নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকি, ছাগু ও নাস্তিক এর প্রবেশ নিষিদ্ধ ।

টেক্সটাইল প্রকৌশলী হিসাবে কর্মরত ।

ফেরদৌস আহমেদ নবীন

নিজের সম্পর্কে গুণগান করার তেমন কিছু নাই ।। মিথ্যা কে ঘৃণা করি ও মিথ্যা কথা না বলার চেষ্টা করি ।। আমাকে ফেসবুকে সাবস্ক্রাইব করতে পারেন।। www.facebook.com/fanobin

ফেরদৌস আহমেদ নবীন › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল ও ম্যাচ ফিক্সিং ।

২৬ শে মে, ২০১৩ রাত ২:০২

খিলগাঁও গভমেন্ট স্কুলে পড়ার সুবাদে আশরাফুলকে অনেক আগে থেকে চিনি । যখন আশরাফুলের জাতীয় দলে আগমন হয় নাই তখনো তাকে যেমন দেখছি এখনো তাকে তেমনই লাগে ।



যারা ম্যাচ ফিক্সিং করে তারাতো টাকার কাছেই বিক্রি হয় । তাইলে ২০০৭ সালে বিশ্বকাপের পর হাবিবুল বাশার এর নেতৃতে যখন সবাই আইসিএল এ গেল তখন আশরাফুল এর মাশরাফিকে কেও ৪ কোটি টাকার লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছিল ।২০০৭ সালে তাদের ২ জনেরই পারফরমেন্স সেই রকম ছিল ।। তারা চাইলেই বিক্রি হয়ে যেতে পারতো ।



কিছুদিন আগে যখন শ্রীলঙ্কা ট্যুরের প্রাথমিক দলে তার নাম ছিল না তখন আশরাফুল প্রিমিয়ার ক্রিকেট নিয়া বিজি ছিল । পরে যখন তাকে দলে ডাকা হলো তখন আশরাফুল ৩২ লাখ টাকার গাড়ির প্রস্তাব পায়ে ফেলে শ্রীলঙ্কা চলে গেল । এবং শ্রীলঙ্কাতে গিয়া যা করলো তা শুধুই ইতিহাস ।



সেই আশরাফুল নাকি ম্যাচ ফিক্সিং করছে । আশরাফুলের চরম শত্রুও কখনও তার কমিটমেন্ট নিয়া নিয়া প্রশ্ন তুলতে পারে না ।



আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে এটা মনে হয় ছাগুরা জোকস করে বলছে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ রাত ২:০৬

বাংলাদেশী দালাল বলেছেন: আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে এটা মনে হয় ছাগুরা জোকস করে বলছে

সহমত

২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১৫

ফেরদৌস আহমেদ নবীন বলেছেন: thank u..

২| ২৬ শে মে, ২০১৩ রাত ২:৪৪

মিতক্ষরা বলেছেন: প্রথম আলোতে এই নিউজটা দেখে খুব শংকিত হয়েছি।

৩| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:১৮

বাংলার হাসান বলেছেন: আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে এটা মনে হয় ছাগুরা জোকস করে বলছে । সহমত।

৪| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: থাপড়ানো দরকার যারা এমন বলে !

৫| ২৬ শে মে, ২০১৩ ভোর ৪:০১

দেখতাছি বলেছেন: আশরাফুল ফিক্সিং করেছে কিনা প্রমান এখনো হয় নাই । কিন্তু আশরাফুল বলেছে - মালিকের কথায় ম্যাচ ছেড়ে দিয়েছে । দেখি ভবিষ্যত কি বলে ..

