নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
জাতীয় সংসদের কোটা বিন্যাস কিছুটা এরকম!
মিথ্যুক কোটা-১০%
আবাল কোটা-১০%
জাবর কাটা কোটা-১০%
চোর কোটা-২০%
ডাকাত কোটা-৪০%
গডফাদার কোটা-৭%
গডমাদার কোটা-৩%
মেধা কোটা -০%
ব্যাখ্যা-
১। মিথ্যুক কোটা-১০% এরা যা সত্য ঠিক তার উল্টো বলবে।
একেবারে অন্ধকার রাত হলেও, বলবে মননীয় স্পীকার আপনি জানেন! এখন ঝলমলে দিন!!
২। আবাল কোটা-১০% এরা আজন্ম চাপাবাজ, বাপ দাদার কেউ আগে নেতা ছিল, চুরি করে অঢেল কামিয়েছে। পয়সা পাতি খরচ করে সংসদে আসছে। বেশ রসালো কথা বলতে পারে, অশ্লীল তো বটেই। এখানে ধর্ষকদের জন্যও গোপনীয় বরাদ্দ ব্যবস্থা আছে।
৩। জাবর কাটা কোটা-১০% এরা তৈল কোটায় আসা, আমার নেতা হেন কর্সে তেন কর্সে, বাল ছিঁড়ে খালে ফেলসে, এইসব নিয়ে ব্যস্ত।
৩। চোর কোটা-২০% এরা মূলত চাঁদাবাজ নেতা। ছোট খাট গার্মেন্টস ব্যবসায়ীও। খুচরা কাজে পারসেন্টেইজ খায়। এদের মূল কাজ স্তানীয় সরকার ও প্রকৌশল দপ্তরের যাবতীয় কাজ থেকে, দেশের উন্নয়ন বাজেট থেকে ৪০-৬০% মারা, এরা ৩ নম্বর ইট দিয়ে মারে, সিমেন্ট না দিয়ে মারে, রডের পরিবর্তে বাঁশ দিয়ে মারে, বিটুমিন গ্রেড ৫-৬ নম্বরটা দিয়ে মারে, কিছুই না করে ছোট ছোট প্রোজেক্ট মারে। এরা খালি উন্নয়নের মহাসড়কের কথা বলে।
৪। ডাকাত কোটা-৪০% এরা ব্যাংক ও শেয়ার বাজার লুটপাট করে। একনেক বৈঠকে যেসব বড় বড় প্রকল্প পাশ হয় তার দাও মারে। সংসদে গিয়ে কথা তেমন বলে না, শুধু বিশেষ বাধ্য হলে ফ্লোর নেয়। বড় বড় দাও মারার চিন্তায় ঘাপটি মেরে বসে থাকে। রেস্ট নিতে সংসদে গিয়ে ঘুমায়।
আগে এদের সংখ্যা কম থাকলেও একন সবাই ডাকাত কোটায় চান্স চায়। কারণ চোর কোটায় কিছু কাজ দেখাতে হয়, ডাকাত কোটায় হাজার হাজার কোটি ঋণ নিয়ে সহজেই খেলাপী হওয়া যায়, তাই এই কোটার কদর দিন দিন বাড়ছে।
৫। গডফাদার কোটা-৭% বুঝতেই পারছেন। তবে এখানে আন্ডারোয়ার্ডের নিয়ন্ত্রক, মাদক সম্রাট, প্রতিবেশী দেশের বা দেশ গুলোর গোয়েন্দা কার্যক্রমের দেশীয় নিয়ন্ত্রক বা ফেসিলিটেটর , বিরোধী দল ঠেঙানোর ও রাজপথ নিয়ন্ত্রক।
৬। গডমাদার কোটা-৩% মন্তব্য নিষ্প্রয়োজন।
এখানে মূল ৩০০ আসনের আনুপাতিক বিন্যাস দিয়েছি। সংরক্ষিত মহিলা আসনে, কন্যা কোটা, স্ত্রী কোটা, বান্ধবী কোটা, রক্ষিতা কোটা, খামাখা কোটা আছে।
(সাময়িক পোষ্ট! যেহেতু এই ধরনের ফান পোষ্ট আমার লিখার ধারার সাথে সংগতি পুর্ণ না তাই সপ্তাহন্তে মুছে দিব!)
তবে, কথা আছে-
একটি দুর্বিত্ত সিস্টেমের কাছে নাগরিক হিসেবে আপনি কি আশা করেন? সিস্টেম পাল্টানোর শপথ নিন।
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: হেরে ১ নম্বরে, হে খালি মিথ্যা কথা কয়।
জিএমও মাফিয়া মাহিকো মন্সান্টোর এর বিরুদ্ধে আন্দোলন কারীদের কে সে বলছিল ঘুষ খাওয়া লোক, এখন কোটা ধারীদের বলছে রাজাকার।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক ঠিক।
পথিক তুমি এগিয়ে চলো,
আমরা আছি তোমার সাথে।।
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওভারল মিথ্যুক কোটা ৯০% হবে। আর এরশাদের জন্য পল্টি কোটাও রাখতে হবে...
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬
বনসাই বলেছেন: মতিয়া কোন কোটায় পড়লো!