নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখি

Footprint of a village boy!

ফারজুল আরেফিন

আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।

ফারজুল আরেফিন › বিস্তারিত পোস্টঃ

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছের পরিচিতি ও ছবিব্লগ।

১০ ই মে, ২০১৩ রাত ৮:২৯





ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সুইতলা মল্লিকপুর গ্রামে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছটির কিছু অংশ এখনো বেঁচে আছে। বটগাছটি বিশ্ববট নামে পরিচিত। গাছটির বয়স কমপক্ষে ৩০০ বছর। অনেক বছর আগে বয়সের ভারে আর ঝড়ে একটি শাখা থেকে আরেকটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ঝুরি চুরি করে কেটে নেয়া হয়েছে এবং বেশকিছু ঝুরির মৃত্যুও হয়েছে। ফলে গাছটি এখন আর একক কোন গাছ নয়। বিচ্ছিন্নভাবে অনেক জায়গা জুড়ে গাছটি দাঁড়িয়ে রয়েছে। একসময় গাছটির দুই হাজার ঝুরি ছিল, এখন সেই ঝুরির সংখ্যা কমে কয়েক শ হয়েছে।







বটগাছের জায়গাটির মালিক ছিলেন রায় গ্রামের জোতদার নগেন সেনের স্ত্রী শৈলবালা সেন; পরবর্তীতে জায়গাটি খাস হয়ে যায়। এই গাছের নিচে একসময় কুমোরপল্লী ছিল। সেখানে একটি কুয়ার মধ্যে গাছটি জন্ম নেয়। পরবর্তী সময়ে ডালপালা মেলে পুরো মাঠ বটের দখলে চলে যায়। একসময় তিথি অনুযায়ী ওখানে পাঠা বলি হতো। বর্তমানে সেখানে একটি স্থায়ী কালীপূজার আসন স্থাপিত হয়েছে। গ্রামবাসীর মতে কেউ এর ডালপালা কাটলে তার ক্ষতি হয়ে যায়।





























অন্যদিকে ভারতের দাবি, কলকাতার বোটানিক্যাল গার্ডেনের বটগাছটি পৃথিবীর সবচেয়ে বড় বটগাছ। যদিও মল্লিকপুরের বটগাছটি কলকাতার বটগাছের চেয়ে সবদিক থেকেই বড়। উইকিপিডিয়ায় পাওয়া কলকাতার বটগাছের ছবি -







***আপলোডের সময় ছবিগুলো ঘোলা হয়ে গেছে। পরিস্কার ছবি আমার ফেসবুক থেকে দেখতে পারেন - এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ



মন্তব্য ৬৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৩২

ফারজুল আরেফিন বলেছেন: আপলোডের সময় সবছবি ঘোলা হয়ে গেছে :( :(

মডু...... X( X(

১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৭

ফারজুল আরেফিন বলেছেন: ফেসবুকে পরিষ্কার ছবি - এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ B-)) /:)

২| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৩৪

কালোপরী বলেছেন: ছবি পরিষ্কার আসছে না ইদানিং


পোস্টে প্লাস :)

১০ ই মে, ২০১৩ রাত ৮:৫০

ফারজুল আরেফিন বলেছেন: ফেসবুক থাকতে চিন্তা নাই, পোস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি পরিষ্কার ছবির। B-)

অনেক ধন্যবাদ আপনাকে। :) :)

৩| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৩৪

বাকপটু বলেছেন: এই বটগাছটার নাম শুনেছিলাম আগে।যাওয়ার ইচ্ছা ছিল


যাইহোক + দিয়ে গেলাম

১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৪

ফারজুল আরেফিন বলেছেন: ঝিনাইদহ জেলায় আরো একটা বড় বটগাছ আছে, ওখানে যাবো কিছুদিন পর।

অনেক ধন্যবাদ আপনাকে। :)

৪| ১০ ই মে, ২০১৩ রাত ৯:১২

আবুল হাসান নূরী বলেছেন: এই পোস্ট আরো বছর খানেক আগে দিলেন না ক্যান? ঝিনাইদহ জেলার কালীগঞ্জেই গেছিলাম। আফসুস ...... :(( :((

১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

ফারজুল আরেফিন বলেছেন: বছর খানেক আগে তো আমি নিজেও জানতাম না। :D

ব্যাপার না, সুযোগ নিশ্চয়ই আবারো আসবে।
ধন্যবাদ আপনাকে। :)

৫| ১০ ই মে, ২০১৩ রাত ৯:১৭

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার পোষ্ট।

আমিও আজকে একটা পোষ্ট একটা ছবি আপলোডাইয়া দেখি ঘোলা হয়ে গেছে। সামু মামু আপগ্রেডশন করতে গিয়া ইতা কিতা করলো :(

