নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

ফয়সাল আহমেদ অঞ্জন

আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ি । গল্প ,উপন্যাসের দারুন ভক্ত । মাঝে মাঝে দুই একটা কবিতা লিখি ।

ফয়সাল আহমেদ অঞ্জন › বিস্তারিত পোস্টঃ

সহজ স্বীকারোক্তি

১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৫


আমি এমনই,
সময়ের স্রোতে যেমন নিজেকে ভাসিয়ে দিতে পারি,
তেমনি ভাসিয়ে দিতে পারি তোমার স্মৃতিকেও।
তুমি আমাকে স্বার্থপর বলতে পার
কিন্তু আমি স্বার্থপরের মত বেঁচে থাকি না।
যদি স্বার্থপরের মত বেঁচে থাকতাম তবে আজ আমি বেঁচে থাকতাম তোমায় নিয়ে।
আর তোমার স্মৃতি কে কেন্দ্র করে প্রদক্ষিন করতাম।
স্বার্থপরতা হল নিজেকে নিয়ে বেঁচে থাকা।
আমি তোমাকে কোনদিনই নিজের থেকে আলাদা করিনি।
তাই তোমায় নিয়ে বেঁচে থাকাই আমার কাছে স্বার্থপরতা।
আমি তোমাকে ছেড়ে এসেছি, সেই সাথে নিজের স্বার্থটাও।
আমার মনের অব্যাক্ত কথাগুলো তুমি ঠিকই বুঝে ফেলো।
তাই তুমি আমার চেয়ে ভালো জানো যে আমি স্বার্থপর না।
আমি জানি তোমার কাছে আমি মহৎ আর
তোমার কাছে তুমি ছোট।
আমার চাওয়াটা এইটুকুই ছিলো যেন,
আমার ভালত্ত তোমায় কষ্ট দিক, তোমায় জ্বালাক, পোড়াক।
আর মানুষের কাছে না নিজের কাছেই ছোট করুক প্রতিটি মুহূর্তে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫০

আরণ্যক রাখাল বলেছেন: ভাল| কিন্তু লেখাটা কোন ক্যাটাগরির বুঝলাম না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.