নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাস্টার

ফাস্টার › বিস্তারিত পোস্টঃ

ভোকাবুলারি মুখস্থ ছাড়াই ইংরেজি আর্টিকেল/পত্রিকা পড়ুন গুগল ক্রোমে!!

১৮ ই মে, ২০১৭ রাত ৯:৪৫

আসসালামু আলাইকুম



১. প্রথমে এই লিংকে যান। অথবা google chrome store লিখে গুগলে সার্চ দিন এবং chrome store এ যান। এরকম একটি পেজ আসবে।



২. লাল চিহ্নিত অংশে google translate লিখুন।



৩. Enter চাপুন। তাহলে এরকম পেজ আসবে। লাল চিহ্নিত অংশ ক্লিক করুন।



৪. কিছুক্ষণ অপেক্ষা করুন। Add extension এ ক্লিক করুন।



৫. কিছুক্ষণ অপেক্ষা করুন। ডাউনলোড হবে। এবার উপরের ডানদিকে এরকম একটি আইকন আসবে। আইকনটি ক্লিক করুন।



৬. ক্লিক করার পর এরকম আসবে। এবার Extension Options এ ক্লিক করুন।



৭. English এ ক্লিক করলে অনেক ভাষা আসবে। Bengali সিলেক্ট করুন।





৮. Immediate display pop up সিলেক্ট করুন । এরপর Save ক্লিক করুন।





৯. গুগল ক্লোম বন্ধ করে আবার চালু করুন। যেকোন ইংরেজি ওয়েবপেজে যান। যেকোন ওয়ার্ড সিলেক্ট করুন অথবা ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করুন। অটো pop-up আকারে চলে আসবে।



১০. যে কোন বাক্য সিলেক্ট করুন।



** ধন্যবাদ। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। **

বি.দ্র. * মজিলা ফায়ারফক্সেও গুগল ট্রান্সলেট অ্যাড-অন আছে। তবে সেটা কিভাবে কাজ করে আমার ভাল জানা নেই।*
* আমরা সকলে মিলে গুগল ট্রান্সলেটে বাংলা ভাষাকে আরও উন্নত করতে পারি।*
* Chrome Extension Options থেকে Settings পরিবর্তন করা যাবে।*

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:১৬

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৪৯

নাগরিক কবি বলেছেন: উপকারী পোস্ট।

৩| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৫০

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে মে, ২০১৭ রাত ২:১৪

শুভ_ঢাকা বলেছেন: উপকারী পোষ্ট। প্রিয়তে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.