১১ ই মে, ২০১৩ রাত ১২:১২

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

হ রে ভাই, ইতা যে কিতা শুরু করলো। :(

এই চান্সে ফটোগ্রাফারদেরও বিদায় করতে পারবো। ;)

৬| ১০ ই মে, ২০১৩ রাত ৯:৩১

তন্দ্রা বিলাস বলেছেন: এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ' দেখা দরকার।

১১ ই মে, ২০১৩ রাত ১২:১৩

ফারজুল আরেফিন বলেছেন: আগে দেশটারে জানা দরকার, তারপর দেখা দরকার। ;)

ধন্যবাদ আপনাকে।

৭| ১১ ই মে, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর ফারজুল ভাই।

আপনার পোস্ট মানেই নতুন কিছু।

প্রিয়তে রেখে দিলাম।

১১ ই মে, ২০১৩ রাত ১২:২১

ফারজুল আরেফিন বলেছেন: আরে আরমান ভাই যে! :)

শ্রমিকের মতো দিন রাত কাম করি, এখন আর ব্লগে সময় দিতে পারি না। :(

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৮| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সামুতে এখন ছবি স্পষ্ট আসে না।
মড়ুরা কি জানে ব্যাপারটা!

কেমন আছেন ভাই?

১১ ই মে, ২০১৩ রাত ১২:৪১

ফারজুল আরেফিন বলেছেন: শরৎ ভাই কি আর ছবি'র পোস্ট দেননা নাকি!
নতুন মডুরা মনে হয় কিছুই খেয়াল করে না, যদিও এটা টেকনিক্যাল টিমের কাজ। :P

কোন রকমে বেঁচে আছি ভাই, কাজের চাপ খুব বেশি। :(

আপনার কি খবর? ঢুকেছেন কোথাও?

৯| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

একজন আরমান বলেছেন:
ভাই তাও ভালো। আমি তো কামও পাই না। :(

১৫ ই মে, ২০১৩ রাত ২:০৫

ফারজুল আরেফিন বলেছেন: ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান - নিশ্চয়ই হয়ে যাবে।
আগে গন্তব্য ঠিক করুন, ভালোভাবে প্রস্তুতি নিয়ে সঠিক পথে যাত্রা শুরু করুন। ;)

অনেক শুভকামনা রইল....।

১০| ১১ ই মে, ২০১৩ রাত ১১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্কুলের সময় থেকে কয়েকবার গিয়েছি এই বট গাছের কাছে। যতদিন দিন যায় তত এর পরিসর কমতে থাকে, মানুষের জন্য আর বটগাছের দেবার জন্য জায়গা নেই। :(

তবু সুবিস্তৃত প্রাচীন সেই অতিকায় বটগাছটার কথা ভাবতে বেশ ভাল লাগে।
কত পাখি, পশু প্রানীর আবাস ছিল এই গাছ!

পোস্টে ভাল লাগা!

১৫ ই মে, ২০১৩ রাত ২:১২

ফারজুল আরেফিন বলেছেন: মনে হয় বটগাছটা ঘিরেই ওখানে বাজারের সৃষ্টি হয়েছিলো। এখন সেই অতিকায় বটগাছের সামান্য রয়ে গেছে।
আমারও ভালো লেগেছে প্রাচীন একটা গাছের কাছাকাছি যেতে পেরে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। :)

১১| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
লাকি সেভেন

ছবি ঘোলা দেখাচ্ছে B:-) B:-) B:-)

১৫ ই মে, ২০১৩ রাত ২:২০

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :) :)

ছবি আপলোড করে দেখি এই অবস্থা, পরে ফেবুতে আপলোড করে লিঙ্ক যুক্ত করে দিলাম।

১২| ১২ ই মে, ২০১৩ রাত ১:১০

আমি তুমি আমরা বলেছেন: গুড পোস্ট :)

১৫ ই মে, ২০১৩ রাত ২:২২

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :) :)

১৩| ১২ ই মে, ২০১৩ রাত ১:২৭

বটবৃক্ষ~ বলেছেন: ভাই করসেন কি!! এই পোস্ট তো আমার দেয়ার কথা!!

ডাইরেক্ট প্রিয়তে:):)

১৫ ই মে, ২০১৩ রাত ২:২৫

ফারজুল আরেফিন বলেছেন: :D :D

আপনি দিলেন না বলেই তো আমি দিয়ে ফেললাম।
বটবৃক্ষ কিন্তু নারী শ্রেণীতে পড়ে। :P

অনেক ধন্যবাদ ভাই বটগাছ। :)

১৪| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:৫১

এহসান সাবির বলেছেন: আমি কয়েকবার গিয়েছিলাম ওখানে তাও ১৪/১৫ বছর আগে। তখনই ওখানকার লোকজন বলেছিল দিনে দিনে মানুষজনে অত্যাচারে গাছটি ছোট হয়ে আসতেছে...

