![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীর কথা না ভেবে আজকের কথা ভাবুন। বেঁচে থাকাকে স্বার্থক করে তুলুন।
দুই বছর আগেই বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) পুরণ করেছে। খুব ভালো কথা। আনন্দ পাইলাম। কিন্তু এই লক্ষ্য পূরণ দিয়ে আমাদের কী হবে??
যে দেশের কুষকদের ৩৪ ভাগ এখনো ফসল করার পরে লাভের মুখ দেখতে পারে না। তাদের জন্য এটা কী নিয়ে আসবে?
যে মানুষটি তিনবেলা খেতে পায় না, তাদের জন্য এই এমডিজি কী ভাত এনে দেবে। যদি দিতে পারে তবে, সরকার এবং জাতিসংঘকে ধন্যবাদ। আর যদি না পারে, তবে, এই এমডিজি মুখে আগুন। লাগবো আমার এমডিজি।
©somewhere in net ltd.