নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
মানব সৃষ্ট নিয়মিত দুর্যোগে "বাংলাদেশ" এর প্রায়ই সলিল সমাধি হবার উপক্রম হয়, কয়েক কোটি ক্ষমতাহীন সহায় সম্বলহীন কিন্তু অসম্ভভ শ্রমজীবী মানুশ বাংলাদেশের জীবন মৃত্যুর মাঝে প্রাণদায়ী হয়ে দাঁড়ায়।শীত কিংবা ঝড় বৃষ্টি বাদলের দিনে সেই মানুষগুলাই কষ্ট পান।
সেইসব নিয়মিত মানব সৃষ্ট ঝড় ঝঞ্ঝার পর, সৃষ্টিকর্তা একটানা বৃষ্টি, সাময়িক বন্যার মাধ্যমে আবর্জনা পরিষ্কারের বন্দোবস্ত করেন, ভুমি উর্বর করেন, প্রকৃতিকে কিছুটা স্বাভাবিকতা ফিরিয়ে দেন!
অবিরাম বৃষ্টির ক্ষতি থেকে পানা চাই, মানুষের প্রতিপালকের কাছে। বিশেষ ভাবে গরীবের অরক্ষিত স্বাস্থ্য এবং সামান্য সম্বলের সুরক্ষার জন্য প্রার্থনা করি
প্রার্থনা করি, বাস্তু হীন শিশু, বস্তি, কুঁড়ে ঘরে থাকা ছোট ছোট শিশুদের জন্য, যারা ক্ষুধা দারিদ্র শীত বৃষ্টি ঝড়ের কাছে ভয়ঙ্কর ভাবে অরক্ষিত।
প্রার্থনা করি, কর্মজীবী শিশুদের জন্য যারা প্রাকৃতিক দুর্যোগের বা বৃষ্টি বাদলের দিনে কর্মহীনতার অভিশাপে অনাহারে অর্ধহারে থাকে।
প্রার্থনা করি, সুবিধা বঞ্চিত মায়েদের প্রতি যারা বৃষ্টিতে ভিজতে থেকেও রাতভর নিজের কোলের শিশুকে বাঁচানোর সংগ্রাম করেন।
উদ্বাস্তু এবং গৃহহীন সকল মানুষের কল্যান কামনা করি।
©somewhere in net ltd.