নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা দিনে রোদেলা স্বপ্ন

ফজল

মেঘলা আকাশ

ফজল › বিস্তারিত পোস্টঃ

সরকার ও বাজার

১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮

সরকার বাজার মনিটরিং এর কাজ শুরু করছে। অথচ এদিকে ব্যবসায়ীদের ভয়ভীতি দূর করতে চাইছে সরকার।



তাছাড়া বাজার মনিটরিং করতে চাইলে তা এতো ঢাক ঢোল পিটিয়ে করার কি আছে? গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট নেয়ার পর অসঙ্গতি দেখলে সেখানে ব্যবস্থা নেয়া যেতে পারে। বাজারে জলপাই রঙ দেখলে বেশীরভাগ ব্যবসায়ীর মধ্যে যে সুখানুভূতি হবে তা তো নয়। পরিণামে পরিস্থিতি ভয়াবহতার মাত্রা ছাড়াতে পারে। হয়তো এমনও সময় আসতে পারে যখন বাজারে দ্রব্যমূল্য থাকবে কিন্তু দ্রব্য থাকবে না।



কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে ৫ই সেপ্টেম্বর বৈঠককারী এক খাদ্য ব্যবসায়ীর সাথে আলাপ হলো। তিনি বললেন বেশীরভাগ অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতাই ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী স্বাভাবিকভাবে এবং সাথে ছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু তাঁর ভাষ্যমতে খাদ্যদ্রব্যের ব্যবসায়ীরা ফ্লোরই পেলেন না কোন কথা বলার। যদি মতবিনিময় সভা অর্থনীতিবিদদের সাথেই হয় তাহলে তাদের নিয়ে সভা করলেই হয়ে যেত। অনর্থক বাকীদের ডেকে সরকারী খরচে বিলাসবহুল হোটেলে অপচয় না করলেই পারতো।



এ সরকারকে নিয়ে অনেক উচ্চাশা ছিলো আমার মনে। ধারণা ছিল এদের কর্মকান্ড পৃথক মাত্রা দেবে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও সমাজ-ব্যবস্থায়। কিন্তু দিনে দিনে তাদের কর্মক্ষমতায় দৈনতা প্রকাশ পাচ্ছে প্রবলভাবে এবং সামরিক চেহারাটা ক্রমশঃ অতিমাত্রায় প্রকাশিত হয়ে পড়ছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-১

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৯

চতুরভূজ বলেছেন: সরকারকে তাদেরনিজস্ব পদ্ধতিতে কাজ করতে দিতে সমস্যাটা কোথায়। বাজার মনিটরিং করাতে কিছু কিছু লোকের আশার গুড়ে বালি পড়বেই। সবাইকে একসাথে সুখি করতে পারাটা সম্ভব নয়।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১২

ব্লগে নতুন বলেছেন: তো সরকার কি বাজার মনিটর করবে না??? ব্যবসায়ীরা ইচ্ছা মত দাম রাখবে আর সরকারের কোন দ্বায়ীতয থাকবে না???

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫

ফজল বলেছেন: ্চতুরভূজ@সমস্যা কেবল একটা জায়গাতেই। সরকারের সমাধানের পথ যদি সঠিক না হয় তাহলে তো লক্ষ্যে পৌঁছাবেনা। যদি তাদের পথ সঠিকই থাকতো তাহলে দ্রব্যমূল্য নিয়ে আপনার আমার মনে এতো হা-হুতাশ থাকতো না। বাজার মনিটরিং করতে গিয়ে যদি ধরে আনতে বললে বেঁধে আনে তাহলে কি সরবরাহ ব্যবস্থা ঠিক থাকবে মনে করেন? সঠিকভাবে করতে পারলে খুবই ভালো তবে নিয়মিত হতে হবে। শুধু রমজানের আগে করবে অন্যসময় নয় - এটা কি নেতিবাচক প্রভাব ফেলবেনা ভবিষ্যতে?

ব্লগে নতুন@আসলে আমি বলতে চেয়েছি, প্রতি নিয়ত মনিটরিং করলেই হয়। সরকারের নিজস্ব গোয়েন্দা সংস্থাকে এখানে কাজে লাগালেই হয় নিয়মিত। রমজান আসলে একদম হুড়োহুড়ি করে বাজার মনিটরিং হ্যানো ত্যানো এসবের দরকার কি? কাজ দেখানো? সরকার রমজানে মনিটরিং করবে, অন্য সময় নয়, এটা কেমন কথা? আর ইউনিফর্ম নিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে এমন ধারণা ঠিক নয়।

আমি বলতে চেয়েছি - গোয়েন্দারা মনিটরিং করতে থাকুক সাদা পোশাকে এবং যারা অসঙ্গতি করছে শুধু তাদেরকেই ধরুক। ভয়ভীতি সৃষ্টি তো কোন কাজের হতে পারেনা। বর্তমান যে সংকট তা কি তাদের বালখিল্য মনিটরিং এর ফসল নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.