নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলে এলাহী

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

ফজলে এলাহী

আমি পাহাড়ে থাকি,রাঙামাটিতে। পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় কিছু কাজ করছি,লেখালিখি নেশা এবং পেশা। স্বপ্নে-সম্ভাবনায়,আমার প্রিয় রাঙামাটি-পার্বত্য চট্টগ্রাম।পাহাড়ের মাটি এবং মানুষের জন্য কিছু করতে চাই। সীমাবদ্ধতা অনেক,কিন্তু স্বপ্ন অফুরান।...নিজের সম্পাদনায় বের হয়-স্কুলপড়ুয়াদের পত্রিকা স্কুলবেলা,ছোট কাগজ পার্বত্য পুরাণ,পরিবেশ বিষয়ক প্রকাশনা পরিবেশ বীক্ষণ,আর অচিরেই বের হচ্ছে পাহাড়ের প্রথম মাসিক সংবাদ সাময়িকী-পার্বত্য সংবাদ..পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন-----সাধ্যমত সহযোগিতা করব। ফোন-০১৫৫৪৩০৮৪৬২

ফজলে এলাহী › বিস্তারিত পোস্টঃ

রাঙামাটিতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, আটক ৩

১৫ ই মার্চ, ২০১১ রাত ১:১০

রাঙামাটিতে জামায়াতে ইসলামীর বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে অন্ততঃ ৫ জন আহত হয়েছে। এই সময় পুলিশ ৩ জনকে আটক করেছে। রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমপ্রতি জেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত করার পর থেকেই সাবেক আমির এসএস শহীদুল্লাহ এবং বর্তমান আমীর আব্দুল আলীম এর সমর্থকদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিরোধ চলে আসছিলো। এর মধ্যে জামায়াত নিয়ন্ত্রিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান এর নিয়ন্ত্রন নিয়ে বিরোধ চরমে উঠে। সাবেক আমীর এএসএম শহীদুল্লাহর পদ চলে গেলেও তিনি এইসব প্রতিষ্ঠানের কর্তৃত্ব ছাড়ছেন না। এই নিয়ে দুই আমীরের বিরোধে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান এবং সাবেক নেতারা বর্তমান আমীরকে আর জামাতের ক্ষুদ্র একটি অংশ শহীদুল্লাহকে সমর্থন দেয়।

রাঙামাটি শহরের প্রানকেন্দ্রে অবস্থিত সুরক্ষিত ইসলামী সেন্টারের বিপুল সংখ্যক সম্পদের কতৃত্ব দখলে রাখতে মাসখানেক ধরেই এসএম শহীদুল্লাহর সমর্থকরা একদল বহিরাগতকে সেন্টারের হেফজতখানায় এনে রাখে, তারা সেন্টারের শহীদুল্লাহর কর্তৃত্ব দখলে রাখতে সশস্ত্র অবস্থান নেয়। সোমবার সন্ধ্যায় সেন্টারে অবস্থিত ছাত্র শিবিরের জেলা কার্যালয়ে সংগঠনের সভা চলাকালে ওই বহিরাগতরা সভায় হামলা চালায় । এইসময় জেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক মফিজুর রহমান, শহর কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, স্কুল ছাত্র বিভাগের সম্পাদক নূর জামান মারাত্মক আহত হয়। তাদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা ছাড়াও আহত হয়েছে শিবির নেতা হেলাল এবং রহমতউল্লাহ। সংঘর্ষের পরপরই জামাত নিয়ন্ত্রিত ইসলামী সেন্টারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে জামায়াত এবং শিবিরের সকল নেতাই তাদের মোবাইল ফোন বন্ধ করে দেয়। পুলিশ এইসময় হারেছ, জাফর এবং মিজান নামের শহীদুল্লাহর তিন সমর্থককে আটক করে।

রাঙামাটি জেলা জামায়াতের বর্তমান আমির আব্দুল আলিম ফোনে জানিয়েছেন, একটি ঘটনা ঘটেছে, আমরা বৈঠকে বসেছি। দেখা যাক কি হয়। এই সময় তার কাছে কি ঘটেছিলো জানতে চাইলে তিনি মোবাইল সংযোগ কেটে দিয়ে তা বন্ধ করে দেন।

