নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরারী

ভালোবাসি তোমায় প্রিয় জন্মভূমি

এম এস এস মামুন

কম্পিউটার প্রকৌশল, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক

এম এস এস মামুন › বিস্তারিত পোস্টঃ

এয়ারটেল ও আমাদের সামাজিক মূল্যবোধ

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪



স্টুপিডিটির একটা লিমিট আছে! বাংলাদেশে এয়ারটেল ব্যাবসা শুরু করার পর থেকেই আমাদের দেশীয় সংস্কৃতির প্রতিকূলে গিয়ে এরা এমন এক ধরনের বিজনেস পলিসি বেছে নিয়েছে যাতে করে আমাদের তরুণ সমাজ অবক্ষয়ের কিনারে গিয়ে পৌছুক সেটাই চায় তারা। এর আগে 'বন্ধু ছাড়া লাইফ ইম্পোসিবল' বিজ্ঞাপন দিয়েও তারা একই ধরনের সামাজিক অবক্ষয়মূলক কাজ করেছে। ব্যাবসার সাথে সাথে তারা আমাদের তরুণ সমাজের মগজে এমন কিছু পুশ ইন করছে যাতে করে অচিরেই আমাদের সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের শেষ প্রান্তে পৌছাবে। তাদের মনে রাখা উচিৎ এটা তাদের ভারত না যে তাদের মত এখানেও তারা পতিতার কারখানা বানাবে! সম্প্রতি ইউটিউব এবং ফেসবুকসহ বেশ কয়েকটি সাইটে এয়ারটেল থ্রি-জির নতুন একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে। যেখানে দেখানো হচ্ছে বন্ধু এবং গার্লফ্রেন্ডকে নিয়ে অনৈতিক কার্যকলাপ করার সময়েও ফোনে মা-বাবাকে মিথ্যা বলে চাপাবাজি করছে এক ছেলে! ভারতীয় এজেন্ট এয়ারটেল আমাদের সামাজিক মূল্যবোধকে কোথায় নিয়ে যেতে চায় তা কি একবার ভেবে দেখেছেন? মা-বাবার সাথে চাপাবাজি করতে শেখাচ্ছে এরা! কি ধরনের মূল্যবোধ অবক্ষয়ের টিউশনি করাচ্ছে এরা ভেবে দেখেছেন? ভিডিও বিজ্ঞাপনটির শুরুতেই নিচে লেখা আছে “Brazzers”, তাহলে এরা কি সরাসরি আমাদের তরুণ সমাজকে “Brazzers” বানানোর মিশনে নেমেছে? এদেরকে প্রতিহত না করলে এরা আমাদের সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধ দুটোকেই ভারতের মত নোংরামির পর্যায়ে নিয়ে চলে যাবে!



আমার ব্লগ থেকেঃ- মুক্ত মঞ্চ

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

মেহেদী হাসান মানিক বলেছেন: :( :( :( :( :(
ভাই প্রায় সব মোবাইল কোম্পানি গুলোই এই সব শিখাচ্ছে কিন্তু এয়ারটেল অগ্রদূত

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

এম এস এস মামুন বলেছেন: ভাই টেলিটকের থ্রি-জি এডটা তো দেখেছেন, সেখানে তো অনৈতিক কিছুর স্পর্শও নেই। এরা কি এরকম এড তৈরী করতে পারেনা?

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪

শুক তারা বলেছেন: সহমত, এরা টার্গেট করেছে গ্রোয়িং আপ জেনারেশনকে যাদের চোখে রংগিন চশমা , যারা ভাবে সারাটা জীবন এসব তামাশা করে পার করে দিতে পারবে।আর বাবা মায়ের নজরে থাকা যাদের কাছএ কারাগারে বন্দী থাকা ভাবে, এদের ব্রেইনওয়াস করা সবচেয়ে সোজা। একটু মৌজ মাস্তি দেখলেই এরা কনভিন্সড। এসব করে স্বল্পকালীন লাভ হয়, কিন্তু সমাজের ভালো ক্ষতি করে যাচ্ছে। সি এস আর বলে এত চিল্লায়, গাছপালা লাগানোর চেয়ে মানুষের নৈতিকতা উন্নত করা আর তা না পারলে এট লিস্ট পোলাপানের মাথায় এসব বিষ ঢুকানো থামাক, সমাজের অনেক উপকার হবে -_- । ,এসব এড দেখে কেউ সিম কিনে না কলরেট আর নেট ইউসেজের কনভেনিয়েন্স দিয়ে সিম কিনে, মাঝখান দিয়ে কিছু ফালতু প্র্যাকটিস ঢুকে যায়। :(

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

এম এস এস মামুন বলেছেন: ঠিক বলেছেন, এই ফালতু প্র্যাকটিসটাই মূল্যবোধ অবক্ষয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩

বিলাসী বলেছেন: আজকের বাংলাদেশে পারিবারিক/সামাজিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে যা সবাই জানে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে। এর সিংহভাগের জন্য দায়ী ভারতীয় মিডিয়া ও মোবাইল কোম্পানীগুলে। এ ব্যাপারে দ্রুত প্রতিবাদ/প্রতিকার না হলে বহুত খারাপী আছে বাংগালীর কপালে।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩

