![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীর কথা না ভেবে আজকের কথা ভাবুন। বেঁচে থাকাকে স্বার্থক করে তুলুন।
সামুতে নতুন একাউন্ট করলাম। এডমিন থেকে আমাকে জানানো হলো, আমাকে সাতদিন পর্যবেক্ষনে রাখা হবে। এটাই সামুর নিয়ম।
নিয়ম যেহেতু কী আর করা?
কবে যে শেষ হবে এই সাতদিন? তারপর আমিও একজন ব্লগার হয়ে উঠবো। এখন সব পোস্ট পড়তে পারলেও কোন কমেন্ট করতে পারি না। আশা করি সাতদিন পরে পারবো।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
জোনাকির প্রদীপ বলেছেন: সাতদিন তো শেষ হয়েছে বলে মনে হয়...!!!
তারপরেও লেখা এত কম কেন???
শুধু অন্যের লেখা পড়লেই চলবে???
.........আপনার লেখাও তো অন্যদের পড়তে মন চায়... !!!