১৫ ই মে, ২০১৩ রাত ২:২৯

ফারজুল আরেফিন বলেছেন: তাহলে আপনি এখনকার চেয়ে অনেক ভালো অবস্থায় দেখেছেন। অত্যাচারের চিহ্নগুলো কিন্তু স্পষ্ট বুঝা যায়। সর্বভুক কিছু মানুষ সব খেয়ে ফেলতে চায়। :(

অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:১৯

এসএমফারুক৮৮ বলেছেন: ফারজুল ভাই +++++++

১৫ ই মে, ২০১৩ রাত ২:৩১

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

ভালো থাকুন......।

১৬| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫২

দি সুফি বলেছেন: ছোট্ট একটা বটগাছ দেখা যায় :-B :-B

১৫ ই মে, ২০১৩ রাত ২:৩৩

ফারজুল আরেফিন বলেছেন: ঐগুলো মূল গাছের একেকটা অংশ। :-0

ধন্যবাদ আপনাকে।

১৭| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২

জুন বলেছেন: দারুন সুন্দর একটি এলাকা । আমি প্রথমবার যখন গিয়েছিলাম এমন বৃষ্টি হচ্ছিল বলার নয়।নামতে পারি নি গাড়ী থেকে। পরের বার ঘুরেছি মনের মত করে ঐ বটের ছায়ায়।খুব ভাললেগেছিল সবুজ শ্যামল পুরো এলাকা। ওখান থেকে পরে জিসিসিআর এর রোড দিয়ে একটা বাজার নামটা মনে পরছে না সেটা হয়ে যশোর ফিরে আসলাম। খুব সুন্দর একটা ট্রিপ ছিল।
ওহ রাস্তার পাশ থেকে কৃষকদের সবজি ক্ষেত থেকে সদ্য ওঠানো আমার স্বামীর ভাষ্যনুযায়ী বাঙ্গলাদেশের সবচেয়ে বেষ্ট সব্জী, কিনেছিলাম। ঐ এলাকার সব সব্জী ঐ বাজারেই পাইকাররা নিয়ে আসে। নামটা কি গতখালি বাজার আরেফিন ??
+

১৫ ই মে, ২০১৩ রাত ২:৫০

ফারজুল আরেফিন বলেছেন: :) :)

এই যশোর অঞ্চল পুরোটাই সবজী চাষের জন্য বিখ্যাত, এখন যুক্ত হয়েছে ফুল চাষ। মাঠগুলোতে ধান, গম, ভূট্টা, কলা, ডাল, সরিষা, পাট, সবজী, ফুলের মিশ্র চাষ দেখতে বেশ লাগে। প্রায় প্রতিটি বাজারেই এসবের পাইকারি কেনাবেচা হয়। গাদা ফুলগুলো ট্রাকে করে ঢাকায় চলে যায়, ট্রাক ভর্তি হলুদ ফুল। গোলাপের ক্ষেতও আছে। আর গাছ ভর্তি এত আম আর কাঠবিড়ালী আমি জীবনেও দেখিনি।

আপনার ভ্রমণের কথা শুনে ভালো লাগলো। এশিয়ার সর্ববৃহৎ বিএডিসির দত্তনগর কৃষি খামার এই জেলাতেই অবস্থিত, ওখানে আরেকটি বিশাল বটগাছ আছে। এবার আসলে ওটাও দেখে যাবেন, আর আমাকে জানাবেন কিন্তু।

অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন। :)

১৮| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:২০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই সৌন্দর্য মিস করা যাবে না। কেমন আছেন!

১৫ ই মে, ২০১৩ রাত ২:৫৬

ফারজুল আরেফিন বলেছেন: চলে আসেন তবে। :)

সত্যি বলতে এমন জীবন যাপন চাইনি, সময় নষ্ট করছি কিনা তা বুঝতে পারছি না!
আপনার কি খবর?

অনেক ধন্যবাদ ভাই।

১৯| ১৫ ই মে, ২০১৩ রাত ১:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: বিশ্ববট দেখে ধন্য হলাম। থ্যাঙ্কু ভাইয়া :)

১৫ ই মে, ২০১৩ রাত ৩:০৩

ফারজুল আরেফিন বলেছেন: এরকম প্রাচীন একটি বটগাছ দেখে আমিও ধন্য হয়েছি ভাইয়া। লোকমুখে এর অনেক গল্প শুনা যায়। ৫০ বছর আগে যদি এটি ভালোভাবে সংরক্ষণ করা যেতো তবে নিঃসন্দেহে পর্যটনের একটি স্থান হতে পারতো!