আখিলিস বলেছেন: টেলকো গুলার ভেতরে এয়ারটেলের এ্যডগুলো সবচেয়ে নিন্মমানের ! ভারতীয় কালচার পুশইন করার সমানে চেষ্টা করে যাচ্ছে এরা। এরা টার্গেট করেছে গ্রোয়িং আপ জেনারেশনকে যাদের চোখে রংগিন চশমা , যারা ভাবে সারাটা জীবন এসব তামাশা করে পার করে দিতে পারবে।আর বাবা মায়ের নজরে থাকা যাদের কাছএ কারাগারে বন্দী থাকা ভাবে, এদের ব্রেইনওয়াস করা সবচেয়ে সোজা। একটু মৌজ মাস্তি দেখলেই এরা কনভিন্সড। একদম সহমত ।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

আহলান বলেছেন: নোংরামি আর কি ...!

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

গেন্দু মিয়া বলেছেন: এভাবে ভাইরাল ভিডিও ছড়িয়ে নাম প্রচার করার নিদর্শন প্রায়ই দেখা যায়।

তবে, খেয়াল রাখতে হবে এয়ারটেলের নিজস্ব কোন সূত্র থেকে এটা এসেছে কিনা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সাধারণ পাবলিকের করা।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

এম এস এস মামুন বলেছেন: আপনি কোথায় আছেন??? এয়ারটেল কিছুদিন আগে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এডটা দিয়েছিল এবং এ নিয়ে বেশ তোলপাড়ও চলল কিছুদিন। পরে সরিয়ে নেয়। পরে তারা এই বিজ্ঞাপনটা আর কোন মিডিয়ায় প্রচার করবেনা বলে জানায়। আপনার জ্ঞাতার্থে ভিডিওটির ইউটিউব লিঙ্ক দেওয়া হলঃ-
Click This Link

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

নদ বলেছেন: তামাশা দেখি আজকাল টিভি না । ডরেমন কাটুন দেখলে মন্ত্রী মহোদয় পাগল হইয়া উঠে শিশুদের রক্ষা করার জন্য । এখন যে যুব সমাজের অবক্ষয় হতে পারে, সেদিকে খেয়ালই নাই ফাজিল গুলার ।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

পুকুরপাড় বলেছেন: এরা কোন দেশের তা বুঝতে হইবে। এদের ষড়যন্ত্র হইল কি করে এদেশের তরুন সমাজকে ধ্বংস করা যায় ।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

এম এস এস মামুন বলেছেন: ভারত অনেক আগে থেকেই আমাদের যুব সমাজের হাতে মাদক ধরিয়ে দিয়ে যুব সমাজকে ঝিমিয়ে রেখেছে, এবার তাদের টার্গেট সামাজিক মূল্যবোধ ধ্বংস করে কিভাবে তরুনদের বিকৃত মানসিকতার মানুষ করা যায়।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মেটাল বলেছেন: ১টা ফালতু থার্ড ক্লাস এড । দেইখা ভয়ঙ্কর মেজাজ খারাপ হইসে । এমন কি আপনার সব কথার সাথে এক মত । শুধু মাত্র Brazzers এর ব্যাপার টা বাদে । আপনার তথ্য ভুল । Brazzers লেখাটা এড এ নাই । এইগুলা পোলাপাইন এই এড রে পচানোর জন্য বানাইসে । পোস্ট টা এডিট করেন ।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

gazikaiser বলেছেন: আসলেই BRAZZERS দেখাইসে...?

১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

কস্কি বলেছেন: ছ্যাঁছড়ামীর ও এক্টা লিমিট আছে , কিন্তু এইটা কি!!! X( X( X(


জয়বাবা এশিয়াটিক!! B:-)

তোমাগোর ক্লায়েন্ট এয়ারটেল এহন থিরি জি :-B :-B

এহন থাইক্যাই সলো বানাইন্না শুরু কর, !! দুই টেকা দিয়া লিংক বিলি করলেও, তোমাগোর এয়ারটেল ম্যালা টেকা বাগাইতে পারব!! (শেষের অংশটুকু দেইখা, তাই মনে হইলো B:-) :|| )


যত্তোসব X(( X((


PISSED OFF @AIRTEL BD

১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কস্কি বলেছেন: ওপসসসসস!!

ভিডিও টা দেইখা মেজাজ হারাইয়ালাইছিলাম!! ! তাই কি সব টাইপ কইরালাইছি!! :!>

তাই কেউ আবার আমার উপ্রে মাইন্ডায়েন্না!! :-P

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কালীদাস বলেছেন: নিচে এইটা কার লোগো দেখলাম X(
এই হারামজাদাগুলারে বাংলাদেশে আসতে দেয়াটাই পছন্দ হয় নাই!

১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

গেন্দু মিয়া বলেছেন: লো প্রডাকশন কোয়ালিটি আর "Brazzers" -দেখে মনে করেছিলাম সাধারণ পাবলিকের বানানো।

এখনো মনে হচ্ছে এটা একটা প্রপোজিশন ছিলো। মানে রিয়েল অ্যাডে যাবার আগে এজেন্সি একটা প্রপোজিশন দেয়। ঐ রকম মনে হচ্ছে।

এয়ারটেলের অফিসিয়াল ফ্যান পেজে আসা মানে অবশ্য ভিন্ন কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.