নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

এক নিরুদ্দেশ পথিক

সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।

এক নিরুদ্দেশ পথিক › বিস্তারিত পোস্টঃ

নির্বিকার

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

পঞ্জিকার দিন ক্ষণ ঠিক থাক,
ঠিক থাক বেনিয়ার সংস্ক্রিতিক ঠিকাদারি,
ঠিক থাক ভালবাসাহীন বাস্তব জীবনের ক্লান্তি!
একটি বছর প্রেমের অভিনয় করে,
শুধু একটি দিনে ভালোবাসার প্রস্তুতি! ঠিক থাক!

পত্র পল্লবে পুস্প মঞ্জুরিতে মোহিত বসন্ত হারিয়েছে,হারাক!
দেশীয় সব পুষ্প প্রজাতি বিলোপ হচ্ছে, হোক!
আঙ্গিনা স্কুল সড়ক দ্বীপের গুলবাগ হারিয়েছে, হারাক!

প্রাণ প্রকৃতি ছত্তি ছান হোক,
বন জঙ্গল মহাল সব উজাড় হোক,
শালিক দোয়েল ফিঙে চুড়ুই কোকিলের আবাস নষ্ট হোক।
ঋতু ক্রম এলোমেলো হোক।
হোক ফসলের মৌসুম অনিয়মিত!
তাতে কি আসে যায়!
বাতাসের ধোঁয়া-ধূলি, নদীর দূষণ, জমির বিষ বাড়তে থাক।

নদীর স্রোত নাই হয়ে যাক!
ফুল পরাগায়ন আর পাখি সব বিলীন হয়ে যাক!
উঠে যাক ফসলের মাঠে কিষাণ কিষাণীর হাঁসি।

নদীতে পানি ও ঢেউ থাকুক আর নাই থাকুক,
ফুল ফুটুক আর নাই ফুটুক!
মৌ ভ্রমরের গুঞ্জন থাকুক বা নাই থাকুক,
মুকুল মঞ্জুরি আসুক বা নাই আসুক!
মৃদু বাতাসে পত্র পল্লব দুলিত হোক বা নাই হোক!

শঠ কবি সব! কামুক প্রেমিক সব!
তোমাদের প্রেম প্রতারণা ঠিক থাক।
রমণীয় পণ্যের কামনা বাসনায় পুর্ণ, উদযাপন ঠিক থাক!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

প্রতীবাদ ভাল লেগেছে!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: প্রতিবাদ কৈ? আক্ষেপ!
লোকে যদি ফুল পাখি প্রান পরিবেশ প্রকৃতির প্রতি সচেতন হোত। দেখেন পুরা শহরে কোন ফুল নেই (কিছু কৃষ্ণ চূড়া সম্ভ্রম হীনতায়, ধূলায় আচ্ছন্ন হয়ে আছে)। পাখি নেই, একটি নগরী, অথচ এখানে নেই পাখির জন্য খাবার পানির ব্যবস্থা, লেইক গুলোর পানি এত বিষাক্ত যে সেখানে পানি খেলে পাখি মারা যায়। মাঠে মাঠে রাসায়নিক চাষের নামে বিষ, দলে দলে পাখি মারা যাচ্ছে।

এই রকম দেশে যারা প্রকৃতির নূন্যতম সচেতনতা না রেখে বসন্ত করে তাদের জন্য তাচ্ছিল্য!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: এক নিরুদ্দেশ পথিক ,



এক পথিক নিরুদ্দেশ থাক , এক কবি প্রতিবাদী থাক ,
হৃদয়ে বিষ বাড়তে থাক , সবকিছু নষ্ট হয়ে যাক ।
শুধু নির্বিকার বাড়ুক সুখের অসুখ ...............

ভালো লাগলো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: প্রতিবাদ নয়, অক্ষমের আক্ষেপ!

হৃদয়ে বিষ বাড়তে থাক , সবকিছু নষ্ট হয়ে যাক ।

লোকে যদি ফুল পাখি প্রান পরিবেশ প্রকৃতির প্রতি সচেতন হোত। দেখেন পুরা শহরে কোন ফুল নেই (কিছু কৃষ্ণ চূড়া সম্ভ্রম হীনতায়, ধূলায় আচ্ছন্ন হয়ে আছে)। পাখি নেই, একটি নগরী, অথচ এখানে নেই পাখির জন্য খাবার পানির ব্যবস্থা, লেইক গুলোর পানি এত বিষাক্ত যে সেখানে পানি খেলে পাখি মারা যায়। মাঠে মাঠে রাসায়নিক চাষের নামে বিষ, দলে দলে পাখি মারা যাচ্ছে।

এই রকম দেশে যারা প্রকৃতির নূন্যতম সচেতনতা না রেখে বসন্ত করে তাদের জন্য তাচ্ছিল্য!

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

সামছুল আলম কচি বলেছেন: অসাধারন লেখা !! অনেক ধন্যবাদ !!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.