নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
ছিলে দুষ্টের মনে।
ঘৃণিত জনে।
অসৎ এর আভরণে!
ছিলে আমলাতন্ত্রের ফাইল চাপা টেবিলের নীচে,
উঠে এলে
সভ্যতার সংজ্ঞা তৈরিরই সেই টেবিলের উপরে!
কি দুরন্ত তুমি?
আজ কিনা মাথারই উপরে উঠতে পরাক্রম!
আচ্ছা!
আমরা তোমাকে সিলিং ফ্যানে কিংবা
জুলন্ত লাইটে শোভিত করে রাখব!
দোহাই! তুমি মেঘ ফুঁড়ে আকাশে উঠো না!
যথেষ্ট হয়েছে,আমাদের সম্ভ্রম খুলে নিও না।
এত দুঃসাহস কিভাবে পেলে বল না!
যেদিন সততার বিজয় হবে,
তুমিও কি দ্বিধা হবে না?
কি ভাবছ তুমি!
"সততার কভু বিজয় হবে না!"
এই জনপদে?
কবিতার নাম "দুর্নীতি" রাখবো বলে ভাবছি!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: না সেরকম কিছু হচ্ছে না। এদিক সেদিক ঢিল ছোঁড়া, আরকি!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯
ধ্রুবক আলো বলেছেন: লেখার প্লট ভালো লেগেছে। কবিতায় ++++
কবিতার নাম যদি দুর্নীতি রাখেন তাহলে তো দুদক কে জানাতে হবে,
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২
রাতুল_শাহ বলেছেন: দুর্নীতি নামটা বেশ আকর্ষনীয় হবে।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনাকে নতুন এলাকায় দেখছি, হঠাৎ করে পদ্যকে বাহন করছেন?