখার সুযোগ হলো ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এখন আবার ঘুরে আসুন, ভালো লাগবে। সাথে লালনের মাজার ও পদ্মা নদীতেও যেতে পারেন - কাছাকাছি সবগুলো।
৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ চমৎকার , ফারজুল ইজ ব্যাক !
ছবি আর বর্ননা এতো সুন্দর কইরা ফা:আরেফিন ছাড়া আর কাওরে দিয়া সম্ভব না ।
কষ্ট করছেন তাই উফার দিলাম ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ পাইলট ভাই।
ব্যাক নারে ভাই, দৌড়ের উপরে আছি; জুন মাস শেষ না হলে অবসর নাই।
উফার ভালো পাইলাম, তেঁতুল বলে কথা!
৭| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
নস্টালজিক বলেছেন: ভ্রমণ ব্লগ ভালো লাগে!
শিলাইদহ যাওয়া হয় নি এখনও, ইচ্ছে আছে খুব!
শুভেচ্ছা, ফারজুল!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শিলাইদহে ভাবীকে নিয়ে ঘুরে যান, সাথে লালনের মাজারটাও দেখে যান। এ মাসের ২৬, ২৭, ২৮ তারিখ লালনের মাজারে বিশাল মেলা বসবে; লক্ষ লক্ষ লোকের সমাগম নাকি হয় মেলায়!
৮| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
হাসি .. বলেছেন: ওখানে যাওয়ার খুব ইচ্ছে আমার
ছবিগুলো সুন্দর আসছে
++
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
ফারজুল আরেফিন বলেছেন: ১লা বৈশাখে খুব ভালো অনুষ্ঠান নাকি হয় ওখানে। সময় করে চলে আসুন যে কোন সময়।
অনেক ধন্যবাদ হাসি।
৯| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯
কামরুল হাসান জনি বলেছেন: “পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী” এই লাইন টা খুব ভালো লাগলো।
“কুঠিবাড়ীতে পালঙ্কে বসে থাকা কবি - ” কবি কি এখনো পালঙ্কে বসে আছেন?
হুমায়ূন আহমেদ বলেন, যা দেখে চোখ আরাম পায় তা-ই সৌন্দর্য।
ছবিগুলো দেখে আমার চোখ খুব আরাম পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে একবার রওয়ানা দিয়েছিলাম কুঠিবাড়ির উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলো তাই আর দেখা হলো না। আপনার ছবিগুলো দেখে সেই অপূর্ণতা আর নেই।
অনেক ধন্যবাদ ভাইয়া।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
ফারজুল আরেফিন বলেছেন: কবি এখনো পালঙ্কে বসে আছেন বলেই তো আমরা দেখতে যাই।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আবারো একদিন সকাল সকাল রওনা হয়ে যান।
অসংখ্য ধন্যবাদ।
১০| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
নির্জনা০০৭ বলেছেন: দারুন +++
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
রেজোওয়ানা বলেছেন: খুব দারুন! এখানে যাইনি এখনও, যাবার ইচ্ছে আছে।
আপনার বিসিএসের কি অবস্থা?
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। ইচ্ছে পূরণ হোক তবে!
বিসিএস দিতে থাকবো, আরো প্রায় ৭ বছর সময় হাতে আছে।
বর্তমানে গেজেটেড পোস্টে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা হিসেবে একটি জেলার দায়িত্ব পালন করছি। বিসিএস এ ভালো পোস্ট পেলে এটা ছেড়ে যাবো হয়তো।
১২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
Sohelhossen বলেছেন: খুব ভাল হয়েছে ছবি ব্লগ ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এখনো যাওয়া হয়নি। যাবো ইনসাআল্লাহ! যশোহর, কুষ্টিয়া একবারে ঘোরার ইচ্ছা আছে। কবে হবে জানি না।
সুন্দর লাগলো।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: একেবারে সব ঘুরে যান। সাথে মুজিবনগর-মেহেরপুরেও ঘুরে যেতে পারেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
সাজিদ ঢাকা বলেছেন: ভাই ই ই ই ই ই ই , , , , , কবে যে আসুম , , পোষ্টে ++++++
অনেকদিন ধরে প্লান করতেসি আসার
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪
ফারজুল আরেফিন বলেছেন: চলে আসো ভাই।
আসার আগে খবর দিও কিন্তু!
অনেক ধন্যবাদ তোমাকে।
১৬| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
শিশির ডি শাখামৃগ বলেছেন: ছোট থাকতে গিয়েছিলাম, বড় হয়ে আর যাওয়া হয়ে উঠে নি.....