ঘটনাস্থলে থাকা পুলিশ পরিদর্শক এসআই শরীফ জানিয়েছেন, আমরা হারেছ, জাফর এবং মিজান নামের তিনজন বহিরাগতকে আটক করেছি। জামায়াত নেতারা মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন, তাদের কোন সহযোগিতা পাওয়া যাচ্ছেনা। আমাদের কাছে খবর আছে সেন্টারে বহিরাগতরা অবস্থান করছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আমার সেন্টারে তল্লাশি চালাবো।



উল্লেখ্য,রাঙামাটি শহরের বনরূপায় অবস্থিত ইসলামী সেন্টারের ভেতরে একটি মাদ্রাসা, একটি স্কুল, একটি এতিমখানা, একটি নির্মাণাধীন হাসপাতাল, একটি মার্কেটসহ প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি আছে, যা জামায়াতের নিয়ন্ত্রনেই পরিচালিত হয়। এইসব প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব, শিক্ষক নিয়োগ, টাকাপয়সা লেনদেনসহ সকল বিষয়ই প্রত্যক্ষভাবে জামায়াত জেলা আমীরের পরিচালনায় পরিচালিত হয়। ফলে দুই দশক ধরে রাঙামাটি জেলা আমীরের দায়িত্ব পালন করা এসএস শহীদুল্লাহর এর নিয়ন্ত্রন ছাড়তে চাইছেননা, আবার নতুন আমীর এবং নতৃন নেতৃত্ব এইসব প্রতিষ্ঠান এবং সম্পত্তির নিয়ন্ত্রন নিতে চাইছে। এই কারণে এর আগের বেশ কয়েকবার জামায়াত এবং শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১১ রাত ১:১৪

আজিব পোলা বলেছেন: উল্লেখ্য,রাঙামাটি শহরের বনরূপায় অবস্থিত ইসলামী সেন্টারের ভেতরে একটি মাদ্রাসা, একটি স্কুল, একটি এতিমখানা, একটি নির্মাণাধীন হাসপাতাল, একটি মার্কেটসহ প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি আছে, যা জামায়াতের নিয়ন্ত্রনেই পরিচালিত হয়।

বাপ্রে ১০০ কোটি

২| ১৫ ই মার্চ, ২০১১ রাত ১:১৯

নীল দরিয়ার মাঝি বলেছেন: অপ্রাসংগিক মন্তব্য:

এটাও দেখতে পারেন। আমি মূলত এই সাইট টা তৈরী করতেছি মাইক্রোওয়ারকার্স এর পোস্ট সাবমিট করার জন্য। এটা মূলত তাদের জন্য যাদের আমার মত কোন হাই পেজ রেংক এর সাইট নাই। আপনারা সবাই জদি এই সাইট টা মাইক্রোওয়ারকার্স এর পোস্ট সাবমিট করার জন্য ইউস করেন তাহলে আসতে আসতে এটার পেজ রেংক বারবে এবং সবাই মাইক্রোওয়ারকার্স এর মত সাইট থেকে টাকা ইনকাম করতে পারবো। কারন পি.আর ৪ এর এটা সাইট এ পোস্ট সাবমিট করলে ১.৫০-৩.০০ ডলার পযন্ত পাওয়া যায়।

সাইট টি সম্পকে আপনাদের মতামত চাচ্ছি।

৩| ১৫ ই মার্চ, ২০১১ রাত ২:২৩

মামুন হতভাগা বলেছেন: এইডা সরকারি দলের ষড়যনত,তেনাদের ছরিতরো,ডুমুরের ফুলের মত ফবিতরো ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৪| ১৫ ই মার্চ, ২০১১ সকাল ৯:৫৩

িময়াজী বলেছেন: মামুন হতভাগা বলেছেন: এইডা সরকারি দলের ষড়যনত,তেনাদের ছরিতরো,ডুমুরের ফুলের মত ফবিতরো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.