![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশেপাশে অন্যায় কিছু দেখলে অনেক খারাপ লাগে। যদি সম্ভব হয় তবে প্রতিবাদ করি, যদি না পারি তখন ব্লগ লিখি।
আজ গাড়িতে করে যাচ্ছিলাম ধানমন্ডি। একটি নামকরা কলেজের কিছু স্টুডেন্ট বসা ছিল গাড়ির পেছনে। ওই কলেজের এক স্যার ই পাশে সিট না পেয়ে দাড়িয়ে ছিলেন পুরা সময়টা। ছেলেগুলু দেখেও না দেখার ভান করছিল এবং তাদের নিত্য নৈমিত্তিক শ্লীল ও অশ্লীল সব গল্প বলে হাসাহাসি করছিল। ভুলেও কেউ একবার বলার প্রয়োজন বোধ করল না , 'স্যার আপনি বয়স্ক মানুষ, আপনি বসুন'। অথচ এদের মধ্যে কয়েকজন জি পি এ ৫ পাওয়া।
ভাল রেজাল্ট করলেই কি বড় মানুষ হওয়া যায়? বড় মানুষ হতে হলে বড়দের দোয়া লাগে।
কয়েক বছর আগেও তো এই অবস্থা ছিল না। বয়স্ক মানুষ দেখলে আমরা সালাম দিতাম, বাসে সিট ছেড়ে দিতাম, সিগারেটটা আড়াল করে ফেলতাম, কথা সংযত করতাম।
অল্প কয়েক বছরে কি হয়ে গেল? কেন এমন হল? ড্যাম কেয়ার ভাব দেখানোই কি স্মার্টনেস?
এসমস্ত ছেলেমেয়েরা বড় হয়ে দেশকে ভালবাসবে এই কথা আমি বিশ্বাস করি না। দেশকে ভালবাসতে হলে দেশের মানুষকে ভালবাসতে হবে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
ভিটামিন এ বলেছেন: আপনাকে অভিনন্দন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
ভিটামিন সি বলেছেন: সিঙ্গাপুরে দেখেছি বাসে রিজার্ভ সিট থাকে মহিলা, প্রেগনেন্ট, শিশু ও বয়স্কদের জন্য নির্ধারিত। সিটের পাশে তাদের লোগো দেয়া থাকে। বাসে ভিড় থাকলেও কেউই ওইসব সিটে বসে না। বাংগালিরা আর ইন্ডিয়ানরা বেয়াদপ তো তারাই খালি পেলে বসে। এতে অন্য যাত্রীরা তাদের প্রতি এমন একটা লুক দেয় দেখে মনে হয় এরা এইমাত্র আফ্রিকার গহীন জঙগল থেকে এসছে। ওই রকম কন্ডিশন ওয়ালা যাত্রী দেখলে অবশ্য ছেড়ে দেয় সিট। এটাই এখানকার নিয়ম। আমাদের আসলে নৈতিকতার অভাব। কবে যে ভালো হবো??
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
স্বপ্নরাজ্য বলেছেন: গত বছর যাত্রাবাড়ী থেকে লিঙ্করোড যাচ্ছিলাম,রামপুরা থেকে এক বয়স্ক (৬০-৭০) লোক বাসে উঠলেন এবং সামনের সিটে বসা ২০/২১ বছরের এক ছেলেকে বললেন, বাবা একটু উঠবা আমার পায়ে সমস্যা আছে ভালো করে দাঁড়াতে পারি না। সেই ছেলে কিছু না বলে অনেক সময় চুপ করে ছিল। তখন ওই লোক বলল "সরি বাবা তোমাকে বিরক্ত করলাম।" এই কথা শুনে পাশের সিটের এক মধ্য বয়স্ক লোক তার সিটটি ছেড়ে দিয়ে বয়স্ক লোকটির বসার ব্যবস্থা করলেন।
আমার ক্ষমতা থাকলে আমি তখন ওই পোলারে ধইরা থাপরাইতাম। কিন্তু পারলাম না...............।
লাবনী আক্তার এবং ভিটামিন সি উভয়ের মন্তব্যের সাথে একমত
।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
ভিটামিন এ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মনোভাব পছন্দ হয়েছে।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
েমঘবালকিস বলেছেন: Mirur01 theke banasree jassilam ek week age, mirpur10 theke ek boyosko lok utlen. Ami seat chere dite chaile bollen baba tumi boso. Ami bollam ami samnei nambo bolei seat chere dilam..
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
ভিটামিন এ বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
লাবনী আক্তার বলেছেন: এখনকার ছেলে মেয়েদের মধ্যে অন্যকে সম্মান করা এই ব্যাপারটা নেই বললেই চলে।
আমি যখন বাসে যাই তখন আমার পাশে কোন বৃদ্ধ মহিলা বা পুরুষ যদি দাঁড়িয়ে থাকে আমি উঠে তাকে বসতে দেই। আমি বসে থাকব আর একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকবে এটা আমি মানতেই পারিনা।
এই ব্যাপারটা আমার খবই অস্বস্থি লাগে। যখন আমি সিট ছেড়ে কোন বৃদ্ধ মানুশকে বসতে দেই তখন অনেক শান্তি লাগে।