ছবিগুলো সুন্দর হয়েছে খুব.। +++
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ শিশির.....।
১৭| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: অসম্ভব সুন্দর একটা ছবি ব্লগ । খুব ভালো লাগলো
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মামুন ভাই।
১৮| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
রাকিব আল আজাদ বলেছেন: ইশ! আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায় আগে যদি আমাকে বলতেন তাহলে.... । যাক আপনার মাধ্যমে আমার জেলার একটি ঐতিহ্য পরিচিতি পেল। ধন্যবাদ
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: আপনাদের জেলা সদরে মাসে দুই একবার যেতে হয়।
আপনাকেও অনেক ধন্যবাদ।
১৯| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কালো যাদু বলেছেন: ভাই কেমনে যামু, কই থাকমু, কই খামু সেইটা কইলে একটু বালা হইত। পোস্ট এ +++++++++++
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ফারজুল আরেফিন বলেছেন: সেটা তো কোথা থেকে যাত্রা শুরু করবেন তার উপর নির্ভর করবে। সিলেট থেকে যে আসবে তার যাত্রা পথ খুলনা থেকে যে আসবে তার যাত্রা পথের মতো হবে না। কিসে আসবেন, কতোজন আসবেন, কোথা থেকে আসবেন এসব বিষয় না জানলে বলা মুশকিল।
ধন্যবাদ।
২০| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
চলতি নিয়ম বলেছেন: অনেক কিছুই বদলে গেছে...
পোস্টে +
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ফারজুল আরেফিন বলেছেন: আগে তো যাইনি, তাই জানিনা.....
অনেক ধন্যবাদ।
২১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ করার মত একটি পোস্ট +++++++
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
২২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
কালো যাদু বলেছেন: ঢাকা থেকে যাব ২ জন
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮
ফারজুল আরেফিন বলেছেন: গাবতলী থেকে কুষ্টিয়াগামী অনেক বাস আছে। কুষ্টিয়া শহর থেকে আলাউদ্দিন মোড় পর্যন্ত বাসে গিয়ে স্থানীয় যানবাহন রিক্সা-ভ্যান ও নসিমন যোগে যাওয়া যায়। সপ্তাহে প্রতি রবিবার এবং সোমবার বেলা ৩টা পর্যন্ত বন্ধ থাকে। এছাড়া অন্যান্য সব দিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।
হোটেল ও আবাসন
শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া।
২৩| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭
কালো যাদু বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২৪| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
জানতে চায় বলেছেন: ভাল লাগলো .....
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে....।
২৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫
শ্রাবণ জল বলেছেন: সুন্দর ছবি এবং বর্ণনা।
ভাল লাগল ভাই।
প্রিয়তে রাখলাম।
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণ জল।
ভালো আছেন আশাকরি, শুভকামনা.....।
২৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কিছুদিন আগের কুষ্টিয়া-মেহেরপুর ট্যুরে গিয়ে রবীন্দ্রস্মৃতিবিজড়ীত শাহজাদপুরও গিয়েছিলাম। কিন্ত ক্যামেরা বিট্রে করায় কুঠিবাড়ীর ছবি তোলা হয়নি। অনেক অনেক ভাললাগলো তোমার ছবিগুলি দেখে।
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
ফারজুল আরেফিন বলেছেন: এই দিকে আসলেন অথচ আমাকে একটু জানালেনও না।
লালনের মাজার আর পদ্মা নদীর ছবি আছে, পরের পোস্টে দিবো।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
২৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
এসএমফারুক৮৮ বলেছেন: যাওয়া হয়নি কখনও।
দারুন লাগলো।
+++++++++++
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
ফারজুল আরেফিন বলেছেন: একদিন নিশ্চয়ই আসা হবে।
অনেক ধন্যবাদ ফারুক ভাই।
ভালো থাকুন......।
২৮| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
অনাহূত বলেছেন: আপনি তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেলেন। বাহ্ বাহ্ । কিপ আপ বাড্ডি।
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
ফারজুল আরেফিন বলেছেন: বলেন কি ভাই !!!! টিনের চালে কাক, আমি তো অবাক!
কাল ঢাকা আসবো তিন দিনের জন্য। শনিবারে আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে।
অনেক ধন্যবাদ বাডি।
২৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬
অনাহূত বলেছেন: দেখা হয়েই যাবে। ধুয়া ছুটবেই।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭
ফারজুল আরেফিন বলেছেন: সময় পাইনি ভাই, ধুয়া আবারো ছুটবে একদিন নিশ্চয়ই।
৩০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনাহূত আর আরেফিন ভাই ধুয়া ছুটাবেন, আশপাশে আমরা কি অন্তত বসতে পারি না? কিডিং।
খুব ভাল লেগেছে পোস্ট। প্লাসায়িত। এখনো কুঠিবাড়ি যাইনি। ধ্যাত, কী দেখলাম জীবনে?