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। :)

২০| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:২২

সাজিদ ঢাকা বলেছেন: গাছ টার অনেক হাঁকডাক শুনসি দেখতে যাওয়া উচিৎ , , , পোষ্টে +++ আমি এখনও ছবি পুরান নিয়মে আপলোড করি , , একটা একটা কইরা :P :P

২৩ শে মে, ২০১৩ রাত ২:৩৮

ফারজুল আরেফিন বলেছেন: যতো বয়স বাড়ে বটগাছ তত ছড়ায়ে পড়ে - এই বিষয়টা জানতাম না। ঘুরে আসো, খারাপ লাগবে না।

ঠিক করছি আর কোন ছবি পোস্ট করবো না।

অনেক ধন্যবাদ তোমারে। :)

২১| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:২০

অনাহূত বলেছেন: জানতাম না! সুন্দর পোষ্ট উইদ ঘোলাটে ছবি :P
কেমন আছেন?

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪১

ফারজুল আরেফিন বলেছেন: ফেবুর ছবি পরিষ্কার আছে। :)

যেমন আছি সেটাকে ঠিক ভালো থাকা বলে না।

আপনার কি খবর ভাই?

২২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

সাজিদ ঢাকা বলেছেন: মিয়া পোস্ট তো লিখেন ই না , , ২ / ১ টা যাও লিখেন আবার বলতেসেন ছবি দিবেন না , , :( :( :(

০১ লা জুন, ২০১৩ রাত ৩:৩৪

ফারজুল আরেফিন বলেছেন: এখানে ছবি দিলে ঘোলা আসে, ছবি পোস্ট ছাড়া আমার আর কিছু দেয়ার নাই।

গণ্য-মান্য-জঘন্য কিছু মডু আমার পোস্ট আর আমারে ভালো পায় না।

আমি এখন সামুর অতিথি ব্লগার। |-)

ঘুরতে থাকো, আর লিখতে থাকো....।

২৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

শাহেদ খান বলেছেন: ছবি'র ব্যাপারে সমস্যা এখন রেগুলার দেখছি।

পোস্ট চমৎকার। এমন তথ্য শেয়ার করার জন্য ভাল লাগা জানবেন। 8-|

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৭

ফারজুল আরেফিন বলেছেন: ছবি ছাড়া পোস্ট দিতে ভালো লাগে না। :(

অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন। :)

২৪| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন সব ছবি

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৮

ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। :)

২৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩০

বৃষ্টিধারা বলেছেন: KEMON ACHEN ?

০৫ ই জুন, ২০১৩ রাত ১২:১০

ফারজুল আরেফিন বলেছেন: এইতো ভালো! :)

আপনি কেমন আছেন.....?

২৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। :)

১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আবারো। :)

ভালো থাকবেন ভাই।

২৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি একবার ঝিনাইদহ গিয়েছিলাম , কিন্তু গাছ তা দেখা হয়নি , সময় কম ছিল, বাবা রাজি হয়নি । এবার দেখতে পেলাম । ভাল লাগল । বিশাল জানতাম , কিন্তু এত বিশাল গাছ , ধারণাই ছিল না ।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪২

ফারজুল আরেফিন বলেছেন: আবার আসলে যেতে পারেন, এই অঞ্চলে ঘুরার জায়গা তেমন নেই।

অনেক ধন্যবাদ অদ্বিতীয়া, ভালো থাকবেন।

২৮| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৭

হাসান ফেরদৌস বলেছেন: এসব বৃক্ষ সংরক্ষন করা উচিত যেকোন ভাবেই

২৭ শে জুন, ২০১৩ রাত ২:১০

ফারজুল আরেফিন বলেছেন: ঠিক বলেছেন।

স্হানীয়দের সচেতনতা বৃদ্ধি ও সহযোগীতা অপরিহার্য।

অনেক ধন্যবাদ আপনাকে।

২৯| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৮

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগল :)

২৭ শে জুন, ২০১৩ রাত ২:১৩

ফারজুল আরেফিন বলেছেন: :) :)

অনেক দিন পর আপনার দেখা পেলাম!

অসংখ্য ধন্যবাদ আপু।

৩০| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

মাহী ফ্লোরা বলেছেন: হেই বাবুই পাখি! /:)

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

ফারজুল আরেফিন বলেছেন: মাহী! :)

কি হয়েছে? /:)

৩১| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: কিছু অয় নাই। /:)

১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ফারজুল আরেফিন বলেছেন: ঈদ কিরাম কাটলো? :(
মনে হয় ভালোই কাটছে। /:)

৩২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

শ।মসীর বলেছেন: নাইস....

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৩৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইচ্ছে থাকলো ঘুরে দেখার । দারুণ পোস্ট ++++++++++

২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৯

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

ইচ্ছেরা পূর্ণতা পাক.....। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.