৬| ২৬ শে মে, ২০১৩ ভোর ৬:২৫

দি সুফি বলেছেন: ভবিষ্যত উত্তর দিবে। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, তাহলে তা হবে আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় দুঃসংবাদ।

৭| ২৬ শে মে, ২০১৩ সকাল ৮:১৭

বিডি আইডল বলেছেন: ওয়াসিম আকরামের মত কিংবদন্তী খেলোয়াড় যদি ম্যাচ ফিক্সিং করতে পারে, আশরাফুল পারবে না কেন? মালিকের কথায় ম্যাচ ছেড়ে দেয়া আর ফিক্সিং এর মধ্যে কোন পার্থক্য নেই

৮| ২৬ শে মে, ২০১৩ সকাল ৮:৩৪

তুহিন সরকার বলেছেন: আশরাফুলের জন্য শুভকামনা রইল।

৯| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:১২

নীল সুমন বলেছেন: আশরাফুলের জন্য শুভকামনা রইল।

১০| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:২৯

হাসির মানুষ বলেছেন: ভাইয়েরা যখনই দেখবেন যে ভারতীয় ক্রিকেট এধরনের বিপদে পড়ে তখন তারা আশে পাশের কাউকে ব্যবহার করে নিজেদের বাচাতে চায়। তাদের আইপিএল এখন হুমকির মুখে। আইসিসি বন্ধ করে দিতে পারে। তাই তারা এসব করে নিজেদের বাচাতে চাইতেছে। এর আগে পাকিস্তান ও শ্রীলংকা এমন ব্যবহারের শিকার হইছে। এরা কোনদিন মানুষ হবে না। আইসিসিতে ভারতের দাপট আছে বাকি তিন দেশ তাদের সার্পোট করে বলে। আর তিন দেশ সেটা করে ভারতের টাকার দাপটে। এশিয়ার বাকি তিন দেশ যদি সরে যায় তাইলে বিশ্ব ক্রিকেটে ভারতের খেলা শেষ। অন্যান্য দেশগুলা ভারত কে বাল দিয়েও গোনেনা।

২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২২

ফেরদৌস আহমেদ নবীন বলেছেন: বলেছেন: ভারত এর পাকিস্তান ২ টাই চুতিয়া ।। তারাই এই সব ফিক্সিং এর সাথে মুলত জড়িত থাকে । কিন্তু ফেসবুক এ কিছু পেজ আশরাফুলকে নিয়া যেইসব পোস্ট দিলো তাতে তারা ছাগু ছাড়া আর কিছু না । বাংলাদেশি মানুষ যদি আশরাফুল কে নিয়া উলটা পাল্টা কয় তাইলে এটা কোনও ভাবেই মেনে নেয়া যায় না । আশরাফুল জত খারাপ এ খেলুক তার দেশের প্রতি কমিটমেন্ট নিয়া আমার কোনও সন্দেহ নাই । আর ইন্ডিয়া নিয়া কি কমু ?? তারা তোঁ তাদের দোষ ঢাকতে জিনিসটা পেঁচাবোই ।। কিন্তু আমরা বাংলাদেশিরা কেন আমাদের অহংকারের জিনিষ নিয়া মজা লমু

১১| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৩৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: আশরাফুলের মঙ্গল কামনায় সব সময়।

+

১২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সময়ই বলবে....আসলেই আশরাফুল অপরাধী নাকি....

১৩| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:০৩

মিতক্ষরা বলেছেন: @বিডি আইডল: মালিকের কথায় ম্যাচ ছেড়ে দেয়া আর ফিক্সিং এর মধ্যে কোন পার্থক্য নেই

পার্থক্য আছে। দেখতে হবে আশরাফুল কোন উৎকোচ নিয়েছেন কিনা। সেটাই আসল বিবেচ্য। যদি এটা প্রমান হয় আশরাফুল কোন উৎকোচ নেন নি, তাহলে শাস্তি অবশ্যই লঘু হবে। কিন্তু যে উৎকোচ নিয়েছে তার গুরু শাস্তি প্রাপ্য।

১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মালিকের কথায় ম্যাচ ছেড়ে দেয়া আর টাকার জন্য ফিক্সিং করা এক বিষয় না । মাঝে মাঝে দলগুলো ইচ্ছে করেই ম্যাচ হারে কোন একটা নির্দিষ্ট টীমের সাথে যাতে খেলা না পড়ে সেটা নিশ্চিত করার জন্য,বিশেষ সুবিধা ভোগ করার জন্য । এইটা এক ধরনের ট্রীকস । এর সাথে ফিক্সিং কে মিশানো নেয়াহেত ছাগলামী ছাড়া কিছুই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.