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকে তো খুঁজে পাইনা কোথাও। দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই।
পরের পোস্টে থাকবে লালনের মাজার ও এশিয়া মহাদেশের প্রাচীন ও বৃহত্তম বট বৃক্ষের ছবি ব্লগ। বিশেষভাবে আমন্ত্রণ রইলো।
৩১| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বোকামন বলেছেন: সম্মানিত ব্লগার,
পোস্টে কৃতজ্ঞতা জানবেন .....
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: আপনার প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন....।
৩২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। ২০১১ তে আমরা যখন গিয়েছিলাম সেদিন কুঠিবাড়ি বন্ধ ছিল। তাই আশেপাশে ঘুরেই চলে আসতে হয়েছিল। ভিতরে ঢুকতে পারি নাই।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ...।
সময় করে আবার ঘুরে আসুন তবে।
ভেতরের থেকে বাইরেই বেশি সুন্দর।
৩৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
বাঘ মামা বলেছেন: খুব ভালো লাগলো পোস্টা আরেফিন,
বহুবার যাওয়ার সুযোগ হয়েছে।
ধন্যবাদ এমন সুন্দর বিষয় গুলো তুলে আনার জন্য।
অট- থেমে গেলেন অনেকটা মনে হয়,কিন্তু কেন?ব্লগের কিছু কাজের মানুষ না থাকলে আমরা কিভাবে থাকবো যারা কোন কাজের নয় বলুন?নিয়মিত হউন,আমাদের ভালো কিছু থেকে বঞ্চিত করবেন কেন?
শুভ কামনা সব সময় আরেফিন
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ বাঘ মামা।
অনেক দিন পর দেখা পেলাম আপনার, ভালো লাগলো।
গত ব্লগ ডে'তে অসংখ্য জ্ঞানী-গুণী ব্লগার দেখলাম, এছাড়া ব্লগে কাজের মানুষেরও অভাব দেখি না। এক সময় ব্লগে নিজেকে মূল্যহীন মনে হতে থাকলো, অবশ্য এই ব্লগ পাড়ায় প্রত্যাশিতও ছিলাম না কখনো। কষ্ট করে পোস্ট দেয়ার ইচ্ছেটাও কেন জানি মরে গেলো। অসুস্থ প্রতিযোগিতা ও বিভ্রমের ভেতর বসবাস, অসুস্থদের সাথে আপোস করে চলা অথবা আতঙ্ক - এসব অনেক কিছুই নিয়মিত হওয়ার পথটা বন্ধ করে রেখেছে। একদিন হয়তো নিয়মিত হবো আবারো....।
ভালো থাকবেন, আপনার জন্যেও শুভকামনা সবসময়।
৩৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২
জুন বলেছেন: লাল বেলে মাটির তৈরী কুঠিবাড়ি সহ সাত গম্বুজ মসজিদ ও আরো পুরোনো ঐতিহ্যগুলোকে যখন চুনকাম করা হলো তখন থেকেই মেজাজ খারাপ। আমাদের মাথামোটা কর্তৃপক্ষের এসব ব্যাপারে আদৌ কোন জ্ঞান আছে কিনা আমার সন্দেহ। যাক তারপরও তোমার ছবিগুলো আমার খুব একটা পুরোনো হয়নি এমন স্মৃতিকে ফিরিয়ে আনলো।অনেক ধন্যবাদ ফারজুল আরেফিন।
কোন জেলায় পোষ্টিং বলো একটু ঘুরে আসি
যদিও বাংলাদেশে না দেখা আমার কোন জেলা নেই
+
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
ফারজুল আরেফিন বলেছেন: লাল শাড়ির বউকে পড়ানো হলো বিধবার শাড়ি!
হায়রে কর্তৃপক্ষ!
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
ঝিনাইদহ জেলায় পোস্টিং। বেড়াতে আসলে ভীষণ খুশি হবো। কবে আসবেন বলুন তবে?
আপনার পোস্ট পড়ে মনে হয় - আর কিছু দিন পর কোন দেশ দেখা বাকি থাকবে না। কিন্তু ভ্রমণের তুলনায় ভ্রমণ পোস্ট দিয়েছেন খুব কম।
ভালো থাকবেন.....।
৩৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬
সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।
শুভ কামনা।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর পোষ্ট !
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই....।
৩৭| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২০
শ।মসীর বলেছেন: বকুল তলার পাশে পুকুরে রাখা পদ্মা বোটের রেপ্লিকা - আমি যখন গেছিলাম ততখন এইটা ছিলনা ।
Click This Link
২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০২
ফারজুল আরেফিন বলেছেন: আবার আসেন তাহলে।
অনেক ধন্যবাদ শামসীর ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মামুন হতভাগা বলেছেন: বাহ সুন্দর হইছে
+++++++++++++++