![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিটারের টুংটাং,গান-গল্প,কবিতা,
আর উপন্যাস,বইভর্তি ব্যাগ,
জানালার গরাদের ভিতর দিয়ে দেখা প্রকৃতি,
এসব কি একাকার হতে পারবে?
কল্পনা আর স্বপ্ন সব আজ মাটিতে মিশে,
কিছু যন্ত্রতে পরিনত আমরা,
বাকি অংশ পরিনত হচ্ছে,
পিয়ানোর সুর,হঠাৎ গেয়ে উঠা গান,
পাখির কলতান,পাঠচক্র
এসব কি একাকার হতে পারবে এই যন্ত্র জীবনে?
একাকার হোক আর না হোক,
হারিয়ে যাবে না মধ্যদুপুরে চড়ুইয়ের কিচিরমিচির, হারিয়ে যাবে না বৈদ্যুতিক তারের উপর বসে থাকা ফিঙ্গে,
ভোরের কাক আর কিছু টুকাইয়ের দল,
সব সৌন্দর্য রয়ে যাবে,
হারিয়ে যাবে কেবল আমাদেরটাই।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৯
fa siam বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আলম দীপ্র বলেছেন: ভালো হয়েছে!
মন্তব্যের পাশের সবুজ তীর চিহ্নে ক্লিক করে উত্তর দিলে মন্তব্যকারী অবগত হয় !
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৪
fa siam বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাই
৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৪
বিজন রয় বলেছেন: বৈদ্যুতিক তারে বসে থাকা ফিঙ্গের একটি ছবি দিতে পারতেন।
জীবনের ঘটে যাওয়া সবকিছু পুরাতনের দিকে ধাবিত হয়। সেগুলোকে নতুন করে রাখার দায়িত্ব কবিদেরকেই নিতে হবে। এই কবিতায় আপনার সেই আকাঙ্খা ফুটে উঠেছে।
+++++
৬| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩
fa siam বলেছেন: ধন্যবাদ বিশ্লেষনের জন্য
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: সুন্দর
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬
fa siam বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